alt

ভারতের মাঠে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

সংবাদ স্পোর্টস ডেস্ক : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের আনন্দ

দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাঠে টেস্ট সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। বুধবার,(২৬ নভেম্বর ২০২৫) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানের বিশাল ব্যবধানে ভারতকে পরাজিত করে।

রান বিবেচনায় টেস্টে এটি সবচেয়ে বড় হার ভারতের। প্রথম টেস্টে ৩০ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ভারতকে লজ্জা দিলো প্রোটিয়ারা।

২০০০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল হ্যান্সি ক্রনিয়ে-গ্যারি কার্স্টেনের দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে এবং গত বছর নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ৪৮৯ ও ২৬০/৫ ডিক্লে; ভারত ২০১ ও ১৪০।

ফল: দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে জয়ী।

গৌহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন ভারতকে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল প্রোটিয়ারা। জবাবে দিন শেষে ২ উইকেটে ২৭ রান তুলেছিল ভারত। টেস্ট জয়ের জন্য ম্যাচের শেষ দিন আরও ৫২২ রান করতে হতো ভারতকে। দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৮ উইকেট।

বুধবার পঞ্চম দিন প্রথম ব্যাটার হিসেবে আউট হন নাইটওয়াচম্যান কুলদীপ যাদব। ৫ রান করে দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সিমোন হার্মারের শিকার হন তিনি। এরপর ক্রিজে আসা ধ্রুব জুরেলকে ৩ বলের বেশি খেলতে দেননি হার্মার, ২ রানে বিদায় ।

১টি করে চার-ছক্কায় ইনিংস শুরু করেছিলেন ভারত অধিনায়ক ও উইকেটরক্ষক ঋসভ পান্ত। কিন্তু হার্মারের শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেন পান্ত। ৫৮ রানে ৫ উইকেট হারায় ভারত।

সতীর্থদের যাওয়া-আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিন নম্বরে নামা সাই সুদর্শন। রানের চেয়ে উইকেটে টিকে থাকার দিকেই মনোযোগী ছিলেন তিনি। তার স্ট্রাইক রেটও ছিল ১০এর মধ্যে। শেষ পর্যন্ত ১৩৯ বল খেলে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামির বলে আউট হন সুদর্শন। ১০.০৭ স্ট্রাইক রেটে ১৪ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

৯৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জুটিতে ৩৫ রান যোগ হবার পর আঘাত হানেন হার্মার। ১৬ রানে সুন্দরকে ফেরান তিনি। সুন্দরকে ফিরিয়ে ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেন ডান-হাতি অফ-স্পিনার হার্মার।

ইনিংসে পাঁচ উইকেট নিয়েই ক্ষান্ত হননি হার্মার। রানের খাতা খোলার আাগেই নিতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে ইনিংসে ষষ্ঠ উইকেট পূর্ণ করেন । হার্মারের সঙ্গে তাল মিলিয়ে ভারতের শেষ দুই উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার কেশব মহারাজ। এতে ৬৩.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় ভারত।

ব্যাট হাতে সর্বোচ্চ ৫৪ রান করেন জাদেজা। এই সিরিজের দুই টেস্টে সেঞ্চুরির দেখা পাননি ভারতের ব্যাটাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটলো। এর আগে ১৯৬৯-৭০ এবং ১৯৯৫-৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি করতে পারেননি ভারতের ব্যাটাররা।

৩৭ রানে ৬ উইকেট নিয়েছেন হার্মার। টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার। পাশাপাশি মহারাজ ২টি, মার্কো ইয়ানসেন ও মুথুসামি ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯৩ ও ৪৮ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার ইয়ানসেন। ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন হার্মার। এ সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। এছাড়া ভারতের মাটিতে টেস্টে সর্বোচ্চ ২৭ উইকেটেও মালিক হয়েছেন হার্মার। দুই ক্ষেত্রেই হার্মার পেছনে ফেলেছেন সাবেক পেসার ডেল স্টেইনকে।

এ ম্যাচে ৯ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। পেছনে ফেলেছেন ভারতের আজিঙ্কা রাহানের ৮ ক্যাচকে। ২০১৫ সালে গল-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৮ ক্যাচ নিয়েছিলেন রাহানে।

এ সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল ভারত। ৯ ম্যাচে ৪টি করে জয়-হার ও ১টি ড্রতে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার।

ভারত তাদের সবশেষ ১৭টি টেস্টের মধ্যে ১০টিতেই হেরেছে। আগামী রোববার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দল দুটি।

ছবি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, এগিয়েছেন মুশফিক ও লিটন

ছবি

বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

ছবি

বার্সাকে উড়িয়ে দিয়েছে চেলসি, অপ্রত্যাশিত হার সিটির

ছবি

যুব বিশ্বকাপ হকি: প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি

দল নির্বাচনে অধিনায়ক বা কোচের অনুমতি বাধ্যবাধকতা নয়: লিপু

ছবি

বাংলাদেশ-মালয়েশিয়া উদ্বোধনী ম্যাচ বুধবার

ছবি

তিন কোচেরই দল পরখ করে নেয়ার মঞ্চ

ছবি

বাংলাদেশের তিন ম্যাচ কলকাতায় টি-২০ বিশ্বকাপ

ছবি

এনসিএলে তানভিরের ৭ উইকেট আল আমিনের সেঞ্চুরি

ছবি

সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়: আকবর আল

ছবি

৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বিপদে ভারত

ছবি

নারী কাবাডি বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশের সক্ষমতার বার্তা

ছবি

ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় নারী ফুটবল শুরু ২৬ নভেম্বর

ছবি

রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান

ছবি

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা ভারতের

ছবি

ব্রুনাইয়ের জালেও গোল উৎসব লাল-সবুজদের

ছবি

জাতীয় খেলোয়াড়রা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না

ছবি

ইয়ানসেনের তোপে নিজেদের মাঠে ‘ধবলধোলাইয়ের’ শঙ্কায় ভারত

ছবি

সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

ছবি

মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

ছবি

এএফসিতে বাংলাদেশের ব্রুনাই চ্যালেঞ্জ সোমবার

ছবি

টি-টোয়েন্টি সিরিজে নেই তাসকিন, নতুন মুখ মাহিদুল

ছবি

‘১০ টেস্ট খেলা ক্রিকেটারও এখন স্বপ্ন দেখছে ১০০ টেস্ট খেলার’

ছবি

সেমিতে হেরে ব্রোঞ্জ নিয়েই শেষ বাংলাদেশের

ছবি

গৌহাটি টেস্টে মুথুসামির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসে ৪৮৯

ছবি

সোমবার আবাহনীর সামনে মোহামেডান!

ছবি

গোল করে রোমাঞ্চিত লেভানদোস্কি

ছবি

দ্বিতীয় টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ছবি

হেডের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

ছবি

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

ছবি

জাতীয় ক্রিকেট লীগে রাজশাহীর ২৬৮ রান

ছবি

বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ছবি

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা করেনি যে কারণে

ছবি

গৌহাটি টেস্টের প্রথম দিন দ. আফ্রিকার ২৪৭/৬

ছবি

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

ছবি

থাইল্যান্ডকে হারিয়ে পদক নিশ্চিত করলো বাংলাদেশ

tab

ভারতের মাঠে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

সংবাদ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের আনন্দ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাঠে টেস্ট সিরিজ জিতল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। বুধবার,(২৬ নভেম্বর ২০২৫) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানের বিশাল ব্যবধানে ভারতকে পরাজিত করে।

রান বিবেচনায় টেস্টে এটি সবচেয়ে বড় হার ভারতের। প্রথম টেস্টে ৩০ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ভারতকে লজ্জা দিলো প্রোটিয়ারা।

২০০০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল হ্যান্সি ক্রনিয়ে-গ্যারি কার্স্টেনের দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে এবং গত বছর নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ৪৮৯ ও ২৬০/৫ ডিক্লে; ভারত ২০১ ও ১৪০।

ফল: দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে জয়ী।

গৌহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন ভারতকে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল প্রোটিয়ারা। জবাবে দিন শেষে ২ উইকেটে ২৭ রান তুলেছিল ভারত। টেস্ট জয়ের জন্য ম্যাচের শেষ দিন আরও ৫২২ রান করতে হতো ভারতকে। দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৮ উইকেট।

বুধবার পঞ্চম দিন প্রথম ব্যাটার হিসেবে আউট হন নাইটওয়াচম্যান কুলদীপ যাদব। ৫ রান করে দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সিমোন হার্মারের শিকার হন তিনি। এরপর ক্রিজে আসা ধ্রুব জুরেলকে ৩ বলের বেশি খেলতে দেননি হার্মার, ২ রানে বিদায় ।

১টি করে চার-ছক্কায় ইনিংস শুরু করেছিলেন ভারত অধিনায়ক ও উইকেটরক্ষক ঋসভ পান্ত। কিন্তু হার্মারের শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেন পান্ত। ৫৮ রানে ৫ উইকেট হারায় ভারত।

সতীর্থদের যাওয়া-আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিন নম্বরে নামা সাই সুদর্শন। রানের চেয়ে উইকেটে টিকে থাকার দিকেই মনোযোগী ছিলেন তিনি। তার স্ট্রাইক রেটও ছিল ১০এর মধ্যে। শেষ পর্যন্ত ১৩৯ বল খেলে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামির বলে আউট হন সুদর্শন। ১০.০৭ স্ট্রাইক রেটে ১৪ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

৯৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জুটিতে ৩৫ রান যোগ হবার পর আঘাত হানেন হার্মার। ১৬ রানে সুন্দরকে ফেরান তিনি। সুন্দরকে ফিরিয়ে ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেন ডান-হাতি অফ-স্পিনার হার্মার।

ইনিংসে পাঁচ উইকেট নিয়েই ক্ষান্ত হননি হার্মার। রানের খাতা খোলার আাগেই নিতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে ইনিংসে ষষ্ঠ উইকেট পূর্ণ করেন । হার্মারের সঙ্গে তাল মিলিয়ে ভারতের শেষ দুই উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার কেশব মহারাজ। এতে ৬৩.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় ভারত।

ব্যাট হাতে সর্বোচ্চ ৫৪ রান করেন জাদেজা। এই সিরিজের দুই টেস্টে সেঞ্চুরির দেখা পাননি ভারতের ব্যাটাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটলো। এর আগে ১৯৬৯-৭০ এবং ১৯৯৫-৯৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি করতে পারেননি ভারতের ব্যাটাররা।

৩৭ রানে ৬ উইকেট নিয়েছেন হার্মার। টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার। পাশাপাশি মহারাজ ২টি, মার্কো ইয়ানসেন ও মুথুসামি ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯৩ ও ৪৮ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার ইয়ানসেন। ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন হার্মার। এ সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। এছাড়া ভারতের মাটিতে টেস্টে সর্বোচ্চ ২৭ উইকেটেও মালিক হয়েছেন হার্মার। দুই ক্ষেত্রেই হার্মার পেছনে ফেলেছেন সাবেক পেসার ডেল স্টেইনকে।

এ ম্যাচে ৯ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। পেছনে ফেলেছেন ভারতের আজিঙ্কা রাহানের ৮ ক্যাচকে। ২০১৫ সালে গল-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৮ ক্যাচ নিয়েছিলেন রাহানে।

এ সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল ভারত। ৯ ম্যাচে ৪টি করে জয়-হার ও ১টি ড্রতে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার।

ভারত তাদের সবশেষ ১৭টি টেস্টের মধ্যে ১০টিতেই হেরেছে। আগামী রোববার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দল দুটি।

back to top