পাহাড় কেটে কেন পানের বরজ?

চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে সংরক্ষিত পাহাড় কেটে পানের বরজ গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। আজিজনগর বনবিট এলাকায়, হাতি চলাচলের এলিফ্যান্ট আন্ডারপাসের কাছাকাছি অন্তত আটটি পানের বরজ তৈরি হয়েছে। এর মধ্যে কয়েকটি সম্প্রতি পাহাড় কেটে বানানো হয়েছে। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেনছেন, প্রতি বরজের জন্য বনবিট কর্মকর্তাকে ১৫ হাজার টাকা এবং পাহাড় কাটার জন্য আরও ১০ হাজার টাকা দিতে হয়। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতার অভিযোগ উঠেছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ।বনবিট অফিস থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এসব ঘটছে। কিন্তু কোনো উচ্ছেদ অভিযান বা মামলা হয়নি। এতে বন বিভাগের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে।

চুনতি অভয়ারণ্য এশিয়ান হাতির অন্যতম আশ্রয়স্থল এবং চলাচলের গুরুত্বপূর্ণ করিডর। পাহাড় কাটায় হাতির পথ সংকুচিত হচ্ছে, যা মানুষ-হাতি সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে।

অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা তদন্তের আশ্বাস দিলেও এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতে পানের বরজ, অবৈধ বসতি ও উন্নয়ন প্রকল্পে এ অভয়ারণ্যের বড় অংশ ধ্বংস হয়েছে। ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে।

অবিলম্বে অবৈধ বরজ উচ্ছেদ করতে হবে। যে কোনো মূল্যে পাহাড় রক্ষা করতে হবে। পরিবেশ ধ্বংসের ঘটনার নিরপেক্ষ তদন্ত না হলে চুনতি অভয়ারণ্য স্থায়ী বিপর্যয়ের মুখে পড়বে। বন বিভাগকে দায়িত্বশীল হতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের শাস্তি দিতে হবে।

সম্প্রতি