তিস্তা ব্যারেজে ঝুঁকিপূর্ণ বালু অপসারণ

নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারেজ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প। এটি শুধু স্থানীয় কৃষকদের জীবনযাত্রার উপর নির্ভরশীল নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যারেজের সংলগ্ন স্পর্শকাতর কমান্ড এলাকায় বিপজ্জনক পদ্ধতিতে বালু অপসারণের কাজ শুরু হয়েছে। দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রায় ৫০টিরও বেশি শক্তিশালী বোমা মেশিন ব্যবহার করে এই কাজ করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, খননের ফলে ব্যারেজের নিচের মাটি সরে যেতে পারে। এতে ব্যারেজের কাঠামোগত স্থায়িত্বের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। দীর্ঘ ৬১৫ মিটার এবং ৪৪টি জলকপাট বিশিষ্ট এই ব্যারেজ দেশের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বোমা মেশিনের ব্যবহার নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি করে, যা ভবিষ্যতে ব্যারেজ ধ্বংসেরও কারণ হতে পারে। অনেকেই এটিকে “আত্মঘাতী সিদ্ধান্ত” হিসেবে আখ্যা দিয়েছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ব্যারেজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা উচিত নয়। প্রশ্ন হচ্ছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্পের নিরাপত্তা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে বালু তোলার সুযোগ দেওয়া হলো। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

তিস্তা ব্যারেজ শুধু একটি অঞ্চলের নয়, দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই যে কোনও ঝুঁকিপূর্ণ কর্মকা- বন্ধ করা জরুরি।

সম্প্রতি