মেরিনার্স প্রথম হকি লিগ শিরোপা জেতে ২০১৬ সালে । লিগ শিরোপা পুনরুদ্ধার করতে তাদের পাঁচ বছর সময় লাগলো । সাম্প্রতিক সময়ে একই মৌসুমে ক্লাব কাপ ও লিগ জয়ের কৃতিত্ব নেই কোনো ক্লাবের। কোচ হিসেবে মামুনুর রশীদ অনন্য এক কীর্তি অর্জন করল।
দলবদলের সময় থেকে মোহামেডান ও মেরিনার্সের মধ্যে দ্বৈরথ চলছে। সেই দ্বৈরথে মোহামেডান দলবদলে জিতলেও মাঠের লড়াইয়ে তিনবারই হারল। ক্লাব কাপে সেমিফাইনালে মোহামেডান খেলেনি। লিগে প্রথম রাউন্ড ও সুপার লিগ উভয় পর্যায়ে হেরেছে মোহামেডান।
ম্যাচের শুরুতে মোহামেডান লিড নেয়। আর্জেন্টাইন গঞ্জালো পেইলাতের গোলে সাদা কালোরা এগিয়ে যায়৷ প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা আনেন মেরিনার্সের সোহানুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করেন সোহান। মেরিনার্স লিড নেয় এবার। তৃতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে ভারতীয় প্রদীপ মোরের গোলে মেরিনার্স স্কোরলাইন ৩-১ করে। ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহামেডানের সারওয়ার গোল করলে ৩-২ হয়।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা