চীনের মাঠে অ-১৭ দলের জয়োল্লাস
চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের যুবারা।
বুধবার,(২৬ নভেম্বর ২০২৫) চংকিংয়ের টংগ্লিয়ানলং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিড নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। আরিফের ক্রস থেকে ইকরামুল দারুণ হেডে শুভ সূচনা করেন। পাঁচ মিনিটের ব্যবধানে নাম্বার নাইন মানিক ব্যবধান দ্বিগুণ করেন অপুর থ্রু বল থেকে। এরপর ম্যাচে ফেরার চেস্টা প্রতিপক্ষ শ্রীলঙ্কার। বিরতির আগে সে চেষ্টায় অবশ্য ব্যর্থ লায়নরা। বিরতি থেকে ফিরে রিফাত-ফয়সাল জুটির বোঝাপোড়ায় আসে তৃতীয় গোল। ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট, তখন ফরোয়ার্ড রিফাত কাজীর পাসে ঠান্ডা মাথার ফিনিশিং অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। এরপর আরও একবার বায়েজিত বোস্তামি শো। বদলি নেমে এই ম্যাচেও করলেন গোল। ম্যাচের শেষ মিনিটে তার দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। যোগ করা সময়ে আরও একগোল যোগ করে লাল সবুজের যুবারা। দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটিও দূরপাল্লার শট থেকে পূরণ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
বাছাইয়ে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর, ব্রুনেইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফয়সালরা।
আগামীকাল বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ বাহরাইন। এরপর আগামী ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চায়নার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সাত গ্রুপের চ্যাম্পিয়নরা সৌদি আরবে অনুষ্ঠিতব্য ১৬ দলের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
চীনের মাঠে অ-১৭ দলের জয়োল্লাস
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের যুবারা।
বুধবার,(২৬ নভেম্বর ২০২৫) চংকিংয়ের টংগ্লিয়ানলং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিড নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। আরিফের ক্রস থেকে ইকরামুল দারুণ হেডে শুভ সূচনা করেন। পাঁচ মিনিটের ব্যবধানে নাম্বার নাইন মানিক ব্যবধান দ্বিগুণ করেন অপুর থ্রু বল থেকে। এরপর ম্যাচে ফেরার চেস্টা প্রতিপক্ষ শ্রীলঙ্কার। বিরতির আগে সে চেষ্টায় অবশ্য ব্যর্থ লায়নরা। বিরতি থেকে ফিরে রিফাত-ফয়সাল জুটির বোঝাপোড়ায় আসে তৃতীয় গোল। ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট, তখন ফরোয়ার্ড রিফাত কাজীর পাসে ঠান্ডা মাথার ফিনিশিং অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। এরপর আরও একবার বায়েজিত বোস্তামি শো। বদলি নেমে এই ম্যাচেও করলেন গোল। ম্যাচের শেষ মিনিটে তার দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। যোগ করা সময়ে আরও একগোল যোগ করে লাল সবুজের যুবারা। দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটিও দূরপাল্লার শট থেকে পূরণ করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
বাছাইয়ে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর, ব্রুনেইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফয়সালরা।
আগামীকাল বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ বাহরাইন। এরপর আগামী ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চায়নার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সাত গ্রুপের চ্যাম্পিয়নরা সৌদি আরবে অনুষ্ঠিতব্য ১৬ দলের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।