alt

উপ-সম্পাদকীয়

তাপপ্রবাহে ঝুঁকি এড়াতে করণীয়

সংগীত কুমার

: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলছে। দেশে আবারও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। প্রচ- গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে।

গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হলো হিটস্ট্রোক। হিটস্ট্রোক কখনো কখনো শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে রোগীকে দীর্ঘমেয়াদে অক্ষম করে তুলতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচ- গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় ধরে কাজ করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপৎসীমা ছাড়িয়ে যায় এবং হিটস্ট্রোক দেখা দেয়।

শিশু ও বৃদ্ধের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিটস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন যেমনÑ উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, কিডনি, লিভার বা হার্টের রোগী, স্ট্রোক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন, এমনকি যে কোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে হিটস্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি।

দিনের বেলায় প্রচন্ড রোদে যারা কায়িক পরিশ্রম করেন, তাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। যেমনÑ কৃষক, শ্রমিক, রিকশাচালক, ভ্যানচালক।

শরীরে পানিস্বল্পতা দেখা দিলে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে।

কিছু কিছু ওষুধ হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায়; বিশেষ করে প্রসাব বাড়ানোর ওষুধ, বিষণœতার ওষুধ, মানসিক রোগের ওষুধ ইত্যাদি।

হিটস্ট্রোকের লক্ষণগুলো কী? তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সহসশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশি ব্যথা হয়, শরীর দুর্বল লাগে, এবং প্রচ- পিপাসা পায়, এর পরের ধাপে হিট এক্সহসশনে দ্রুত শ্বাসপ্রশ্বাস মাথাব্যথা ও ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা যায়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থার দ্রুত ব্যবস্থা না নেয়া হলে হিটস্ট্রোক হতে পারে। এর লক্ষণগুলো হলো :

শরীরের তাপমাত্রা ১০৫ ফারেনহাইট ছাড়িয়ে যায়।

ঘাম বন্ধ হয়ে যায়।

ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।

নিঃশ্বাস দ্রুত হয়।

নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।

রক্তচাপ দ্রুত কমে যায়।

খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।

রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক প্রতিরোধের উপায় কী? গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিটস্ট্রোকের ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যায়। সেগুলো হলো :

হালকা, ঢিলেঢালা পোশাক পরিধান করুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো হয়।

যথাসম্ভব ঘরের ভেতর বা ছায়াযুক্ত স্থানে থাকুন। অতি প্রয়োজন না হলে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।

বাইরে একান্ত যেতেই হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।

বাইরে যারা কাজকর্মে নিয়োজিত থাকেন, তারা ছাতা ব্যবহার করতে পারেন।

পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই বের হয়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমনÑ খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদি পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।

তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমনÑ চা কিংবা কফি যথাসাধ্য পান করা থেকে বিরত থাকতে হবে।

রোদের সময় শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ যথাসম্ভব রাতে কিংবা খুব সকালে করার চেষ্টা করুন। যদি দিনেই করতে হয়, তবে কিছুক্ষণ পরপর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে।

আক্রান্ত হলে কী করণীয়? প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো :

দ্রুত শীতল কোনো স্থানে চলে যান, যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন।

ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।

প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান থেকে বিরত থাকুন।

কিন্তু যদি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই যায় তাহলে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার সুযোগ নেই। এক্ষেত্রে রোগীর আশপাশে যারা থাকবেন তাদের করণীয় হলো :

রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।

শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।

সম্ভব হলে কাঁধে, বগলে বা কুঁচকিতে বরফ দিন।

দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন।

সব সময় খেয়াল রাখবেন হিটস্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস ও নাড়ি চলছে কিনা! প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হবে। হিটস্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। এমনকি রোগী মারাও যেতে পারে। চলতি মাসের ৪ তারিখ মালয়েশিয়ায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিন বছরের একটি শিশু মারা যায় (তথ্যসূত্র : প্রথম আলো)। তাই গরমের এই সময়টায় সবাইকে সাবধান থাকতে হবে। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

এই তীব্র গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। তারপর খেয়াল রাখতে হবে রোদের মধ্যে যেন শিশুরা বেশিক্ষণ দৌড়ঝাঁপ না করে।

[লেখক : প্রাবন্ধিক]

বিশ্ব কুষ্ঠ দিবস

অর্থনীতি কোনদিকে যাচ্ছে?

বৈষম্যবিরোধী সংস্কার দরকার

সড়ক দুর্ঘটনায় নিহতদের পোস্টমর্টেম প্রসঙ্গে

রাজনীতির লালসালু ও ময়না দ্বীপ : জনগণের আস্থার সংকট

প্রদেশ গঠনের প্রস্তাব কি বাস্তবসম্মত

‘ভিলেজ পলিটিক্স’ ও সাধারণ গ্রামবাসী

রম্যগদ্য : ‘ধেয়ে আসছে বুলেট’

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পেনশন ও গ্র্যাচুইটি সময়ের দাবি

ফসলের দাম ও কৃষক

রূপাইয়া, ডন, অনন্ত কিংবা রেংদের মনের ক্ষত কে সারাবে?

পরিবেশ বিপর্যয় : শিক্ষার্থীদের করণীয়

বায়ুদূষণ রোধে প্রয়োজন জনসচেতনতা

কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রয়োজন

চাই জীবনমুখী যুগোপযোগী উচ্চশিক্ষা

খেজুর গুড়ের বাণিজ্যিক গুরুত্ব

হামাস-ইসরাইলের অস্ত্র বিরতি

ঝিমিয়ে পড়া অর্থনীতি

আদিবাসীদের প্রাণের স্পন্দন

ছবি

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য ও যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক

কৃতিত্ব অস্বীকারের অপসংস্কৃতি

পশ্চিমবঙ্গ : স্যালাইনে ফাঙ্গাস, অসহায় মানুষ

ছবি

আত্মপরিচয় ও জাতিসত্তার অঙ্গীকার : বৈচিত্র্যের মাঝে ঐক্য

এইচএমপিভি ভাইরাস : প্রয়োজন জনসচেতনতা

সিভিল সার্ভিস ক্যাডারে কেন সংস্কার জরুরি

কেন দ্যাখাও মিথ্যে স্বপ্ন

অনিয়ন্ত্রিত অটোরিকশা ও সড়ক দুর্ঘটনা

অপরিকল্পিত ভ্যাট ও কর বৃদ্ধি

ছবি

‘বেগমপাড়া’ হইতে খোলা চিঠি

সড়ক দুর্ঘটনার লাগাম টানবে কে

মকর সংক্রান্তি : বাঙালির উৎসব ও ঐতিহ্যের ধারক

শৃঙ্খলে আবদ্ধ সামাজিক মানুষ

দাবি আদায়ে জনদুর্ভোগ : অপসংস্কৃতি ও নৈতিক প্রশ্ন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কূটতর্ক

শৃঙ্খলে আবদ্ধ সামাজিক মানুষ

রজিনাদের বেঁচে থাকার লড়াই

tab

উপ-সম্পাদকীয়

তাপপ্রবাহে ঝুঁকি এড়াতে করণীয়

সংগীত কুমার

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলছে। দেশে আবারও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। প্রচ- গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে।

গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হলো হিটস্ট্রোক। হিটস্ট্রোক কখনো কখনো শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে রোগীকে দীর্ঘমেয়াদে অক্ষম করে তুলতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচ- গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় ধরে কাজ করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপৎসীমা ছাড়িয়ে যায় এবং হিটস্ট্রোক দেখা দেয়।

শিশু ও বৃদ্ধের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিটস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন যেমনÑ উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, কিডনি, লিভার বা হার্টের রোগী, স্ট্রোক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন, এমনকি যে কোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে হিটস্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি।

দিনের বেলায় প্রচন্ড রোদে যারা কায়িক পরিশ্রম করেন, তাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। যেমনÑ কৃষক, শ্রমিক, রিকশাচালক, ভ্যানচালক।

শরীরে পানিস্বল্পতা দেখা দিলে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে।

কিছু কিছু ওষুধ হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায়; বিশেষ করে প্রসাব বাড়ানোর ওষুধ, বিষণœতার ওষুধ, মানসিক রোগের ওষুধ ইত্যাদি।

হিটস্ট্রোকের লক্ষণগুলো কী? তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সহসশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশি ব্যথা হয়, শরীর দুর্বল লাগে, এবং প্রচ- পিপাসা পায়, এর পরের ধাপে হিট এক্সহসশনে দ্রুত শ্বাসপ্রশ্বাস মাথাব্যথা ও ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা যায়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থার দ্রুত ব্যবস্থা না নেয়া হলে হিটস্ট্রোক হতে পারে। এর লক্ষণগুলো হলো :

শরীরের তাপমাত্রা ১০৫ ফারেনহাইট ছাড়িয়ে যায়।

ঘাম বন্ধ হয়ে যায়।

ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।

নিঃশ্বাস দ্রুত হয়।

নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।

রক্তচাপ দ্রুত কমে যায়।

খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া।

রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক প্রতিরোধের উপায় কী? গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিটস্ট্রোকের ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যায়। সেগুলো হলো :

হালকা, ঢিলেঢালা পোশাক পরিধান করুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো হয়।

যথাসম্ভব ঘরের ভেতর বা ছায়াযুক্ত স্থানে থাকুন। অতি প্রয়োজন না হলে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন।

বাইরে একান্ত যেতেই হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।

বাইরে যারা কাজকর্মে নিয়োজিত থাকেন, তারা ছাতা ব্যবহার করতে পারেন।

পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই বের হয়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমনÑ খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদি পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।

তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমনÑ চা কিংবা কফি যথাসাধ্য পান করা থেকে বিরত থাকতে হবে।

রোদের সময় শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ যথাসম্ভব রাতে কিংবা খুব সকালে করার চেষ্টা করুন। যদি দিনেই করতে হয়, তবে কিছুক্ষণ পরপর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে।

আক্রান্ত হলে কী করণীয়? প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো :

দ্রুত শীতল কোনো স্থানে চলে যান, যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন।

ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।

প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান থেকে বিরত থাকুন।

কিন্তু যদি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই যায় তাহলে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার সুযোগ নেই। এক্ষেত্রে রোগীর আশপাশে যারা থাকবেন তাদের করণীয় হলো :

রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।

শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।

সম্ভব হলে কাঁধে, বগলে বা কুঁচকিতে বরফ দিন।

দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন।

সব সময় খেয়াল রাখবেন হিটস্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস ও নাড়ি চলছে কিনা! প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হবে। হিটস্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। এমনকি রোগী মারাও যেতে পারে। চলতি মাসের ৪ তারিখ মালয়েশিয়ায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিন বছরের একটি শিশু মারা যায় (তথ্যসূত্র : প্রথম আলো)। তাই গরমের এই সময়টায় সবাইকে সাবধান থাকতে হবে। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

এই তীব্র গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। তারপর খেয়াল রাখতে হবে রোদের মধ্যে যেন শিশুরা বেশিক্ষণ দৌড়ঝাঁপ না করে।

[লেখক : প্রাবন্ধিক]

back to top