এক সময় সাহাগোলা রেলওয়ে স্টেশন ছিল নওগাঁর আত্রাই উপজেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ ভরসা। প্রতিদিন একাধিক ট্রেন থামত, যাত্রীদের ভিড়ে স্টেশন চত্বর ছিল প্রাণচঞ্চল। আজ সেই স্টেশন কার্যত অচল। দীর্ঘদিন ধরে জনবল না থাকায় স্টেশনের সব কার্যক্রম বন্ধ হয়ে আছে। নামমাত্র একটি মেইল ট্রেন থামলেও সেখানে টিকিট বিক্রি হয় না, যাত্রীসেবার কোনো ব্যবস্থাও নেই।
সংবাদ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৮ সাল থেকেই সাহাগোলা স্টেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ। স্টেশন মাস্টারের দপ্তর তালাবদ্ধ, রেলওয়ের কোয়ার্টার পরিত্যক্ত। প্রয়োজনীয় সংখ্যক স্টেশন মাস্টার, পোর্টার ও পয়েন্টসম্যান না থাকায় স্টেশনটি চালু রাখা সম্ভব হচ্ছে না। অথচ জনবল সংকট সমাধান করা হলে খুব সহজেই এই স্টেশন আবার সচল করা যেত।
স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই স্টেশনটি চালুর দাবি জানিয়ে আসছেন। তাদের বক্তব্য খুবই যৌক্তিক। আশপাশের অনেক ছোট স্টেশনে যেখানে ইন্টারসিটি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে, সেখানে সাহাগোলার মতো একটি সম্ভাবনাময় স্টেশন বন্ধ পড়ে থাকা দুঃখজনক। এই স্টেশন চালু হলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত সহজ হবে, এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাড়বে।
সাহাগোলা রেলওয়ে স্টেশন শুধু একটি ভবন নয়, এটি এলাকার মানুষের যোগাযোগ ও উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। অবহেলা আর গড়িমসি না করে দ্রুত এই স্টেশন চালুর উদ্যোগ নিতে হবে। জনবল নিয়োগ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্রেন চলাচল বাড়ানোর মাধ্যমে সাহাগোলাকে আবারও একটি কার্যকর রেলস্টেশনে পরিণত করা হবে সেটা আমাদের আশা।