image

আবাহনী-মেরিনার ফাইনাল

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
ক্রীড়া বার্তা পরিবেশক

ক্লাব কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আবাহনী ও মেরিনার ইয়াংস। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে আবাহনী ৬-২ গোলে সোনালী ব্যাংক দলকে পরাজিত করে।

আবাহনীর হয়ে গোল করেন বেলিমা¹া বাহারান ৩টি (৭মি, ১৩মি, ৫৯মি)

পুস্কর ক্ষিসা মিমো, নাইম উদ্দিন, মেহরাব হোসেন সামিন ও খোরশেদ।

ব্যাংকের রকি দুই গোল করেন।

দিনের অন্য সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়াকওভার দিলে মেরিনার ইয়াংস ওয়াকওভার লাভ করে। আবাহনী-মেরিনার ফাইনাল শনিবার। খেলা শুরু হবে বিকেল ৩টায়।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি