alt

উপ-সম্পাদকীয়

গুজব ও মিথ্যা তথ্য : সমাজের এক ভয়াবহ ব্যাধি

মোহাম্মদ আরিফ উল্লাহ

: শনিবার, ১২ অক্টোবর ২০২৪

মিথ্যা তথ্য এবং গুজবের মধ্যে খুবই সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। এটি নির্ভর করে উদ্দেশ্যের ওপর, মনের অজান্তে যখন কোনো সত্য তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয় এবং কোনো পক্ষ বা ব্যক্তিকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য অনুপস্থিত থাকে এবং যেখানে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্যের পাশাপাশি সঠিক সত্য অন্তর্ভুক্ত থাকে তাই ভুল তথ্য। অন্যদিকে কোনো নির্দিষ্ট ঘৃণ্য উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কোনো জাতি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হয় তাকে অপপ্রচার বা মিথ্যা তথ্য বলে আক্ষায়িত করা হয়। মিথ্যা তথ্য বা গুজব দুটিই আমাদের সমাজের জন্য অতি মারাত্মক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে, গুজব ও তথ্য অপ্রচারের সর্বোত্তম প্ল্যাটফর্ম হলো অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে কোনো নেতিবাচক তথ্য ভাইরাল হয়ে যায় আমাদের কল্পনারও কম সময়ের মধ্যে। মানুষ তথ্য যাচাই-বাছাই না করেই শেয়ার করে থাকে, কেউ তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, কেউ তার মতকে প্রাধান্য দেয়ার জন্য, প্রতিপক্ষকে আক্রমণ করার লক্ষ্যে, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সমাজকে হেয় প্রতিপন্ন করা এবং খামখেয়ালিপনায় পোস্ট বা ছবি শেয়ার করে। কিন্তু এই কাজের মাশুল দিতে কতো মসজিদ, মন্দির বিলীন হয়, কত মানুষের স্বপ্ন কাচের মতো ভেঙে যায়, কত প্রাণ বিনা কারণে ঝরে যায়, কত মা-বাবা তাদের সন্তান হারায় তা শুধু তারাই জানে যারা এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই দেশের মানুষ কখনোই ভুলতে পারবে না সেই সব ঘটনা যার প্রকৃতি ২০১২ সালে কক্সবাজারের রামুতে ঘটেছিল, কিছু অসাধু ও বিকৃত মস্তিষ্কের মানুষের কারণে বাংলাদেশের মতো সম্প্রীতির দেশে ধর্ম নিয়ে মারামারি হানাহানি হওয়া মোটেও কাম্য নয়।

বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার ২০২৩ সালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ১৯১৫টি ভুল তথ্য শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই সংখ্যা ততদিন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, যতদিন আমরা সচেতন না হই। এআই-এর বদৌলতে এই বিষয়টি আরো অধিক পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। ক্রিকেটার, অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারেনি। অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি দিয়ে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার করছে টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের কিছু কাজ করতে হবে তার মধ্যে ফ্যাক্ট চেক করা অন্যতম, ফ্যাক্ট চেক হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বা ছবির সত্য-মিথ্যা যাচাই করা যায়। ফ্যাক্ট চেক করার জন্য আমরা যেসব কাজ করতে পারি এর মধ্যে প্রথম বিষয়টি হলো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বে থাকা ছবি যাচাইয়ের জন্য গুগলের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করা, এখানে ছবিটির উৎস এবং এর ব্যবহার সম্পর্কে জানা যাবে, এছাড়া কিছু টুলসের মাধ্যমে গুজব কীভাবে ছড়িয়ে পড়েছে এবং এর উৎস সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আমরা আরো কিছু কাজ করতে পারি যার মাধ্যমে গুজব বা ভুল তথ্য থেকে নিজেকে সুরক্ষা করা যাবে, যেমন সাম্প্রতিক সময়ে আমরা দেখি আলোচিত টিভি বা প্রিন্ট মিডিয়ার ফরমেট ব্যবহার করে গুজব রটানোর চেষ্টা করে, এক্ষেত্রে উল্লেখিত টিভি বা সংবাদপত্রের অফিশিয়াল ফেসবুক পেইজে তার অস্তিত্ব যাচাই করা।

তথ্য সূত্র বিশ্বস্ত হওয়া, তথ্যের বিপরীতে যথেষ্ট প্রমাণ থাকা, তথ্যের সময় ও প্রেক্ষাপট যাচাই করা, বিভিন্ন উৎসের সঙ্গে মিলিয়ে দেখা, তথ্যে ব্যবহৃত ভাষা, ফরমেট ও ছবির ধরণ বিশ্লেষণ করা। মিথ্যা তথ্য অনলাইনে সয়লাভ করার আগেই সেই তথ্যের প্রকৃত রূপ অনলাইনে তুলে ধরা, সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা, দুর্বল মিডিয়ায় প্রকাশিত তথ্য শেয়ার না করা। অন্যদিকে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ে অনেক ওয়েবসাইট কাজ করছে, বোম বাংলাদেশ, বিডি ফ্যাক্টচেক, ফ্যাক্টোয়াচ এই প্ল্যাটফর্মগুলো বিভিন্ন তথ্য যাচাই করে করে থাকে, এই সাইটগুলোতে গুরুত্বপূর্ণ তথ্যের সত্যতা পাওয়া যায়।

চ্যালেঞ্জের বিষয় হলো, এসব বিষয়ে অনুসরণ করতে হলে প্রতিটি মানুষের কিছু দক্ষতা প্রয়োজন যা সব ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনুপস্থিত, তাই সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে, এসব বিষয় তখনি কার্যকর ফল প্রদান করতে পারবে যখন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবে। আমরা দেখেছি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলে অনেক অপরাধ দমন করা সম্ভব তাই সাইবার ক্রাইম সম্পর্কৃত আদালতের শাস্তি গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে, যেন মানুষ সাইবার ক্রাইম করলে শাস্তির সম্মুখীন হতে হয় তা জানতে পারে এবং অপরাধ থেকে নিজেকে বিরত রাখে।

[লেখক : উন্নয়নকর্মী, কোস্ট ফাউন্ডেশন]

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

একটি সফর, একাধিক সংকেত : কে পেল কোন বার্তা?

দেশের কারা ব্যবস্থার বাস্তবতা

ইসলামী ব্যাংক একীভূতকরণ : আস্থা ফেরাতে সংস্কার, না দায়মুক্তির প্রহসন?

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

বায়ুদূষণ : নীরব ঘাতক

ইসরায়েলের কৌশলগত ঔদ্ধত্য

পরিবার : সুনাগরিক ও সুশাসক তৈরির ভিত্তিমূল

শিল্পে গ্যাস সংকট : দ্রুত সমাধানের উদ্যোগ নিন

আমাদের লড়াইটা আমাদের লড়তে দিন

ব্যাকবেঞ্চারদের পৃথিবী : ব্যর্থতার গায়ে সাফল্যের ছাপ

আমের অ্যানথ্রাকনোজ ও বোঁটা পঁচা রোগ

শিশুদের আর্থিক অন্তর্ভুক্তি : স্কুল ব্যাংকিংয়ের সম্ভাবনা ও সংকট

tab

উপ-সম্পাদকীয়

গুজব ও মিথ্যা তথ্য : সমাজের এক ভয়াবহ ব্যাধি

মোহাম্মদ আরিফ উল্লাহ

শনিবার, ১২ অক্টোবর ২০২৪

মিথ্যা তথ্য এবং গুজবের মধ্যে খুবই সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। এটি নির্ভর করে উদ্দেশ্যের ওপর, মনের অজান্তে যখন কোনো সত্য তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয় এবং কোনো পক্ষ বা ব্যক্তিকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য অনুপস্থিত থাকে এবং যেখানে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্যের পাশাপাশি সঠিক সত্য অন্তর্ভুক্ত থাকে তাই ভুল তথ্য। অন্যদিকে কোনো নির্দিষ্ট ঘৃণ্য উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কোনো জাতি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হয় তাকে অপপ্রচার বা মিথ্যা তথ্য বলে আক্ষায়িত করা হয়। মিথ্যা তথ্য বা গুজব দুটিই আমাদের সমাজের জন্য অতি মারাত্মক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে, গুজব ও তথ্য অপ্রচারের সর্বোত্তম প্ল্যাটফর্ম হলো অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে কোনো নেতিবাচক তথ্য ভাইরাল হয়ে যায় আমাদের কল্পনারও কম সময়ের মধ্যে। মানুষ তথ্য যাচাই-বাছাই না করেই শেয়ার করে থাকে, কেউ তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, কেউ তার মতকে প্রাধান্য দেয়ার জন্য, প্রতিপক্ষকে আক্রমণ করার লক্ষ্যে, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সমাজকে হেয় প্রতিপন্ন করা এবং খামখেয়ালিপনায় পোস্ট বা ছবি শেয়ার করে। কিন্তু এই কাজের মাশুল দিতে কতো মসজিদ, মন্দির বিলীন হয়, কত মানুষের স্বপ্ন কাচের মতো ভেঙে যায়, কত প্রাণ বিনা কারণে ঝরে যায়, কত মা-বাবা তাদের সন্তান হারায় তা শুধু তারাই জানে যারা এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এই দেশের মানুষ কখনোই ভুলতে পারবে না সেই সব ঘটনা যার প্রকৃতি ২০১২ সালে কক্সবাজারের রামুতে ঘটেছিল, কিছু অসাধু ও বিকৃত মস্তিষ্কের মানুষের কারণে বাংলাদেশের মতো সম্প্রীতির দেশে ধর্ম নিয়ে মারামারি হানাহানি হওয়া মোটেও কাম্য নয়।

বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার ২০২৩ সালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ১৯১৫টি ভুল তথ্য শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই সংখ্যা ততদিন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, যতদিন আমরা সচেতন না হই। এআই-এর বদৌলতে এই বিষয়টি আরো অধিক পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। ক্রিকেটার, অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারেনি। অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি দিয়ে বিভিন্ন ভুয়া তথ্য প্রচার করছে টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের কিছু কাজ করতে হবে তার মধ্যে ফ্যাক্ট চেক করা অন্যতম, ফ্যাক্ট চেক হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বা ছবির সত্য-মিথ্যা যাচাই করা যায়। ফ্যাক্ট চেক করার জন্য আমরা যেসব কাজ করতে পারি এর মধ্যে প্রথম বিষয়টি হলো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বে থাকা ছবি যাচাইয়ের জন্য গুগলের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করা, এখানে ছবিটির উৎস এবং এর ব্যবহার সম্পর্কে জানা যাবে, এছাড়া কিছু টুলসের মাধ্যমে গুজব কীভাবে ছড়িয়ে পড়েছে এবং এর উৎস সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আমরা আরো কিছু কাজ করতে পারি যার মাধ্যমে গুজব বা ভুল তথ্য থেকে নিজেকে সুরক্ষা করা যাবে, যেমন সাম্প্রতিক সময়ে আমরা দেখি আলোচিত টিভি বা প্রিন্ট মিডিয়ার ফরমেট ব্যবহার করে গুজব রটানোর চেষ্টা করে, এক্ষেত্রে উল্লেখিত টিভি বা সংবাদপত্রের অফিশিয়াল ফেসবুক পেইজে তার অস্তিত্ব যাচাই করা।

তথ্য সূত্র বিশ্বস্ত হওয়া, তথ্যের বিপরীতে যথেষ্ট প্রমাণ থাকা, তথ্যের সময় ও প্রেক্ষাপট যাচাই করা, বিভিন্ন উৎসের সঙ্গে মিলিয়ে দেখা, তথ্যে ব্যবহৃত ভাষা, ফরমেট ও ছবির ধরণ বিশ্লেষণ করা। মিথ্যা তথ্য অনলাইনে সয়লাভ করার আগেই সেই তথ্যের প্রকৃত রূপ অনলাইনে তুলে ধরা, সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা, দুর্বল মিডিয়ায় প্রকাশিত তথ্য শেয়ার না করা। অন্যদিকে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাক্ট-চেকিং বিষয়ে অনেক ওয়েবসাইট কাজ করছে, বোম বাংলাদেশ, বিডি ফ্যাক্টচেক, ফ্যাক্টোয়াচ এই প্ল্যাটফর্মগুলো বিভিন্ন তথ্য যাচাই করে করে থাকে, এই সাইটগুলোতে গুরুত্বপূর্ণ তথ্যের সত্যতা পাওয়া যায়।

চ্যালেঞ্জের বিষয় হলো, এসব বিষয়ে অনুসরণ করতে হলে প্রতিটি মানুষের কিছু দক্ষতা প্রয়োজন যা সব ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনুপস্থিত, তাই সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে, এসব বিষয় তখনি কার্যকর ফল প্রদান করতে পারবে যখন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবে। আমরা দেখেছি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলে অনেক অপরাধ দমন করা সম্ভব তাই সাইবার ক্রাইম সম্পর্কৃত আদালতের শাস্তি গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে, যেন মানুষ সাইবার ক্রাইম করলে শাস্তির সম্মুখীন হতে হয় তা জানতে পারে এবং অপরাধ থেকে নিজেকে বিরত রাখে।

[লেখক : উন্নয়নকর্মী, কোস্ট ফাউন্ডেশন]

back to top