অবৈধ ইটভাটা: প্রশাসনের দুর্বলতা ও পরিবেশের সংকট

বান্দরবানের থানচি উপজেলায় প্রশাসন অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটার চুল্লি ভেঙে দুই লাখ টাকা জরিমানা করেছে। কিন্তু মাত্র একদিন পরই আবার ভাটা চালু হয়ে গেছে। এতে স্থানীয় মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলছেন, যদি অভিযানের পরদিনই সব আগের মতো চলতে থাকে এমন তাহলে অভিযানে কী লাভ?

থানচি উপজেলার হেডম্যানপাড়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটা স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরেই উদ্বেগ সৃষ্টি করছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্কুল ও বসতবাড়ির কাছাকাছি ইটভাটা চালু থাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন অভিযান চালিয়ে ইটভাটার চুল্লি ভেঙে দেয় এবং জরিমানা আরোপ করে।

কিন্তু মাত্র একদিনের মধ্যে ইটভাটা আবার চালু হয়ে গেছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের পদক্ষেপ ছিল লোক দেখানো।

প্রশাসনের এই দুর্বলতা আইনের প্রয়োগকে প্রশ্নবিদ্ধ করছে। অবৈধ ভাটার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তা ও স্কুলের পরিবেশও বিপন্ন হচ্ছে। এসব সমস্যা মোকাবিলা করতে প্রশাসনকে কেবল এক দিনের অভিযান নয়, স্থায়ী ও কঠোর ব্যবস্থা নিতে হবে।

অবৈধ ভাটা স্থাপনের জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা করা এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ করা জরুরি ।

সম্প্রতি