alt

opinion » post-editorial

মানুষ গড়ার কারিগর

সাঈদ চৌধুরী

: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ছাত্রকে লেখা ৬০ বছর আগের এ অপ্রকাশিত চিঠিটি হতে পারে ছাত্র-শিক্ষক সম্পর্কের আদর্শিক অকাট্ট দলিল। একটি অপ্রকাশিত চিঠি আর সে চিঠিটি হয়ে উঠতে পারে এ প্রজন্মের শিক্ষকদের, শিক্ষার্থীদের বড় দিক নির্দেশনা! আমার বাবা তখন সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মেট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণের আগে আমার বাবা হয়ে উঠেছিলেন তৎকালীন বিখ্যাত সন্তোষ জাহ্নবী স্কুলের জেনারেল ক্যাপ্টিন, একজন সফল বিতার্কিক, ছাত্র মৌলভি এবং দক্ষ নেতা। সে সূত্রেই বাবাকে স্কুলের প্রধান শিক্ষক থেকে সবাই ‘খলিল’ নামে চিনতেন। স্কুলের দূরত্ব আমার দাদার বাড়ি থেকে দশ মাইল হওয়ায় জাইগীর থাকতেন স্কুল থেকে কম দূরুত্বের একটি বাড়িতে। তার দূরত্বও তখনকার সময় পাঁচ মাইল। পাঁচ মাইল পথ হেঁটে গিয়ে স্কুলে প্রতিদিনের উপস্থিতি নিশ্চিত করায় খলিলুর রহমান হয়ে ওঠেন একজন আদর্শ ছাত্র! এই ছাত্রজীবনে খলিলুর রহমান যা যা অর্জন করেছেন তার অকাট্ট একটি দলিলই বলা যায় অপ্রকাশিত এই চিঠিটি।

১৯৬০ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর বাবা যখন স্কুল থেকে চলে গিয়ে করটিয়া কলেজে ভর্তি হয়ে গেলেন তখনই স্কুলের হেড মাস্টার সাহেব ভাবলেন তার প্রিয় ছাত্রটির ভবিষ্যৎ নিয়ে। তিনি আবার তার ছাত্রকে মনে করলেন। তার ধারণা ছিল তার প্রিয় ছাত্র একদিন দেশকে নেতৃত্ব দেবে, মানুষের কথা বলবে আর তাই একটি দিকনির্দেশনামূলক চিঠি লিখলেন তাকে নিয়ে। চিঠিটি ইংরেজিতে লেখা ছিল। চিঠিটির বাংলা দাঁড়ায়Ñ খলিল, আল্লাহ তোমার সহায় হোন! গতকাল আমি তোমাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছিলাম। আমি এ ব্যাপারে চিন্তা করেছি যেমনি মুরগি তাপ দিয়ে ডিম ফুটায় ঠিক ততটা গভীরভাবে। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তুমি কলা বিভাগে ভর্তি হও। সেখানে তুমি সাবজেক্ট হিসেবে নেবেÑ ইতিহাস, তর্কবিদ্যা, আরবি ভাষা উপরোক্ত বিষয় নেয়া সম্পর্কে তোমার বাবার মতামতও একই। একজন শিক্ষকের দায়িত্ব কতটুকু তা এ চিঠিটি ¯পষ্ট একটি দলিল বলা যায়। একজন শিক্ষার্থীকে নিয়ে কতটা চিন্তা ছিল এই তৎকালীন শিক্ষকের। দিনের সমস্ত কার্যপরিকল্পনা মতো চালানোর পরও তার বিদায়ী ছাত্রের কথা তিনি মনে রেখেছেন। শুধু মনে রেখেই খান্ত হননি তিনি বলতে চেয়েছেন কোন কোন বিষয় নিলে তার এই গুণী ছাত্র জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। নেতৃত্ব গুণে গুণান্বিত তার শিক্ষার্থীকে মানব সেবায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলা বিভাগে ভর্তি হওয়া নির্দেশনা দিয়েই চিঠি লিখেন এবং অন্য আরেকজন ছাত্রের মাধ্যমে তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন প্রিয় ছাত্রের কাছে। বর্তমান সময়ে ছাত্র-শিক্ষক স¤পর্কেও ব্যবসায়িক চিন্তা বাদে অন্য কোন চিন্তার অবতারণা পাওয়া যায়না সে সময়ে ৬০ বছর আগের একটি চিঠি স্পষ্ট করে তুলছে অতীতে আমাদের দেশের ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল। তৎকালীন সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার শিক্ষার্থীদের নিয়ে কেমন চিন্তা করতেন তা-ও এ চিঠিটির মাধ্যমে ¯পষ্ট ।

শুধু তাই নয় ওই শিক্ষকের ছাত্রও কেমন বাধ্যগত ছিল তা-ও এই চিঠির মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। আজও পর্যন্ত ব্যক্তিগত সবচেয়ে আপন ফাইলের মধ্যে তার প্রিয় ছাত্র চিঠিটি রেখে দিয়েছেন। আমাদের সঙ্গে যখনই তার শিক্ষক সম্পর্কে কথা বলেন তখন তিনি কাঁদতে থাকেন আর বলতে থাকেন আমার জীবনে যত প্রতিষ্ঠা আর যত মানুষের ভালোবাসা অর্জন সবকিছুর পেছনে আমার এই শিক্ষকসহ সবার অবদান আছে। চিঠি হাতে নিয়েই প্রথম বলেন সে স্যারের উক্তিগুলো। অঝরে বলে যান নীতি বাক্যের ছড়াছড়ি শোনা সেই দিনগুলোর কাহিনী। ‘মাইনউদ্দীন স্যার ক্লাসে ঢুকেই নাকি বলতেন, তোরা মুখ গোমড়া করে বসে আছিস কেন, হাসতেও ভুলে গেছিস তোরা! দ্যাখ কীভাবে হাসতে হয় প্রাণখোলা হাসি ! তিনি হা-হা-হা করে হাসতে শুরু করলে দিঘির পাড়ের সন্তোষ জাহ্নবী হাইস্কুলের দেয়ালগুলো কেঁপে উঠতো আর শিক্ষার্থীদের মন ভরে উঠত আনন্দে! পাঠদান শুরু হতো আর প্রতিটি শিক্ষার্থী আনন্দ নিয়ে পড়ত জীবনের গানগুলো! শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো মানুষটিও একদিন শিক্ষক হয়ে উঠেছিলেন। তার শিক্ষার্থীদেরও দেখি কী অমায়িক আচরণ করতে আর তখন ভাবি একজন আদর্শ ছাত্রই কেবল আদর্শ শিক্ষক হতে পারে। আমার বাবার নিজ হাতে প্রতিষ্ঠিত স্কুল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয়। গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র যারা রয়েছেন, যারা খলিল মাস্টারের শিক্ষায় দিক্ষীত তাদের অনুভূতি দেখলে বোঝা যায় আদর্শ ছাত্র যখন আদর্শ শিক্ষক হয়ে ওঠে তখন একটি সমাজে কী ধরনের প্রভাব পড়ে! সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক এখন আর নেই, আমার বাবার শিক্ষাজীবন শেষ হয়ে কর্ম জীবন শেষ হয়ে অবসরে গিয়ে যা যতন করে রেখেছেন তা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বর্তমান সকল শিক্ষক ও শিক্ষার্থীর। সন্তাষ জাহ্নবী স্কুলের সেই শিক্ষক এবং বর্তমানে আলো ছড়ানো ছাত্র আমার বাবার আদর্শিক এ বিস্তারণ স্কুলের দিঘির অসাধারণ শীতল জলের ঐকতান হয়ে ছড়িয়ে পড়–ক সারা দেশে আর ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে উঠুক স্নিগ্ধ এটাই প্রত্যাশা।

[লেখক : রসায়নবিদ]

চা-জনগোষ্ঠীর দণ্ডপূজা ও উপেক্ষিত অধিকার

মেরিটোক্রেসি: সমাজ ও রাজনীতির প্রাসঙ্গিকতা

রম্যগদ্য: হাতের মুঠোয় বিশ্ব

শারদীয় পূজার দিনলিপি

ঋণের জন্য আত্মহত্যা, ঋণ নিয়েই চল্লিশা

জাকসু নির্বাচন ও হট্টগোল: আমাদের জন্য শিক্ষণীয় কী?

নরসুন্দর পেশার গুরুত্ব ও সামাজিক অবস্থার উন্নয়ন

বিভাগভিত্তিক এমপিআর নির্বাচন পদ্ধতি

প্ল্যাটফর্ম সমাজে বাংলাদেশ: জ্ঞানের ভবিষ্যৎ কার হাতে?

আনন্দবেদনার হাসপাতাল: সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বাস্তবতা

ছবি

ভিন্ন ধরনের নির্বাচন, ভিন্ন ধরনের ফল

বেসরকারি খাতে সিআইবি’র যাত্রা: ঋণ ব্যবস্থার নতুন দিগন্ত

স্বাস্থ্যসেবায় মানবিকতা প্রতিষ্ঠা হোক

ছবি

নেপালে সরকার পতন ও বামপন্থীদের ভবিষ্যৎ

ডাকসু নির্বাচন ও সংস্কারপ্রয়াস: রাজনৈতিক চিন্তার নতুন দিগন্ত

নির্বাচন কি সব সমস্যার সমাধান

জিতিয়া উৎসব

ছবি

অলির পর নেপাল কোন পথে?

রম্যগদ্য: “মরেও বাঁচবি নারে পাগলা...”

অপরিকল্পিত নগরায়ন ও শ্রীপুর পৌরসভা

ভূরিভোজ, উচ্ছেদ এবং আদিবাসী পাহাড়িয়া

অনলাইন সংস্কৃতিতে হাস্যরসের সমাজবিজ্ঞান

মামলাজট নিরসনে দেওয়ানি কার্যবিধির সংস্কার

বাস্তব মস্কো বনাম বিভ্রান্ত ইউরোপ

ছাত্রসংসদ নির্বাচন ও ভবিষ্যৎ ছাত্ররাজনীতির গতিপ্রকৃতি

সড়ক দুর্ঘটনা: কারও মৃত্যু সাধারণ, কারও মৃত্যু বিশেষ

ঐকমত্য ছাড়াও কিছু সংস্কার সম্ভব

আবার বাড়ছে নিত্যপণ্যের দাম : সংকটে সাধারণ মানুষ

ডায়াবেটিস রোগীর সেবা ও জনসচেতনতা

ভিন্ন ধরনের ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন : পেছনে ফেলে আসি

প্রসঙ্গ : এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ

“কোপা চাটিগাঁ...”

ই-কমার্স হতে পারে প্রবৃদ্ধির ইঞ্জিন

ভারত-চীনের নতুন সমীকরণ

সাইবার যুগে মানুষের মর্যাদা ও নিরাপত্তা

tab

opinion » post-editorial

মানুষ গড়ার কারিগর

সাঈদ চৌধুরী

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

ছাত্রকে লেখা ৬০ বছর আগের এ অপ্রকাশিত চিঠিটি হতে পারে ছাত্র-শিক্ষক সম্পর্কের আদর্শিক অকাট্ট দলিল। একটি অপ্রকাশিত চিঠি আর সে চিঠিটি হয়ে উঠতে পারে এ প্রজন্মের শিক্ষকদের, শিক্ষার্থীদের বড় দিক নির্দেশনা! আমার বাবা তখন সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মেট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণের আগে আমার বাবা হয়ে উঠেছিলেন তৎকালীন বিখ্যাত সন্তোষ জাহ্নবী স্কুলের জেনারেল ক্যাপ্টিন, একজন সফল বিতার্কিক, ছাত্র মৌলভি এবং দক্ষ নেতা। সে সূত্রেই বাবাকে স্কুলের প্রধান শিক্ষক থেকে সবাই ‘খলিল’ নামে চিনতেন। স্কুলের দূরত্ব আমার দাদার বাড়ি থেকে দশ মাইল হওয়ায় জাইগীর থাকতেন স্কুল থেকে কম দূরুত্বের একটি বাড়িতে। তার দূরত্বও তখনকার সময় পাঁচ মাইল। পাঁচ মাইল পথ হেঁটে গিয়ে স্কুলে প্রতিদিনের উপস্থিতি নিশ্চিত করায় খলিলুর রহমান হয়ে ওঠেন একজন আদর্শ ছাত্র! এই ছাত্রজীবনে খলিলুর রহমান যা যা অর্জন করেছেন তার অকাট্ট একটি দলিলই বলা যায় অপ্রকাশিত এই চিঠিটি।

১৯৬০ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর বাবা যখন স্কুল থেকে চলে গিয়ে করটিয়া কলেজে ভর্তি হয়ে গেলেন তখনই স্কুলের হেড মাস্টার সাহেব ভাবলেন তার প্রিয় ছাত্রটির ভবিষ্যৎ নিয়ে। তিনি আবার তার ছাত্রকে মনে করলেন। তার ধারণা ছিল তার প্রিয় ছাত্র একদিন দেশকে নেতৃত্ব দেবে, মানুষের কথা বলবে আর তাই একটি দিকনির্দেশনামূলক চিঠি লিখলেন তাকে নিয়ে। চিঠিটি ইংরেজিতে লেখা ছিল। চিঠিটির বাংলা দাঁড়ায়Ñ খলিল, আল্লাহ তোমার সহায় হোন! গতকাল আমি তোমাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছিলাম। আমি এ ব্যাপারে চিন্তা করেছি যেমনি মুরগি তাপ দিয়ে ডিম ফুটায় ঠিক ততটা গভীরভাবে। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তুমি কলা বিভাগে ভর্তি হও। সেখানে তুমি সাবজেক্ট হিসেবে নেবেÑ ইতিহাস, তর্কবিদ্যা, আরবি ভাষা উপরোক্ত বিষয় নেয়া সম্পর্কে তোমার বাবার মতামতও একই। একজন শিক্ষকের দায়িত্ব কতটুকু তা এ চিঠিটি ¯পষ্ট একটি দলিল বলা যায়। একজন শিক্ষার্থীকে নিয়ে কতটা চিন্তা ছিল এই তৎকালীন শিক্ষকের। দিনের সমস্ত কার্যপরিকল্পনা মতো চালানোর পরও তার বিদায়ী ছাত্রের কথা তিনি মনে রেখেছেন। শুধু মনে রেখেই খান্ত হননি তিনি বলতে চেয়েছেন কোন কোন বিষয় নিলে তার এই গুণী ছাত্র জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। নেতৃত্ব গুণে গুণান্বিত তার শিক্ষার্থীকে মানব সেবায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলা বিভাগে ভর্তি হওয়া নির্দেশনা দিয়েই চিঠি লিখেন এবং অন্য আরেকজন ছাত্রের মাধ্যমে তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন প্রিয় ছাত্রের কাছে। বর্তমান সময়ে ছাত্র-শিক্ষক স¤পর্কেও ব্যবসায়িক চিন্তা বাদে অন্য কোন চিন্তার অবতারণা পাওয়া যায়না সে সময়ে ৬০ বছর আগের একটি চিঠি স্পষ্ট করে তুলছে অতীতে আমাদের দেশের ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল। তৎকালীন সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার শিক্ষার্থীদের নিয়ে কেমন চিন্তা করতেন তা-ও এ চিঠিটির মাধ্যমে ¯পষ্ট ।

শুধু তাই নয় ওই শিক্ষকের ছাত্রও কেমন বাধ্যগত ছিল তা-ও এই চিঠির মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। আজও পর্যন্ত ব্যক্তিগত সবচেয়ে আপন ফাইলের মধ্যে তার প্রিয় ছাত্র চিঠিটি রেখে দিয়েছেন। আমাদের সঙ্গে যখনই তার শিক্ষক সম্পর্কে কথা বলেন তখন তিনি কাঁদতে থাকেন আর বলতে থাকেন আমার জীবনে যত প্রতিষ্ঠা আর যত মানুষের ভালোবাসা অর্জন সবকিছুর পেছনে আমার এই শিক্ষকসহ সবার অবদান আছে। চিঠি হাতে নিয়েই প্রথম বলেন সে স্যারের উক্তিগুলো। অঝরে বলে যান নীতি বাক্যের ছড়াছড়ি শোনা সেই দিনগুলোর কাহিনী। ‘মাইনউদ্দীন স্যার ক্লাসে ঢুকেই নাকি বলতেন, তোরা মুখ গোমড়া করে বসে আছিস কেন, হাসতেও ভুলে গেছিস তোরা! দ্যাখ কীভাবে হাসতে হয় প্রাণখোলা হাসি ! তিনি হা-হা-হা করে হাসতে শুরু করলে দিঘির পাড়ের সন্তোষ জাহ্নবী হাইস্কুলের দেয়ালগুলো কেঁপে উঠতো আর শিক্ষার্থীদের মন ভরে উঠত আনন্দে! পাঠদান শুরু হতো আর প্রতিটি শিক্ষার্থী আনন্দ নিয়ে পড়ত জীবনের গানগুলো! শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো মানুষটিও একদিন শিক্ষক হয়ে উঠেছিলেন। তার শিক্ষার্থীদেরও দেখি কী অমায়িক আচরণ করতে আর তখন ভাবি একজন আদর্শ ছাত্রই কেবল আদর্শ শিক্ষক হতে পারে। আমার বাবার নিজ হাতে প্রতিষ্ঠিত স্কুল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয়। গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র যারা রয়েছেন, যারা খলিল মাস্টারের শিক্ষায় দিক্ষীত তাদের অনুভূতি দেখলে বোঝা যায় আদর্শ ছাত্র যখন আদর্শ শিক্ষক হয়ে ওঠে তখন একটি সমাজে কী ধরনের প্রভাব পড়ে! সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক এখন আর নেই, আমার বাবার শিক্ষাজীবন শেষ হয়ে কর্ম জীবন শেষ হয়ে অবসরে গিয়ে যা যতন করে রেখেছেন তা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বর্তমান সকল শিক্ষক ও শিক্ষার্থীর। সন্তাষ জাহ্নবী স্কুলের সেই শিক্ষক এবং বর্তমানে আলো ছড়ানো ছাত্র আমার বাবার আদর্শিক এ বিস্তারণ স্কুলের দিঘির অসাধারণ শীতল জলের ঐকতান হয়ে ছড়িয়ে পড়–ক সারা দেশে আর ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে উঠুক স্নিগ্ধ এটাই প্রত্যাশা।

[লেখক : রসায়নবিদ]

back to top