alt

উপ-সম্পাদকীয়

অনন্য স্থাপত্যশৈলীর এমসি কলেজের ঐতিহ্য সংরক্ষণ

শেখর ভট্টাচার্য

: মঙ্গলবার, ২১ মে ২০২৪
image

সিলেটের মুরারিচাঁদ কলেজের ভবনগুলো নির্মাণের সময় খুব স্বাভাবিকভাবে আসাম স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়

ঐতিহ্য নিয়ে সবচেয়ে সুন্দর ও সহজবোধ্য কথা বলেছেন ইংরেজ কবি টি এস ইলিয়ট। বৃক্ষের সঙ্গে তিনি তুলনা করেছেন ঐতিহ্যকে। বৃক্ষের সমস্ত শক্তি যেমন শেকড়ে সঞ্চিত থাকে, একটি সমাজেরও সব নান্দনিক সৌন্দর্যের উৎস লুকিয়ে থাকে ঐতিহ্যের মধ্যে। বৃক্ষ যেমন শেকড়চ্যুত হয়ে বেঁচে থাকতে পারে না, সমাজও ঐতিহ্য বিস্মৃত হয়ে পথহারা হয়ে পড়ে। শুধু পথকেই হারায় না, ঐতিহ্য হারিয়ে সভ্যতার পথ থেকেও দূরে সরে আসে। আমরা মাটির উপর থেকে বৃক্ষকে নানা রূপে দেখতে পাই। পত্র-পল্লবে সুশোভিত। মাটির নিচে শেকড়ের সাহায্যে প্রাণরস সংগ্রহ করে বৃক্ষ সুশোভিত হওয়ার সুযোগ পায়। বৃক্ষের পত্র-পল্লব, ডালপালা দৃশ্যমান থাকে, তাই আমাদের প্রখর দৃষ্টি থাকে বৃক্ষের বহিরাঙ্গের দিকে। শেকড়চ্যুত হলে প্রাণরস সঞ্চয় করতে না পেরে ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ে বৃক্ষ। একটি সমাজ ততক্ষণই নিজেদের সভ্য বলে দাবি করতে পারে যতক্ষণ গৌরবময় ঐতিহ্যকে বুকে ধারণ করে গতিশীল থাকে। ঐতিহ্য একটি জাতির প্রবহমান জীবনধারার গৌরবময় অনুভূতি, যা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম নিজেদের সভ্যতার পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত বোধ করে।

ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাওয়া অনেকটা রিলে রেসের মতো। রিলে রেসে যেমন হাতের বাটন একজনের কাছ থেকে আর একজনের হাতে হস্তান্তর করতে হয়, ঐতিহ্যকেও একইভাবে পূর্ব প্রজন্মকে উত্তর প্রজন্মের কাছে সযতেœ হস্তান্তর করতে হয়। কাজটি পূর্ব প্রজন্মকেই করতে হয়। নতুন প্রজন্ম যাতে নিজের পূর্বপুরুষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এতে করে আত্মপরিচয়ের সংকট দূরীভুত হয়ে আদর্শ জাতিসত্তার বিনির্মাণ সম্ভব হয়। এ কাজটি করতে ব্যর্থ হলে নব প্রজন্ম তাদের গর্ব এবং অহংকারের অতীত ঐতিহ্য বিস্মৃত হবে।

ঐতিহ্য নিয়ে এসব কথা বলার একটি উদ্দেশ্য আছে। মনটি বিষন্ন হয়ে আছে একটি সংবাদ জেনে। সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ মহাবিদ্যালয়ের অনন্য স্থাপত্যশৈলী সম্পন্ন কিছু ভবনকে অযতেœ অবহেলায় এমন ভাবে রাখা হয়েছে যাতে করে স্থাপনার প্রাণশক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। এভাবেই আমাদের অতীত ঐতিহ্যকে নানারকম উদ্দেশ্য নিয়ে আমরা ধ্বংস করতে উদ্যত হই।

বাংলাদেশের প্রাচীন মহাবিদ্যালয়গুলোর অন্যতম সিলেট মুরারিচাঁদ কলেজ। হালের নাম মুরারিচাঁদ বিশ্ববিদ্যালয় কলেজ, সংক্ষেপে এমসি কলেজ। ১৮৯২ সালে রাজা গিরীশচন্দ্র রায়ের আন্তরিক প্রচেষ্টা ও ঐকান্তিক আর্থিক আনুকূল্যে মুরারিচাঁদ কলেজ প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহ্যবাহী কলেজটি শতবর্ষ অতিক্রম করে এখন সার্ধশতবর্ষের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। যে কোন ভৌতিক স্থাপনা নির্মাণের সময় খুব স্বাভাবিকভাবে এর নকশা প্রণয়ন করা হয় নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জলবায়ু, মাটির প্রকৃতির কথা বিবেচনা করে। নির্মাণসামগ্রীও ব্যবহার করা হয় ওই ভৌগোলিক অঞ্চলের সামগ্রীক আবহাওয়া এবং জলবায়ুর কথা মাথায় রেখে। তৎকালীন শ্রীহট্ট, রবীন্দ্রনাথের শ্রীভূমি, বর্তমান সিলেটের জলবায়ু, মাটি এবং অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট ভারতের আসাম রাজ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মূলত সিলেট এবং ভারতের আসাম প্রদেশ একই ভৌগোলিক বৈশিষ্টপূর্ণ অঞ্চলে অবস্থিত। ১৭৭২ সালের ১৭ মার্চ সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮৭৪ সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। ওই বছরের ১২ সেপ্টেম্বর নবসৃষ্ট আসাম প্রদেশের সঙ্গে সিলেটকে সংযুক্ত করা হয়। ১৯৪৭ এর পূর্ব (১৯০৫-১৯১১) পর্যন্ত বঙ্গভঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে) সিলেট আসামের অংশ ছিল।

মুরারিচাঁদ কলেজের ভবনগুলো নির্মাণের সময় খুব স্বাভাবিক ভাবে ‘অনন্য’ আসাম স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়। ১৮৭২ সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই কলেজের স্থাপত্যশৈলী এই অঞ্চল তথা বাংলাদেশের শতাধিক বছরের গৌরবের স্মৃতি বহন করে চলছে। ছোট ছোট টিলার উপর মনোরম পরিবেশে স্থাপিত এই কলেজটির প্রাকৃতিক অবস্থান বাংলাদেশের অন্যান্য ঐতিহ্যবাহী কলেজগুলো থেকে ভিন্ন। প্রকৃতির অপার সৌন্দর্য কলেজটিকে এক অনিন্দ্য সুন্দর রূপ প্রদান করেছে।

এমসি কলেজের ভূমির পরিমাণ জানলে বিস্মিত হতে হয়। বাংলাদেশের নব প্রতিষ্ঠিত অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও এতোুকু ভূমি নেই। কলেজেটির মোট ভূমির পরিমাণ ১৪৪ একর। এই ১৪৪ একর ভূমির উপর স্থাপিত বিভিন্ন ভবনের মধ্যে দুটি ভবনকে ব্যবহার না করে অযতেœ অবহেলায় ফেলে রাখা হয়েছে। সংরক্ষণ কিংবা মেরামতের উদ্যোগ না নিয়ে অকার্যকর হিসেবে ভবন দুটি পড়ে রয়েছে। এই দুইটি ভবন বাংলা ও সমাজবিজ্ঞানের ভবন হিসেবে পরিচিত।ভবন দুটি সিলেট অঞ্চলের অসাধারণ স্থাপত্যশৈলী যাকে আসাম ঘরানার ঐতিহ্যের অনন্য নিদর্শন বহন করে চলেছে।

সভ্যতার, ঐতিহ্যের স্মারক এই ভবন দুটিকে যদি নির্মাণশৈলী ঠিক রেখে সংরক্ষণ করা না হয় তাহলে অচিরেই আমাদের ঐতিহ্য ও গৌরবের স্মারক ভবন দুটি মাটিতে মুখ থুবড়ে পড়বে। মুরারিচাঁদ কলেজের শুধু এই দুটি ভবন নয়, এই কলেজের আরও অনেক নান্দনিক ভবন রয়েছে যেগুলো যথা শীঘ্রই সংরক্ষণ, মেরামতের প্রয়োজন রয়েছে। ভবনগুলো হলোÑ ভিক্টোরিয়ান স্থাপত্য রীতিতে নির্মিত কলা ভবন ও লাইব্রেরি ভবন; উঁচু টিলার উপর স্থাপিত কলেজের দাপ্তরিক কার্যালয়, অধ্যক্ষের বাসভবন ও কেন্দ্রীয় খেলার মাঠের গ্যালারি। এই স্থাপনাগুলোও শতবর্ষের ইতিহাস ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে। এই অনন্য নির্মাণশৈলীর ভবনসমূহ মুরারিচাঁদ কলেজের নাদনিক সৌন্দর্যের অবিচ্ছেদ অংশ। এসব প্রাচীন স্থাপনাসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা না হলে সিলেটের ইতোমধ্যে নিশ্চিহ্ন হওয়া অনেক ঐতিহ্যবাহী স্থাপনার মতো এসব অমূল্য স্থাপনাগুলোকেও আমরা চিরতরে হারিয়ে ফেলবো।

ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের খুব চমৎকার কিছু কথা আছে। আধ্যাপক সায়ীদ যাকে বিশ্বসাহিত্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করেন তিনি বলেছিলেন, ‘প্রতিটি প্রজন্মের কাছে সময়ের একটি দাবি থাকে। আর সে দাবিটি হলো ইতিহাসের অন্তরাল থেকে গৌরবের ও ঐতিহ্যের স্মৃতিগুলো তুলে এনে নতুনদের কাছে পৌঁছে দেয়া। কাজটি ঠিকভাবে করা গেলে বাঙালি সংস্কৃতি ভালোবাসতে আমাদের সন্তানদের ওপর আর বল প্রয়োগ করতে হবে না।’ সময়ের দাবি হিসেবে বহমান কালে আমাদের সবার কর্তব্য হলো মুরারিচাঁদ কলেজসহ বাংলাদেশের অন্যান্য শিক্ষাঙ্গন এবং যে কোনো অঙ্গনে অতীত ঐতিহ্যের যত স্মারক আছে সব স্মারকগুলোকে যথাযথ সংরক্ষণ করা।

ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সচেতন নাগরিকরা সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দিকে কারণ এই মন্ত্রণালয়ের অধীন প্রতœতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজটি শিক্ষা মন্ত্রণালোয়ের অধীন তাই তাদেরও জোর তৎপরতার প্রয়োজন রয়েছে। ইতিহাস, ঐতিহ্য মূল্যহীন বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে সভ্যতা বিমুখ জাতির কাছে। অসচেতন নাগরিক সমাজও ঐতিহ্য সংরক্ষণে নিস্পৃহভাব প্রদর্শন করে থাকেন। আনন্দের বিষয় সিলেটের নাগরিক সমাজ এ বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছেন। নাগরিক সমাজের অগ্রসর অংশ ইতোমধ্যে সংগঠিত হয়ে মুরারিচাঁদ কলেজের ঐতিহ্যবাহী ভবনগুলোকে সংরক্ষণের জন্য সচেতনামূলক সভা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও দেশ বিদেশে অবস্থানরত এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ভবন গুলো সংরক্ষোণের জন্য কলেজ অধ্যক্ষের সাথে মত বিনিময় করেছেন। নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির পক্ষ থেকে এমসি কলেজের ঐতিহ্য সংরক্ষণের সব কর্মকা-ের সমন্বয় সাধনের কাজ কড়ে যাচ্ছেন ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট’ সিলেট। মুরারিচাঁদ কলেজের ঐতিহ্যবাহী ভবনগুলো সংরক্ষণের জন্য ইতোমধ্যে নাগরিক সমাজের মধ্যে দল-মতনির্বিশেষে এক অসাধারণ ঐকমত্যের সৃষ্টি হয়েছে।

নাগরিক সমাজ অগ্রাধকার ভিত্তিতে অযতেœ পড়ে থাকা ‘আসাম ঘরানার অনন্য ঐতিহ্য’ এর নিদর্শন বহনকারী বাংলা ও সমাজবিজ্ঞানের ভবন দুটি দ্রুত সংরক্ষণের দাবি উত্থাপন করছেন। কারণ এই দুইটি ভবনকে জরুরি ভিত্তিতে সংরক্ষণ করা না গেলে আমরা আমাদের গৌরব করার মতো স্থাপনাগুলো চিরদিনের জন্য হারিয়ে ফেলব। মনে রাখতে হবে ভবনগুলোকে উদ্দেশ্যমূলকভাবে অযতেœ অবহেলায় ফেলে রেখে, ধ্বংসের দিকে এগিয়ে দেয়া নাগরিক সমাজ এবং সরকারের উচিত হবে না। এমসি কলেজে নতুন ভবন নির্মাণের প্রয়োজন হলে কলেজটির বিপুল পরিমাণ অব্যবহৃত জায়গায় তা নির্মাণ করা যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়য়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং কলেজ কতৃপক্ষের উচিত এমসি কলেজের সব ঝুঁকিপূর্ণ ঐতিহ্য বহনকারী ভবনগুলোকে জরুরি ভিত্তিতে সংরক্ষণ করার পরিকল্পনা গ্রহণ করা। ভবন সংরক্ষণের সময় নির্মাণশৈলীকে অক্ষত রাখার কথা বিবেচনায় রাখতে হবে। আমরা সবাই মিলে এ কাজটি করতে পারলে প্রজন্মের পর প্রজন্ম সভ্যতাকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এ কাজটি করতে ব্যর্থ হলে ইতিহাস, প্রজন্ম, এবং জাতির কাছে দায়িত্বশীল সরকার যেমন দায়ী থাকবেন একই ভাবে সচেতন নাগরিক সমাজও এর দায় এড়িয়ে যেতে পারবেন না।

[লেখক : প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক]

বিয়ের কিছু লোকাচার ও অপব্যয় প্রসঙ্গে

ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে রক্ষা করুন

তরুণদের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব

শিশুমৃত্যু রোধে করণীয় কী

সিগমুন্ড ফ্রয়েড ও মনঃসমীক্ষণ

ব-দ্বীপ পরিকল্পনা ও বাস্তবতা

স্বামী কিংবা স্ত্রীর পরবর্তী বিয়ের আইনি প্রতিকার ও বাস্তবতা

তথ্য-উপাত্তের গরমিলে বাজারে অস্থিরতা, অর্থনীতিতে বিভ্রান্তি

দেশে অফশোর ব্যাংকিংয়ের গুরুত্ব

ইরানে কট্টরপন্থার সাময়িক পরাজয়

পশ্চিমবঙ্গে বামপন্থার ভবিষ্যৎ কী

ক্ষমতার সাতকাহন

জলবায়ু সংকট : আমাদের উপলব্ধি

নারী-পুরুষ চুড়ি পরি, দেশের অন্যায় দূর করি!

ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার

ছবি

সাধারণ মানুষেরা বড় অসাধারণ

চতুর্থ শিল্প বিপ্লব ও কারিগরি শিক্ষা

মাদক রুখতে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ

পারিবারিক অপরাধপ্রবণতা ও কয়েকটি প্রশ্ন

ডারউইনকে খুঁজে পেয়েছি

চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ফসল উৎপাদন করা জরুরি

পিএসসি প্রশ্নফাঁসের দায় এড়াবে কীভাবে

এত উন্নয়নের পরও বাসযোগ্যতায় কেন পিছিয়েই থাকছে ঢাকা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কি কেউ নেই?

জলবায়ু রক্ষায় কাজের কাজ কি কিছু হচ্ছে

অধরার হাতে সমর্পিত ক্ষমতা

প্রসঙ্গ : কোটাবিরোধী আন্দোলন

রম্যগদ্য : যে করিবে চালাকি, বুঝিবে তার জ্বালা কী

একটি মিথ্যা ধর্ষণ মামলার পরিণতি

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কেন শ্রেণীকক্ষের বাইরে

মেধা নিয়ে কম মেধাবীর ভাবনা

প্রজাতন্ত্রের সেবক কেন ফ্রাঙ্কেনস্টাইন বনে যান

ছবি

বাইডেন কি দলে বোঝা হয়ে যাচ্ছেন?

ছবি

দুই যুগের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাপ উপকারী প্রাণীও বটে!

ছবি

বাস্তববাদী রাজনীতিক জ্যোতি বসু

tab

উপ-সম্পাদকীয়

অনন্য স্থাপত্যশৈলীর এমসি কলেজের ঐতিহ্য সংরক্ষণ

শেখর ভট্টাচার্য

image

সিলেটের মুরারিচাঁদ কলেজের ভবনগুলো নির্মাণের সময় খুব স্বাভাবিকভাবে আসাম স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়

মঙ্গলবার, ২১ মে ২০২৪

ঐতিহ্য নিয়ে সবচেয়ে সুন্দর ও সহজবোধ্য কথা বলেছেন ইংরেজ কবি টি এস ইলিয়ট। বৃক্ষের সঙ্গে তিনি তুলনা করেছেন ঐতিহ্যকে। বৃক্ষের সমস্ত শক্তি যেমন শেকড়ে সঞ্চিত থাকে, একটি সমাজেরও সব নান্দনিক সৌন্দর্যের উৎস লুকিয়ে থাকে ঐতিহ্যের মধ্যে। বৃক্ষ যেমন শেকড়চ্যুত হয়ে বেঁচে থাকতে পারে না, সমাজও ঐতিহ্য বিস্মৃত হয়ে পথহারা হয়ে পড়ে। শুধু পথকেই হারায় না, ঐতিহ্য হারিয়ে সভ্যতার পথ থেকেও দূরে সরে আসে। আমরা মাটির উপর থেকে বৃক্ষকে নানা রূপে দেখতে পাই। পত্র-পল্লবে সুশোভিত। মাটির নিচে শেকড়ের সাহায্যে প্রাণরস সংগ্রহ করে বৃক্ষ সুশোভিত হওয়ার সুযোগ পায়। বৃক্ষের পত্র-পল্লব, ডালপালা দৃশ্যমান থাকে, তাই আমাদের প্রখর দৃষ্টি থাকে বৃক্ষের বহিরাঙ্গের দিকে। শেকড়চ্যুত হলে প্রাণরস সঞ্চয় করতে না পেরে ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ে বৃক্ষ। একটি সমাজ ততক্ষণই নিজেদের সভ্য বলে দাবি করতে পারে যতক্ষণ গৌরবময় ঐতিহ্যকে বুকে ধারণ করে গতিশীল থাকে। ঐতিহ্য একটি জাতির প্রবহমান জীবনধারার গৌরবময় অনুভূতি, যা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম নিজেদের সভ্যতার পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত বোধ করে।

ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাওয়া অনেকটা রিলে রেসের মতো। রিলে রেসে যেমন হাতের বাটন একজনের কাছ থেকে আর একজনের হাতে হস্তান্তর করতে হয়, ঐতিহ্যকেও একইভাবে পূর্ব প্রজন্মকে উত্তর প্রজন্মের কাছে সযতেœ হস্তান্তর করতে হয়। কাজটি পূর্ব প্রজন্মকেই করতে হয়। নতুন প্রজন্ম যাতে নিজের পূর্বপুরুষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এতে করে আত্মপরিচয়ের সংকট দূরীভুত হয়ে আদর্শ জাতিসত্তার বিনির্মাণ সম্ভব হয়। এ কাজটি করতে ব্যর্থ হলে নব প্রজন্ম তাদের গর্ব এবং অহংকারের অতীত ঐতিহ্য বিস্মৃত হবে।

ঐতিহ্য নিয়ে এসব কথা বলার একটি উদ্দেশ্য আছে। মনটি বিষন্ন হয়ে আছে একটি সংবাদ জেনে। সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ মহাবিদ্যালয়ের অনন্য স্থাপত্যশৈলী সম্পন্ন কিছু ভবনকে অযতেœ অবহেলায় এমন ভাবে রাখা হয়েছে যাতে করে স্থাপনার প্রাণশক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। এভাবেই আমাদের অতীত ঐতিহ্যকে নানারকম উদ্দেশ্য নিয়ে আমরা ধ্বংস করতে উদ্যত হই।

বাংলাদেশের প্রাচীন মহাবিদ্যালয়গুলোর অন্যতম সিলেট মুরারিচাঁদ কলেজ। হালের নাম মুরারিচাঁদ বিশ্ববিদ্যালয় কলেজ, সংক্ষেপে এমসি কলেজ। ১৮৯২ সালে রাজা গিরীশচন্দ্র রায়ের আন্তরিক প্রচেষ্টা ও ঐকান্তিক আর্থিক আনুকূল্যে মুরারিচাঁদ কলেজ প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহ্যবাহী কলেজটি শতবর্ষ অতিক্রম করে এখন সার্ধশতবর্ষের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। যে কোন ভৌতিক স্থাপনা নির্মাণের সময় খুব স্বাভাবিকভাবে এর নকশা প্রণয়ন করা হয় নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জলবায়ু, মাটির প্রকৃতির কথা বিবেচনা করে। নির্মাণসামগ্রীও ব্যবহার করা হয় ওই ভৌগোলিক অঞ্চলের সামগ্রীক আবহাওয়া এবং জলবায়ুর কথা মাথায় রেখে। তৎকালীন শ্রীহট্ট, রবীন্দ্রনাথের শ্রীভূমি, বর্তমান সিলেটের জলবায়ু, মাটি এবং অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট ভারতের আসাম রাজ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মূলত সিলেট এবং ভারতের আসাম প্রদেশ একই ভৌগোলিক বৈশিষ্টপূর্ণ অঞ্চলে অবস্থিত। ১৭৭২ সালের ১৭ মার্চ সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮৭৪ সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। ওই বছরের ১২ সেপ্টেম্বর নবসৃষ্ট আসাম প্রদেশের সঙ্গে সিলেটকে সংযুক্ত করা হয়। ১৯৪৭ এর পূর্ব (১৯০৫-১৯১১) পর্যন্ত বঙ্গভঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে) সিলেট আসামের অংশ ছিল।

মুরারিচাঁদ কলেজের ভবনগুলো নির্মাণের সময় খুব স্বাভাবিক ভাবে ‘অনন্য’ আসাম স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়। ১৮৭২ সালে স্থাপিত ঐতিহ্যবাহী এই কলেজের স্থাপত্যশৈলী এই অঞ্চল তথা বাংলাদেশের শতাধিক বছরের গৌরবের স্মৃতি বহন করে চলছে। ছোট ছোট টিলার উপর মনোরম পরিবেশে স্থাপিত এই কলেজটির প্রাকৃতিক অবস্থান বাংলাদেশের অন্যান্য ঐতিহ্যবাহী কলেজগুলো থেকে ভিন্ন। প্রকৃতির অপার সৌন্দর্য কলেজটিকে এক অনিন্দ্য সুন্দর রূপ প্রদান করেছে।

এমসি কলেজের ভূমির পরিমাণ জানলে বিস্মিত হতে হয়। বাংলাদেশের নব প্রতিষ্ঠিত অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও এতোুকু ভূমি নেই। কলেজেটির মোট ভূমির পরিমাণ ১৪৪ একর। এই ১৪৪ একর ভূমির উপর স্থাপিত বিভিন্ন ভবনের মধ্যে দুটি ভবনকে ব্যবহার না করে অযতেœ অবহেলায় ফেলে রাখা হয়েছে। সংরক্ষণ কিংবা মেরামতের উদ্যোগ না নিয়ে অকার্যকর হিসেবে ভবন দুটি পড়ে রয়েছে। এই দুইটি ভবন বাংলা ও সমাজবিজ্ঞানের ভবন হিসেবে পরিচিত।ভবন দুটি সিলেট অঞ্চলের অসাধারণ স্থাপত্যশৈলী যাকে আসাম ঘরানার ঐতিহ্যের অনন্য নিদর্শন বহন করে চলেছে।

সভ্যতার, ঐতিহ্যের স্মারক এই ভবন দুটিকে যদি নির্মাণশৈলী ঠিক রেখে সংরক্ষণ করা না হয় তাহলে অচিরেই আমাদের ঐতিহ্য ও গৌরবের স্মারক ভবন দুটি মাটিতে মুখ থুবড়ে পড়বে। মুরারিচাঁদ কলেজের শুধু এই দুটি ভবন নয়, এই কলেজের আরও অনেক নান্দনিক ভবন রয়েছে যেগুলো যথা শীঘ্রই সংরক্ষণ, মেরামতের প্রয়োজন রয়েছে। ভবনগুলো হলোÑ ভিক্টোরিয়ান স্থাপত্য রীতিতে নির্মিত কলা ভবন ও লাইব্রেরি ভবন; উঁচু টিলার উপর স্থাপিত কলেজের দাপ্তরিক কার্যালয়, অধ্যক্ষের বাসভবন ও কেন্দ্রীয় খেলার মাঠের গ্যালারি। এই স্থাপনাগুলোও শতবর্ষের ইতিহাস ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে। এই অনন্য নির্মাণশৈলীর ভবনসমূহ মুরারিচাঁদ কলেজের নাদনিক সৌন্দর্যের অবিচ্ছেদ অংশ। এসব প্রাচীন স্থাপনাসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা না হলে সিলেটের ইতোমধ্যে নিশ্চিহ্ন হওয়া অনেক ঐতিহ্যবাহী স্থাপনার মতো এসব অমূল্য স্থাপনাগুলোকেও আমরা চিরতরে হারিয়ে ফেলবো।

ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের খুব চমৎকার কিছু কথা আছে। আধ্যাপক সায়ীদ যাকে বিশ্বসাহিত্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করেন তিনি বলেছিলেন, ‘প্রতিটি প্রজন্মের কাছে সময়ের একটি দাবি থাকে। আর সে দাবিটি হলো ইতিহাসের অন্তরাল থেকে গৌরবের ও ঐতিহ্যের স্মৃতিগুলো তুলে এনে নতুনদের কাছে পৌঁছে দেয়া। কাজটি ঠিকভাবে করা গেলে বাঙালি সংস্কৃতি ভালোবাসতে আমাদের সন্তানদের ওপর আর বল প্রয়োগ করতে হবে না।’ সময়ের দাবি হিসেবে বহমান কালে আমাদের সবার কর্তব্য হলো মুরারিচাঁদ কলেজসহ বাংলাদেশের অন্যান্য শিক্ষাঙ্গন এবং যে কোনো অঙ্গনে অতীত ঐতিহ্যের যত স্মারক আছে সব স্মারকগুলোকে যথাযথ সংরক্ষণ করা।

ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সচেতন নাগরিকরা সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দিকে কারণ এই মন্ত্রণালয়ের অধীন প্রতœতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজটি শিক্ষা মন্ত্রণালোয়ের অধীন তাই তাদেরও জোর তৎপরতার প্রয়োজন রয়েছে। ইতিহাস, ঐতিহ্য মূল্যহীন বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে সভ্যতা বিমুখ জাতির কাছে। অসচেতন নাগরিক সমাজও ঐতিহ্য সংরক্ষণে নিস্পৃহভাব প্রদর্শন করে থাকেন। আনন্দের বিষয় সিলেটের নাগরিক সমাজ এ বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছেন। নাগরিক সমাজের অগ্রসর অংশ ইতোমধ্যে সংগঠিত হয়ে মুরারিচাঁদ কলেজের ঐতিহ্যবাহী ভবনগুলোকে সংরক্ষণের জন্য সচেতনামূলক সভা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও দেশ বিদেশে অবস্থানরত এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ভবন গুলো সংরক্ষোণের জন্য কলেজ অধ্যক্ষের সাথে মত বিনিময় করেছেন। নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির পক্ষ থেকে এমসি কলেজের ঐতিহ্য সংরক্ষণের সব কর্মকা-ের সমন্বয় সাধনের কাজ কড়ে যাচ্ছেন ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট’ সিলেট। মুরারিচাঁদ কলেজের ঐতিহ্যবাহী ভবনগুলো সংরক্ষণের জন্য ইতোমধ্যে নাগরিক সমাজের মধ্যে দল-মতনির্বিশেষে এক অসাধারণ ঐকমত্যের সৃষ্টি হয়েছে।

নাগরিক সমাজ অগ্রাধকার ভিত্তিতে অযতেœ পড়ে থাকা ‘আসাম ঘরানার অনন্য ঐতিহ্য’ এর নিদর্শন বহনকারী বাংলা ও সমাজবিজ্ঞানের ভবন দুটি দ্রুত সংরক্ষণের দাবি উত্থাপন করছেন। কারণ এই দুইটি ভবনকে জরুরি ভিত্তিতে সংরক্ষণ করা না গেলে আমরা আমাদের গৌরব করার মতো স্থাপনাগুলো চিরদিনের জন্য হারিয়ে ফেলব। মনে রাখতে হবে ভবনগুলোকে উদ্দেশ্যমূলকভাবে অযতেœ অবহেলায় ফেলে রেখে, ধ্বংসের দিকে এগিয়ে দেয়া নাগরিক সমাজ এবং সরকারের উচিত হবে না। এমসি কলেজে নতুন ভবন নির্মাণের প্রয়োজন হলে কলেজটির বিপুল পরিমাণ অব্যবহৃত জায়গায় তা নির্মাণ করা যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়য়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং কলেজ কতৃপক্ষের উচিত এমসি কলেজের সব ঝুঁকিপূর্ণ ঐতিহ্য বহনকারী ভবনগুলোকে জরুরি ভিত্তিতে সংরক্ষণ করার পরিকল্পনা গ্রহণ করা। ভবন সংরক্ষণের সময় নির্মাণশৈলীকে অক্ষত রাখার কথা বিবেচনায় রাখতে হবে। আমরা সবাই মিলে এ কাজটি করতে পারলে প্রজন্মের পর প্রজন্ম সভ্যতাকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এ কাজটি করতে ব্যর্থ হলে ইতিহাস, প্রজন্ম, এবং জাতির কাছে দায়িত্বশীল সরকার যেমন দায়ী থাকবেন একই ভাবে সচেতন নাগরিক সমাজও এর দায় এড়িয়ে যেতে পারবেন না।

[লেখক : প্রাবন্ধিক ও উন্নয়ন গবেষক]

back to top