কুড়িগ্রামের চিলমারীতে দক্ষিণ খরখরিয়া সাববাঁধ এলাকায় অর্ধ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু দুই গ্রামের মানুষের সেই ব্রিজে ওঠার পথই নেই। দুই গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ব্রিজ পার হতে দুর্ভোগের মুখোমুখি হন। ব্রিজের পাশ দিয়ে গর্ত করে রাখা হলেও বছরজুড়ে মাটি ভরাট না হওয়ায় ব্রিজটি কার্যত অচল পড়ে আছে। তা কেবল একটি অসমাপ্ত সড়কের কারণে। স্কুলগামী শিশুদের কাদা পানি ডিঙিয়ে যেতে হয়, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানো হয়ে দাঁড়ায় কঠিন। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্ষার কারণে মাটি ভরাট করা যায়নি। আমরা বলতে চাই দেশে বর্ষা প্রতি বছরই আসে। উন্নয়ন কাজের ক্যালেন্ডারও তার সঙ্গে মিলিয়েই তৈরি করতে হয়। সেতুর কাজ শেষ হলেও সেটা ব্যবহার নিশ্চিত না করা গেলে তাকে উন্নয়ন বলা যায় না। বরং এটা অযতœ, অব্যবস্থা ও সমন্বয়ের ঘাটতি। জনগণের করের টাকার এমন অপচয় কাম্য নয়।
ব্রিজ নির্মাণের উদ্দেশ্য ছিল দুই গ্রামের মানুষের চলাচল সহজ করা। সেই সুবিধা দিতে ব্যর্থ হলে প্রকল্পের মূল লক্ষ্যই ব্যর্থ হয়ে যায়। এখন জরুরি ভিত্তিতে সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি কার্যকর করতে হবে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের জবাবদিহিতা আদায় করতে হবে। ভবিষ্যতে কোনো প্রকল্প ‘অর্ধসমাপ্ত উন্নয়ন’ হিসেবে যেন মানুষের ভোগান্তির কারণ না হয় সেটা নিশ্চিত করা জরুরি। উন্নয়ন মানে শুধু অবকাঠামো দাঁড় করানো নয়, সেই অবকাঠামোর পূর্ণ ব্যবহারের সুযোগ সৃষ্টি করাই প্রকৃত উন্নয়ন।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা