শেষ না হওয়া সেতু, শেষ না হওয়া ভোগান্তি

উন্নয়ন মানে মানুষের জীবন সহজ করা। কিন্তু টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়ার ঝোড়া এলাকায় নির্মাণাধীন একটি সেতু উল্টো মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। মাত্র ২৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ২৮ লাখ টাকার বেশি। কাজ শুরু হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। অথচ আজও সেতুর কাজ শেষ হয়নি।

সেতুটি কালিদাস-বহুরিয়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ। সেতু না থাকায় সংশ্লিষ্ট গ্রামের মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা শহর বা অন্য কোথাও যেতে হলে স্থানীয়দের ১৪–১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে খরচ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বয়স্ক মানুষ, অসুস্থ রোগী, নারী ও শিশুরা। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কিছুদিন কাজ করে উধাও হয়ে গেছে। কয়েক মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ। এমনকি সাময়িক পারাপারের যে ব্যবস্থা ঠিকাদারের করার কথা ছিল, তাও করা হয়নি। বাধ্য হয়ে স্থানীয় মানুষ নিজেদের টাকায় কাঠের সাঁকো তৈরি করেছেন।

এলজিইডির তথ্যমতে, কাগজে-কলমে সেতুর ৮০ শতাংশ কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ থেমে আছে। উপজেলা পর্যায় থেকে কাজ বাতিলের চিঠি পাঠানো হয়েছে। জেলা পর্যায়ের কর্মকর্তারা বলছেন, কাজ বাতিল করা হয়েছে এবং নতুনভাবে দ্রুত শেষ করার চেষ্টা চলছে। প্রশ্ন হলো-এই “চেষ্টা” কত দ্রুত হবে? আর কত দিন মানুষকে ভোগান্তি পোহাতে হবে?

সম্প্রতি