alt

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : দারিদ্র্য যাবে জাদুঘরে

জাঁ-নেসার ওসমান

: শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আউউউ...ইয়েয়য়য়...। ঢিংকা চিকা... ঢিংকা চিকা... ইয়াক ইয়াক ইয়াক...। ওই গাঞ্জা খাইছে গাঞ্জা খাইছে ওয়াক ওয়াক... ওই ব্যাটা কোন হালায় গাঞ্জা খাইছে? ক্যা, আপনে, মিয়া গাঞ্জা না খাইলে বেইন্না ফজরত কেউ ওই কুত্তার মতুন আউউউ কইরা ডাক পাড়তাছেন আর বান্দরের মতুন নাচতাছেন! আরে ব্যাটা ডারউইন রে জিগা তুই কোইত্থে আইছস। তর পূর্বপুরুষের মতুন নাচমু না তো কি মাইকেল জ্যাকসনের মতুন নাচুম! মাইকেল না সাইকেল কার মতুন আপনে নাচবেন হেইডা আপনের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হইলো আপনে হালা বেইন্না ফজরত সৃষ্টিকর্তার নাম না নিয়া নর্তন-কুর্দন করতাছেন, আপনের শরম করে না? আমি কেনো নাচি শুনলে-বুঝলে তুইও আমার লগে ডিসকো নাচবি। আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... ওই মিয়া থামান আপনের নাচ। এই হতদরিদ্র কুলাঙ্গার পূর্ণ বাংলাদেশে কি এমন ঘটলো যে, হেই কথা শুনলে আমি না সারা দেশের লোক নাচবো? আরে ব্যাটা জবাই দেন, জবাই দেন... মানে কি আমাদের নোংরা মানসিকতা, পরশ্রীকাতরতা, মিথ্যা বলা, লোকঠকানো, বাঙালি হয়ে বাঙালিকে খুন করা, শিক্ষক হয়ে ছাত্রী নিপীড়ন করা, পুলিশ হয়ে চুরি করা এই সব ত্যাগ করলে মানে জবাই দিলেই সবাই ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক.. করে নাচবে?

আরে হালায় আমি কোই কি, আর আমার সারিন্দায় কয় কী!

মানে কি? আরে ভাই আপনিই তো বললেন সব অন্যায় মানসিকতা জবাই দেন! ধুর হালায় উড়ঝুড়ে বাঙাল, আমি কোই কি, আর তুই শালা বাঙাল বুঝস কি? আপনে না কোইলেন, জবাই দেন, মানে সব অন্যায় কোরবানি দেন! হাঃ হাঃ হাঃ আমি হালায় কোইলাম আমেরিকার প্রেসিডেন্টের কথা মিঃ জবাই দেন, আর হালায় কয় মানুষের সব রিপুর জবাই দেন! হাঃ হাঃ হাঃ, ওরে হুমুন্দির পুত আমেরিকার প্রেসিডেন্টন হইলো হনারেবল হিজ এক্সেলেন্সি মি. জো বাইডেন। আর আপনে হালায় কন জবাই দেন! ওই হইলো, জবাই দেন আর জো বাইডেন একই কথা! ধুর হালায় চৌকিরতলা আর আগরতলা একই কথা! হালায় আসলেই আপনে গাঞ্জা খাইছেন।

নারে ভাই তুই ভুল বুজছিস, আমরা হালায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত বাঙাল আমাগো হালায় উচ্চারণে গ-গোল থাকতেই পারে কারণ যে দেশে পরীক্ষার হলে গার্জিয়ানরা নকল সাপ্লাই করে সেই দেশের পোলাপান কি শিখবো! ভুল তো হইতেই পারে।

থাক আর শিক্ষা ব্যবস্থা নিয়া প্যাঁচালের দরকার নাই অহন কন আপনে হালাই বেইন্না ফজরত আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... বইলা বান্দরের মতুন নাচতাছেন ক্যান?

আরে ব্যাটা আমি কি আর সাধে নাচি, তুই শুনছোস না, আঁরার ইয়ুনুইচ্চা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেইক্যা সাড়ে তিনশ কোটি ডলার আনছে।

হ্যাঁ শুনেছি ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়েছে। জি, হ্যাঁ, সেটাই বলছিলাম, আজ থেকে পনেরো বছর আগে ড. ইউনূসের স্বপ্ন ছিল, বর্তমান পৃথিবীটা হবে দারিদ্র্যমুক্ত, কোথাও কোনো বেকার থাকবে না, অশিক্ষিত বলে কোনো শব্দ থাকবে না, পৃথিবীতে অন্যায় রূপে কোনো হত্যা হবে না, পৃথিবী হবে নবজাতকের কাছে সুন্দর সুষ্ঠু রূপে বেঁচে থাকার দারিদ্র্যমুক্ত নাচে গানে ভরপুর এক সুস্থ আবাসস্থল।

হয়, এই স্বপ্ন তো ড. ইউনূস আজও লালন করেন। উনি সারা পৃথিবীর দারিদ্র্য জাদুঘরে পাঠিয়ে দিতে চান। আরে ভাই থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর দারিদ্র্য উনি দূর করতে পারবেন না।

কথা সত্য, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা সুন্দর করতে পারবেন না। কিন্তু শুধু বাংলাদেশের দারিদ্র্য তো তিনি জাদুঘরে... পাঠিয়ে দিতে পারেন।

হিঃ হিঃ হিঃ কি যে বলিস, যে দেশের মন্ত্রী-মিনিস্টার চোর, নিজেদের ঘরে কোটি কোটি অবৈধ টাকা বস্তাবন্দী করে খাটের নিচে ফেলে রাখে। বাড়ির কাজের বুয়াও ভাগ পায় না। সে দেশের দারিদ্র্য জাদুঘরে যাবে! হাসায়েন না মিয়া।

না তুই কথাটা একটু ভেবে দ্যাখ থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। ঠিক আছে, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। তোর দেশের জনসংখ্যা কত? ক্যানো আঠারো কোটি। মনে কর আঠারো না তোর দেশে আছে বিশ কোটি লোক। ঠিক আছে ধরলাম দাদা দিদি জ্যাঠা জেঠি সব মিলায়া বিশ কোটি।

এখন এই সাড়ে তিনশ কোটি টাকা যদি ড. ইউনূস বাংলাদেশের সবাইকে ভাগ করে দিয়ে দেন তাহলে সাথে সাথে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে! ঠিক কথাটা ঠিক। বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে। কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি! ঝামেলা হইলো তায়লে কাজের লোক পাবি কোই? ক্যান এখন যেমন বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা অবৈধ পথে জঙ্গল দিয়া বর্ডার পার হইতে যায়া মরে তখন বাংলাদেশে কাজ করার জন্য ভারতীয়, পাকিস্তানি, বার্মিজ, ভিয়েতনামি, রাশিয়ান সব কামের বুয়া, দারোয়ান, ড্রাইভার পামু।

কথাটা ভালোই বলেছিস টাকা সব দেশবাসীকে দিয়া দিলে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে আর ড. ইউনূসের স্বপ্ন বাংলার ঘরে ঘরে। ঠিকই কইছেন আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ... ইয়াক ইয়াক ইয়াক...।

[লেখক : চলচ্চিত্রকার ]

অতীত থেকে মুক্তি এবং ইতিবাচক জীবনযাপন

মুক্তি সংগ্রামে তিনটি ধারা

বাসযোগ্যতার সূচকে ঢাকা কেন পিছিয়ে

শুধু নিচেই নামছে ভূগর্ভস্থ পানির স্তর

উপেক্ষিত আটকে পড়া পাকিস্তানিরা

রম্যগদ্য : সিন্দাবাদের বুড়ো ও আমরা

নেই কেনো সেই পাখি

বায়ুদূষণ থেকে মুক্তি কোন পথে

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র : রাষ্ট্র সংস্কারের দুর্গম পথ

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র

বিজয়ের প্রেরণা

মুক্তিযুদ্ধের উত্তরাধিকার পুনর্বীক্ষণ

সিদরাত জেবিনের মৃত্যু অথবা প্রশ্নহীন বায়ুদূষণ

বিজয়ের গৌরব ও সম্ভাবনাময় তরুণ সমাজ

ছবি

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান

ছবি

বিজয় সংগ্রামের সূচনার সন্ধানে

মানসম্মত কনটেন্ট ও টিআরপির দ্বৈরথ

জিকা ভাইরাস রোধে প্রয়োজন সচেতনতা

বাংলাদেশ-ভারত সম্পর্ক

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার গুরুত্ব

ঢাকার বাতাস বিষাক্ত কেন

চরের কৃষি ও কৃষকের জীবন

নিম্ন আয়ের মানুষ ভালো নাই

সবার আগে নিজেকে পরিবর্তন করা দরকার

পুলিশ কবে পুলিশ হবে

জীবন ফিরে আসুক বাংলার নদীগুলোতে

কান্দন সরেন হত্যা ও ভূমি বিরোধ কি এড়ানো যেত না

পরিবারতত্ত্ব ও পরিবারতন্ত্র: রাষ্ট্র বিনির্মাণে সমস্যা কোথায়?

মানবাধিকার দিবস : মানুষের অধিকার নিয়ে কেন এত কথা?

আমলাতান্ত্রিক স্বচ্ছতা : সংস্কারের পথে নাকি পুনরাবৃত্তি?

খাদ্য নিরাপত্তা নিয়ে কিছু কথা

ছবি

বেগম রোকেয়া : নারী জাগরণের অগ্রদূত

দুর্নীতির সর্বগ্রাসী বিস্তার বন্ধ করতে হবে

মা তোর বদনখানি মলিন হলে

ব্যবসায়ী নেতৃত্বশূন্য ই-ক্যাব

মূল্যস্ফীতির হিসাব নির্ণয়ে নতুন পদ্ধতির প্রাসঙ্গিকতা

tab

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য : দারিদ্র্য যাবে জাদুঘরে

জাঁ-নেসার ওসমান

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

আউউউ...ইয়েয়য়য়...। ঢিংকা চিকা... ঢিংকা চিকা... ইয়াক ইয়াক ইয়াক...। ওই গাঞ্জা খাইছে গাঞ্জা খাইছে ওয়াক ওয়াক... ওই ব্যাটা কোন হালায় গাঞ্জা খাইছে? ক্যা, আপনে, মিয়া গাঞ্জা না খাইলে বেইন্না ফজরত কেউ ওই কুত্তার মতুন আউউউ কইরা ডাক পাড়তাছেন আর বান্দরের মতুন নাচতাছেন! আরে ব্যাটা ডারউইন রে জিগা তুই কোইত্থে আইছস। তর পূর্বপুরুষের মতুন নাচমু না তো কি মাইকেল জ্যাকসনের মতুন নাচুম! মাইকেল না সাইকেল কার মতুন আপনে নাচবেন হেইডা আপনের ব্যাপার, কিন্তু আমার প্রশ্ন হইলো আপনে হালা বেইন্না ফজরত সৃষ্টিকর্তার নাম না নিয়া নর্তন-কুর্দন করতাছেন, আপনের শরম করে না? আমি কেনো নাচি শুনলে-বুঝলে তুইও আমার লগে ডিসকো নাচবি। আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... ওই মিয়া থামান আপনের নাচ। এই হতদরিদ্র কুলাঙ্গার পূর্ণ বাংলাদেশে কি এমন ঘটলো যে, হেই কথা শুনলে আমি না সারা দেশের লোক নাচবো? আরে ব্যাটা জবাই দেন, জবাই দেন... মানে কি আমাদের নোংরা মানসিকতা, পরশ্রীকাতরতা, মিথ্যা বলা, লোকঠকানো, বাঙালি হয়ে বাঙালিকে খুন করা, শিক্ষক হয়ে ছাত্রী নিপীড়ন করা, পুলিশ হয়ে চুরি করা এই সব ত্যাগ করলে মানে জবাই দিলেই সবাই ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক.. করে নাচবে?

আরে হালায় আমি কোই কি, আর আমার সারিন্দায় কয় কী!

মানে কি? আরে ভাই আপনিই তো বললেন সব অন্যায় মানসিকতা জবাই দেন! ধুর হালায় উড়ঝুড়ে বাঙাল, আমি কোই কি, আর তুই শালা বাঙাল বুঝস কি? আপনে না কোইলেন, জবাই দেন, মানে সব অন্যায় কোরবানি দেন! হাঃ হাঃ হাঃ আমি হালায় কোইলাম আমেরিকার প্রেসিডেন্টের কথা মিঃ জবাই দেন, আর হালায় কয় মানুষের সব রিপুর জবাই দেন! হাঃ হাঃ হাঃ, ওরে হুমুন্দির পুত আমেরিকার প্রেসিডেন্টন হইলো হনারেবল হিজ এক্সেলেন্সি মি. জো বাইডেন। আর আপনে হালায় কন জবাই দেন! ওই হইলো, জবাই দেন আর জো বাইডেন একই কথা! ধুর হালায় চৌকিরতলা আর আগরতলা একই কথা! হালায় আসলেই আপনে গাঞ্জা খাইছেন।

নারে ভাই তুই ভুল বুজছিস, আমরা হালায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত বাঙাল আমাগো হালায় উচ্চারণে গ-গোল থাকতেই পারে কারণ যে দেশে পরীক্ষার হলে গার্জিয়ানরা নকল সাপ্লাই করে সেই দেশের পোলাপান কি শিখবো! ভুল তো হইতেই পারে।

থাক আর শিক্ষা ব্যবস্থা নিয়া প্যাঁচালের দরকার নাই অহন কন আপনে হালাই বেইন্না ফজরত আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ...ইয়াক ইয়াক ইয়াক... বইলা বান্দরের মতুন নাচতাছেন ক্যান?

আরে ব্যাটা আমি কি আর সাধে নাচি, তুই শুনছোস না, আঁরার ইয়ুনুইচ্চা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেইক্যা সাড়ে তিনশ কোটি ডলার আনছে।

হ্যাঁ শুনেছি ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়েছে। জি, হ্যাঁ, সেটাই বলছিলাম, আজ থেকে পনেরো বছর আগে ড. ইউনূসের স্বপ্ন ছিল, বর্তমান পৃথিবীটা হবে দারিদ্র্যমুক্ত, কোথাও কোনো বেকার থাকবে না, অশিক্ষিত বলে কোনো শব্দ থাকবে না, পৃথিবীতে অন্যায় রূপে কোনো হত্যা হবে না, পৃথিবী হবে নবজাতকের কাছে সুন্দর সুষ্ঠু রূপে বেঁচে থাকার দারিদ্র্যমুক্ত নাচে গানে ভরপুর এক সুস্থ আবাসস্থল।

হয়, এই স্বপ্ন তো ড. ইউনূস আজও লালন করেন। উনি সারা পৃথিবীর দারিদ্র্য জাদুঘরে পাঠিয়ে দিতে চান। আরে ভাই থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর দারিদ্র্য উনি দূর করতে পারবেন না।

কথা সত্য, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার দিয়ে সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা সুন্দর করতে পারবেন না। কিন্তু শুধু বাংলাদেশের দারিদ্র্য তো তিনি জাদুঘরে... পাঠিয়ে দিতে পারেন।

হিঃ হিঃ হিঃ কি যে বলিস, যে দেশের মন্ত্রী-মিনিস্টার চোর, নিজেদের ঘরে কোটি কোটি অবৈধ টাকা বস্তাবন্দী করে খাটের নিচে ফেলে রাখে। বাড়ির কাজের বুয়াও ভাগ পায় না। সে দেশের দারিদ্র্য জাদুঘরে যাবে! হাসায়েন না মিয়া।

না তুই কথাটা একটু ভেবে দ্যাখ থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। ঠিক আছে, থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার মানে সাড়ে তিনশ কোটি টাকা। তোর দেশের জনসংখ্যা কত? ক্যানো আঠারো কোটি। মনে কর আঠারো না তোর দেশে আছে বিশ কোটি লোক। ঠিক আছে ধরলাম দাদা দিদি জ্যাঠা জেঠি সব মিলায়া বিশ কোটি।

এখন এই সাড়ে তিনশ কোটি টাকা যদি ড. ইউনূস বাংলাদেশের সবাইকে ভাগ করে দিয়ে দেন তাহলে সাথে সাথে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে! ঠিক কথাটা ঠিক। বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে। কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কি! ঝামেলা হইলো তায়লে কাজের লোক পাবি কোই? ক্যান এখন যেমন বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা অবৈধ পথে জঙ্গল দিয়া বর্ডার পার হইতে যায়া মরে তখন বাংলাদেশে কাজ করার জন্য ভারতীয়, পাকিস্তানি, বার্মিজ, ভিয়েতনামি, রাশিয়ান সব কামের বুয়া, দারোয়ান, ড্রাইভার পামু।

কথাটা ভালোই বলেছিস টাকা সব দেশবাসীকে দিয়া দিলে বাংলাদেশের দারিদ্র্য জাদুঘরে আর ড. ইউনূসের স্বপ্ন বাংলার ঘরে ঘরে। ঠিকই কইছেন আউউউ... ইয়েয়য়য়... ঢিংকা চিকা... ঢিংকা চিকা ... ইয়াক ইয়াক ইয়াক...।

[লেখক : চলচ্চিত্রকার ]

back to top