বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-২০ মঙ্গলবার
শেষ ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা
বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এমন লক্ষ্য নিয়ে মঙ্গলবার চট্টগ্রামে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
টেস্ট সিরিজে সফরকারীদেও হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে হেরে যায় টাইগাররা।
ঘুরে দাঁড়িযে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা।
কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা।
ফেবারিট হিসেবে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে চমকে দেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ভালো সুযোগ ছিল সফরকারীদের। ১৭১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড। জবাবে ওপেনার তানজিদ তামিম দ্রুত ফেরার পর পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের দৃঢ়তায় ভালোভাবেই ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। ইমনের সঙ্গে ৬০ ও সাইফকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন লিটন। ইমন ৪৩ রানে ফেরার পর হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৫৭ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। লিটন ৫৭ ও সাইফ ২২ রান করেন। শেষ দিকে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২ বল বাকি থাকতে জয়ের বন্দওে পৌঁছায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে ব্যাটার শামীম পাটোয়ারিকে। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না তিনি।
এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৬ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড।
২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-২০ মঙ্গলবার
শেষ ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এমন লক্ষ্য নিয়ে মঙ্গলবার চট্টগ্রামে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
টেস্ট সিরিজে সফরকারীদেও হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে হেরে যায় টাইগাররা।
ঘুরে দাঁড়িযে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা।
কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা।
ফেবারিট হিসেবে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে চমকে দেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ভালো সুযোগ ছিল সফরকারীদের। ১৭১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড। জবাবে ওপেনার তানজিদ তামিম দ্রুত ফেরার পর পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের দৃঢ়তায় ভালোভাবেই ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। ইমনের সঙ্গে ৬০ ও সাইফকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন লিটন। ইমন ৪৩ রানে ফেরার পর হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৫৭ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। লিটন ৫৭ ও সাইফ ২২ রান করেন। শেষ দিকে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২ বল বাকি থাকতে জয়ের বন্দওে পৌঁছায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে ব্যাটার শামীম পাটোয়ারিকে। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না তিনি।
এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৬ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড।
২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।