alt

মতামত » উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : দারিদ্র্য যাবে জাদুঘরে

জাঁ-নেসার ওসমান

: শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আউউউ...ইয়েয়য়য়...। ঢিংকা চিকা... ঢিংকা চিকা... ইয়াক ইয়াক ইয়াক...। ওই গাঞ্জা খাইছে গাঞ্জা খাইছে ওয়াক ওয়াক... ওই ব্যাটা কোন হালায় গাঞ্জা খাইছে? ক্যা, আপনে, মিয়া গাঞ্জা না খাইলে বেইন্না ফজরত কেউ ওই কুত্তার মতুন আউউউ কইরা ডাক পাড়তাছেন আর বান্দরের মতুন নাচতাছেন! আরে ব্যাটা ডারউইন রে জিগা তুই কোইত্থে আইছস। তর পূর্বপুরুষের মতুন নাচমু না তো কি মাইকেল জ্যাকসনের মতুন নাচুম! মাইকেল না সাইকেল কার মতুন আপনে নাচবেন হেইডা আপনের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হইলো আপনে হালা বেইন্না ফজরত সৃষ্টিকর্তার নাম না নিয়া নর্তন-কুর্দন করতাছেন, আপনের শরম করে না? আমি কেনো নাচি শুনলে-বুঝলে তুইও আমার লগে ডিসকো নাচবি। আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... ওই মিয়া থামান আপনের নাচ। এই হতদরিদ্র কুলাঙ্গার পূর্ণ বাংলাদেশে কি এমন ঘটলো যে, হেই কথা শুনলে আমি না সারা দেশের লোক নাচবো? আরে ব্যাটা জবাই দেন, জবাই দেন... মানে কি আমাদের নোংরা মানসিকতা, পরশ্রীকাতরতা, মিথ্যা বলা, লোকঠকানো, বাঙালি হয়ে বাঙালিকে খুন করা, শিক্ষক হয়ে ছাত্রী নিপীড়ন করা, পুলিশ হয়ে চুরি করা এই সব ত্যাগ করলে মানে জবাই দিলেই সবাই ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক.. করে নাচবে?

আরে হালায় আমি কোই কি, আর আমার সারিন্দায় কয় কী!

মানে কি? আরে ভাই আপনিই তো বললেন সব অন্যায় মানসিকতা জবাই দেন! ধুর হালায় উড়ঝুড়ে বাঙাল, আমি কোই কি, আর তুই শালা বাঙাল বুঝস কি? আপনে না কোইলেন, জবাই দেন, মানে সব অন্যায় কোরবানি দেন! হাঃ হাঃ হাঃ আমি হালায় কোইলাম আমেরিকার প্রেসিডেন্টের কথা মিঃ জবাই দেন, আর হালায় কয় মানুষের সব রিপুর জবাই দেন! হাঃ হাঃ হাঃ, ওরে হুমুন্দির পুত আমেরিকার প্রেসিডেন্টন হইলো হনারেবল হিজ এক্সেলেন্সি মি. জো বাইডেন। আর আপনে হালায় কন জবাই দেন! ওই হইলো, জবাই দেন আর জো বাইডেন একই কথা! ধুর হালায় চৌকিরতলা আর আগরতলা একই কথা! হালায় আসলেই আপনে গাঞ্জা খাইছেন।

নারে ভাই তুই ভুল বুজছিস, আমরা হালায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত বাঙাল আমাগো হালায় উচ্চারণে গ-গোল থাকতেই পারে কারণ যে দেশে পরীক্ষার হলে গার্জিয়ানরা নকল সাপ্লাই করে সেই দেশের পোলাপান কি শিখবো! ভুল তো হইতেই পারে।

থাক আর শিক্ষা ব্যবস্থা নিয়া প্যাঁচালের দরকার নাই অহন কন আপনে হালাই বেইন্না ফজরত আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... বইলা বান্দরের মতুন নাচতাছেন ক্যান?

আরে ব্যাটা আমি কি আর সাধে নাচি, তুই শুনছোস না, আঁরার ইয়ুনুইচ্চা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেইক্যা সাড়ে তিনশ কোটি ডলার আনছে।

হ্যাঁ শুনেছি ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়েছে। জি, হ্যাঁ, সেটাই বলছিলাম, আজ থেকে পনেরো বছর আগে ড. ইউনূসের স্বপ্ন ছিল, বর্তমান পৃথিবীটা হবে দারিদ্র্যমুক্ত, কোথাও কোনো বেকার থাকবে না, অশিক্ষিত বলে কোনো শব্দ থাকবে না, পৃথিবীতে অন্যায় রূপে কোনো হত্যা হবে না, পৃথিবী হবে নবজাতকের কাছে সুন্দর সুষ্ঠু রূপে বেঁচে থাকার দারিদ্র্যমুক্ত নাচে গানে ভরপুর এক সুস্থ আবাসস্থল।

হয়, এই স্বপ্ন তো ড. ইউনূস আজও লালন করেন। উনি সারা পৃথিবীর দারিদ্র্য জাদুঘরে পাঠিয়ে দিতে চান। আরে ভাই থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর দারিদ্র্য উনি দূর করতে পারবেন না।

কথা সত্য, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা সুন্দর করতে পারবেন না। কিন্তু শুধু বাংলাদেশের দারিদ্র্য তো তিনি জাদুঘরে... পাঠিয়ে দিতে পারেন।

হিঃ হিঃ হিঃ কি যে বলিস, যে দেশের মন্ত্রী-মিনিস্টার চোর, নিজেদের ঘরে কোটি কোটি অবৈধ টাকা বস্তাবন্দী করে খাটের নিচে ফেলে রাখে। বাড়ির কাজের বুয়াও ভাগ পায় না। সে দেশের দারিদ্র্য জাদুঘরে যাবে! হাসায়েন না মিয়া।

না তুই কথাটা একটু ভেবে দ্যাখ থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। ঠিক আছে, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। তোর দেশের জনসংখ্যা কত? ক্যানো আঠারো কোটি। মনে কর আঠারো না তোর দেশে আছে বিশ কোটি লোক। ঠিক আছে ধরলাম দাদা দিদি জ্যাঠা জেঠি সব মিলায়া বিশ কোটি।

এখন এই সাড়ে তিনশ কোটি টাকা যদি ড. ইউনূস বাংলাদেশের সবাইকে ভাগ করে দিয়ে দেন তাহলে সাথে সাথে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে! ঠিক কথাটা ঠিক। বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে। কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি! ঝামেলা হইলো তায়লে কাজের লোক পাবি কোই? ক্যান এখন যেমন বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা অবৈধ পথে জঙ্গল দিয়া বর্ডার পার হইতে যায়া মরে তখন বাংলাদেশে কাজ করার জন্য ভারতীয়, পাকিস্তানি, বার্মিজ, ভিয়েতনামি, রাশিয়ান সব কামের বুয়া, দারোয়ান, ড্রাইভার পামু।

কথাটা ভালোই বলেছিস টাকা সব দেশবাসীকে দিয়া দিলে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে আর ড. ইউনূসের স্বপ্ন বাংলার ঘরে ঘরে। ঠিকই কইছেন আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ... ইয়াক ইয়াক ইয়াক...।

[লেখক : চলচ্চিত্রকার ]

টেকসই উন্নয়নের পূর্বশর্ত নিরাপদ সড়ক

বাংলার সংস্কৃতি কি মূলধারা হারিয়ে ফেলবে?

ছবি

সমদৃষ্টি, বহুত্ববাদী সমাজ এবং সহিষ্ণুতা

খাদ্য অপচয় : ক্ষুধার্ত পৃথিবীর এক নিঃশব্দ ট্র্যাজেডি

টেকসই বাংলাদেশ গঠনে পরিবেশ সংস্কার কেন অপরিহার্য

সে এক রূপকথারই দেশ

উপকূলের খাদ্যসংকট নিয়ে ভাবছেন কি নীতিনির্ধারকেরা?

মানসিক স্বাস্থ্য: মানবাধিকারের নতুন চ্যালেঞ্জ

ঢাকার যানজট ও বিকেন্দ্রীকরণ

নির্বাচনী মাঠে জামায়াতী হেকমত

শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য ও জাতির অগ্রযাত্রাধ

উপমহাদেশে সমাজতন্ত্রের স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ

এইচএসসি ফল: সংখ্যার খেল না কি শিক্ষার বাস্তব চিত্র?

বিনা ভোট, নিশি ভোট, ডামি ভোটের পরে এবার নাকি গণভোট!

কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী

কত মৃত্যু হলে জাগবে বিবেক?

বৈষম্যের বিবিধ মুখ

মানসিক স্বাস্থ্য রক্ষায় জরুরি আইনি সহায়তা

গাজা : এখন শান্তি রক্ষা করবে কে?

দোসর, বাই ডিফল্ট!

জমি কেনা দাগে দাগে কিন্তু ভোগদখল একদাগে

রাষ্ট্র কি শুধু শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে যাচ্ছে?

শতরঞ্জ কি খিলাড়ী

শিক্ষক থাকে রাজপথে, আর পুলিশ ছাড়ে থানা

উচ্চমাধ্যমিক শিক্ষা : স্কুল অ্যান্ড কলেজের ভবিষ্যৎ কী?

ছবি

শ্লীলতা, অশ্লীলতার রাজনৈতিক সংস্কৃতি

সৈয়দ মনজুরুল ইসলাম: অবক্ষয়ের চোরাবালিতে আলোর দিশারী

অটোমেশন ও দেশের যুব কর্মসংস্থানের ভবিষ্যৎ

দুর্যোগে ভয় নয়, প্রস্তুতিই শক্তি

বৈষম্যহীন সমাজের স্বপ্ন

ছবি

‘আল্লাহ তুই দেহিস’: এ কোন ঘৃণার আগুন, ছড়িয়ে গেল সবখানে!

চেকের মামলায় আসামী যেসব ডিফেন্স নিয়ে খালাস পেতে পারেন

খেলনাশিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ

ছবি

প্রান্তিক মানুষের হৃদয়ে ফিরে আসা কালো মেঘ

গীর্জায় হামলার নেপথ্যে কী?

সংঘের শতবর্ষের রাজনৈতিক তাৎপর্য

tab

মতামত » উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : দারিদ্র্য যাবে জাদুঘরে

জাঁ-নেসার ওসমান

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আউউউ...ইয়েয়য়য়...। ঢিংকা চিকা... ঢিংকা চিকা... ইয়াক ইয়াক ইয়াক...। ওই গাঞ্জা খাইছে গাঞ্জা খাইছে ওয়াক ওয়াক... ওই ব্যাটা কোন হালায় গাঞ্জা খাইছে? ক্যা, আপনে, মিয়া গাঞ্জা না খাইলে বেইন্না ফজরত কেউ ওই কুত্তার মতুন আউউউ কইরা ডাক পাড়তাছেন আর বান্দরের মতুন নাচতাছেন! আরে ব্যাটা ডারউইন রে জিগা তুই কোইত্থে আইছস। তর পূর্বপুরুষের মতুন নাচমু না তো কি মাইকেল জ্যাকসনের মতুন নাচুম! মাইকেল না সাইকেল কার মতুন আপনে নাচবেন হেইডা আপনের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হইলো আপনে হালা বেইন্না ফজরত সৃষ্টিকর্তার নাম না নিয়া নর্তন-কুর্দন করতাছেন, আপনের শরম করে না? আমি কেনো নাচি শুনলে-বুঝলে তুইও আমার লগে ডিসকো নাচবি। আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... ওই মিয়া থামান আপনের নাচ। এই হতদরিদ্র কুলাঙ্গার পূর্ণ বাংলাদেশে কি এমন ঘটলো যে, হেই কথা শুনলে আমি না সারা দেশের লোক নাচবো? আরে ব্যাটা জবাই দেন, জবাই দেন... মানে কি আমাদের নোংরা মানসিকতা, পরশ্রীকাতরতা, মিথ্যা বলা, লোকঠকানো, বাঙালি হয়ে বাঙালিকে খুন করা, শিক্ষক হয়ে ছাত্রী নিপীড়ন করা, পুলিশ হয়ে চুরি করা এই সব ত্যাগ করলে মানে জবাই দিলেই সবাই ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক.. করে নাচবে?

আরে হালায় আমি কোই কি, আর আমার সারিন্দায় কয় কী!

মানে কি? আরে ভাই আপনিই তো বললেন সব অন্যায় মানসিকতা জবাই দেন! ধুর হালায় উড়ঝুড়ে বাঙাল, আমি কোই কি, আর তুই শালা বাঙাল বুঝস কি? আপনে না কোইলেন, জবাই দেন, মানে সব অন্যায় কোরবানি দেন! হাঃ হাঃ হাঃ আমি হালায় কোইলাম আমেরিকার প্রেসিডেন্টের কথা মিঃ জবাই দেন, আর হালায় কয় মানুষের সব রিপুর জবাই দেন! হাঃ হাঃ হাঃ, ওরে হুমুন্দির পুত আমেরিকার প্রেসিডেন্টন হইলো হনারেবল হিজ এক্সেলেন্সি মি. জো বাইডেন। আর আপনে হালায় কন জবাই দেন! ওই হইলো, জবাই দেন আর জো বাইডেন একই কথা! ধুর হালায় চৌকিরতলা আর আগরতলা একই কথা! হালায় আসলেই আপনে গাঞ্জা খাইছেন।

নারে ভাই তুই ভুল বুজছিস, আমরা হালায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত বাঙাল আমাগো হালায় উচ্চারণে গ-গোল থাকতেই পারে কারণ যে দেশে পরীক্ষার হলে গার্জিয়ানরা নকল সাপ্লাই করে সেই দেশের পোলাপান কি শিখবো! ভুল তো হইতেই পারে।

থাক আর শিক্ষা ব্যবস্থা নিয়া প্যাঁচালের দরকার নাই অহন কন আপনে হালাই বেইন্না ফজরত আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... বইলা বান্দরের মতুন নাচতাছেন ক্যান?

আরে ব্যাটা আমি কি আর সাধে নাচি, তুই শুনছোস না, আঁরার ইয়ুনুইচ্চা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেইক্যা সাড়ে তিনশ কোটি ডলার আনছে।

হ্যাঁ শুনেছি ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়েছে। জি, হ্যাঁ, সেটাই বলছিলাম, আজ থেকে পনেরো বছর আগে ড. ইউনূসের স্বপ্ন ছিল, বর্তমান পৃথিবীটা হবে দারিদ্র্যমুক্ত, কোথাও কোনো বেকার থাকবে না, অশিক্ষিত বলে কোনো শব্দ থাকবে না, পৃথিবীতে অন্যায় রূপে কোনো হত্যা হবে না, পৃথিবী হবে নবজাতকের কাছে সুন্দর সুষ্ঠু রূপে বেঁচে থাকার দারিদ্র্যমুক্ত নাচে গানে ভরপুর এক সুস্থ আবাসস্থল।

হয়, এই স্বপ্ন তো ড. ইউনূস আজও লালন করেন। উনি সারা পৃথিবীর দারিদ্র্য জাদুঘরে পাঠিয়ে দিতে চান। আরে ভাই থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর দারিদ্র্য উনি দূর করতে পারবেন না।

কথা সত্য, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা সুন্দর করতে পারবেন না। কিন্তু শুধু বাংলাদেশের দারিদ্র্য তো তিনি জাদুঘরে... পাঠিয়ে দিতে পারেন।

হিঃ হিঃ হিঃ কি যে বলিস, যে দেশের মন্ত্রী-মিনিস্টার চোর, নিজেদের ঘরে কোটি কোটি অবৈধ টাকা বস্তাবন্দী করে খাটের নিচে ফেলে রাখে। বাড়ির কাজের বুয়াও ভাগ পায় না। সে দেশের দারিদ্র্য জাদুঘরে যাবে! হাসায়েন না মিয়া।

না তুই কথাটা একটু ভেবে দ্যাখ থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। ঠিক আছে, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। তোর দেশের জনসংখ্যা কত? ক্যানো আঠারো কোটি। মনে কর আঠারো না তোর দেশে আছে বিশ কোটি লোক। ঠিক আছে ধরলাম দাদা দিদি জ্যাঠা জেঠি সব মিলায়া বিশ কোটি।

এখন এই সাড়ে তিনশ কোটি টাকা যদি ড. ইউনূস বাংলাদেশের সবাইকে ভাগ করে দিয়ে দেন তাহলে সাথে সাথে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে! ঠিক কথাটা ঠিক। বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে। কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি! ঝামেলা হইলো তায়লে কাজের লোক পাবি কোই? ক্যান এখন যেমন বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা অবৈধ পথে জঙ্গল দিয়া বর্ডার পার হইতে যায়া মরে তখন বাংলাদেশে কাজ করার জন্য ভারতীয়, পাকিস্তানি, বার্মিজ, ভিয়েতনামি, রাশিয়ান সব কামের বুয়া, দারোয়ান, ড্রাইভার পামু।

কথাটা ভালোই বলেছিস টাকা সব দেশবাসীকে দিয়া দিলে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে আর ড. ইউনূসের স্বপ্ন বাংলার ঘরে ঘরে। ঠিকই কইছেন আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ... ইয়াক ইয়াক ইয়াক...।

[লেখক : চলচ্চিত্রকার ]

back to top