শীতজনিত রোগ: চাই সমন্বিত পদক্ষেপ

শীত মৌসুমে সাধারণত কিছু রোগের প্রকোপ বাড়ে। এবারও ব্যতিক্রম কিছু ঘটেনি। দেশে ১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাত্র ৩৯ দিনে শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ডায়রিয়ায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। রোগাক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৪ জন। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, মহাখালী ডায়রিয়া হাসপাতালে প্রতিদিন ছয়-সাত শ’ রোগী ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। ঢাকার বাইরে জেলা হাসপাতালগুলোতেও একই প্রবণতা। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুদের আক্রান্ত হওয়া নিঃসন্দেহে জনস্বাস্থ্যের দুর্বলতার ইঙ্গিত দেয়। বয়স্ক ও পূর্ববর্তী শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তরা বিশেষ ঝুঁকিতে আছেন।

বিশেষজ্ঞদের মতে, শীত নেমে আসার সঙ্গে সঙ্গে এসব রোগের প্রকোপ বাড়া স্বাভাবিক। তবে তা নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম প্রস্তুতি। বাস্তবতা হলো, মৌসুমী রোগের পুনরাবৃত্তি সম্পর্কে ধারণা থাকলেও প্রতিবারই হাসপাতালগুলোকে হিমশিম খেতে হয়। বহিঃবিভাগে রোগীর চাপ বাড়ে, শয্যা সংকট দেখা দেয়। আর গ্রামাঞ্চলে সঠিক চিকিৎসা না পাওয়ায় অনেকেই জটিল অবস্থায় হাসপাতালে আসেন।

অনিরাপদ পানি, খাদ্যদূষণ, সীমিত স্বাস্থ্যশিক্ষা এবং আগাম সতর্কতামূলক কর্মসূচির দুর্বলতা এসব রোগ বিস্তারের বড় কারণ। বিশেষ করে অনেক শিশু যে পরিবেশে বড় হচ্ছে সেখানে ঠাণ্ডাজনিত ঝুঁকি ও ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধে স্কুল, পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতার ঘাটতি রয়েছে।

ঠাণ্ডাজনিত রোগ প্রতিরোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিভাগীয় পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বিত পরিকল্পনা করতে হবে। জেলা ও উপজেলা হাসপাতালে শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, স্যালাইন ও জরুরি ওষুধ মজুত নিশ্চিত করা জরুরি। শিশুদের জন্য আলাদা জরুরি ইউনিট ও দ্রুত চিকিৎসা-প্রটোকল চালু করা দরকার। কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি, হাত ধোয়ার অভ্যাস, খাবার সংরক্ষণ নিয়ে ধারাবাহিক প্রচারণা চালাতে হবে।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» সেচযন্ত্র চুরি রোধে কার্যকর ব্যবস্থা নিন

» সারের কৃত্রিম সংকট: দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন

» প্রান্তিক আদিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি

» দুস্থ নারীদের অধিকার নিয়ে অনৈতিক বাণিজ্য কাম্য নয়

» দুমকিতে প্রাণিসম্পদ সেবার সংকট: দ্রুত পদক্ষেপ জরুরি

» চুনারুঘাটে প্রশাসনিক শূন্যতা: ব্যবস্থা নিন

» এক খ্রিস্টান পরিবারের জমি দখলের চেষ্টা: ব্যবস্থা নিন

» অবৈধ ইটভাটা: প্রশাসন কী করছে

» পথ হারাচ্ছে রেলপথে পণ্যপরিবহন

» মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলন: আলোচনায় সমাধান খুঁজতে হবে

» জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণে বিলম্ব কাম্য নয়

» শিক্ষকদের আন্দোলন, সরকারের কঠোরতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ

সম্প্রতি