alt

উপ-সম্পাদকীয়

কেন এই ধ্বংস?

মিথুশিলাক মুরমু

: রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার, সেভেন্থ ডে এডভেনটিস্ট চার্চের সাব্বাথ দিন। গোপালগঞ্জ মিশনের খ্রিস্টানুসারীরা সাপ্তাহিক উপাসনায় স্রষ্টার আরাধনায় মশগুল। গির্জার অভ্যন্তরে চলছে প্রশংসামূলক গান, বাইবেল পাঠ, প্রার্থনা এবং পুরোহিতের ধর্মীয় বাণী খ্রিস্টান ভক্তজনদের উদ্দেশে। সকাল ৯:৩০ মিনিটে শুরু হওয়া উপাসনায় মনোযোগ স্থির করে ঈশ^রের সান্নিধ্য পাওয়ার ধ্যানে বিঘœ ঘটে। স্থানীয় প্রশাসনের উপস্থিতি এবং বুলডোজারের ধ্বংসযজ্ঞ। বিনা নোটিশে অকস্মাৎ এসে মিশনের বাউন্ডারি দেওয়াল গুঁড়িয়ে দিতে শুরু করে। মিশনের বাউন্ডারির সঙ্গে সঙ্গে মিশনের কর্মচারীদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

ইতোমধ্যে গির্জা সমাপ্তির পর দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে প্রশ্নবাণে জর্জরিত করা হলে, তিনি জেলা প্রশাসনের ক্ষমতায়নকে উল্লেখ করেছেন। জেলা প্রশাসক এদিন জরুরি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি, বিক্ষুব্ধ খ্রিস্টান

সম্প্রদায় ও মিশনের অভ্যন্তরে থাকা ছোট্ট শিশুরা প্রতিবাদে রাস্তায় মিছিল ও সমাবেশ করেছে।

সম্প্রীতির গোপালগঞ্জে এ যেন লজ্জার কলঙ্কের তিলক! জানা গেছে, জেলা প্রশাসন মিশনের সম্মুখভাগের রাস্তাকে চওড়া করার জন্য বেশ কিছুদিন পূর্বে অধিগ্রহণ করে। এ নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে। অপরদিকে মিশন কর্তৃপক্ষের আবেদন ছিল, যত কম মিশনের জায়গা অধিগ্রহণ করা যায়; সে বিষয়ে যেন গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। দুপক্ষের মধ্যে বোঝাপড়া ছিল যে, মিশনের বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়ার পূর্বেই সরকার পক্ষ থেকে অধিগ্রহণের অর্থ পরিশোধ করবে এবং মিশন কর্তৃপক্ষ ভেঙে দেয়া প্রাচীরের ভেতরের দিকে নতুন প্রাচীর নির্মাণ করবে, যাতে করে মিশন ও মিশনের অভ্যন্তরে থাকা হোস্টেল, গির্জা ও পরিবারগুলো নিরাপদে অবস্থান করতে সক্ষম হয়।

মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি, পূর্বের আলোচনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অদ্যাবধি মিশন কর্তৃপক্ষকে কোনো নোটিশ কিংবা মৌখিকভাবেও অবহিত করেনি। হঠাৎ করেই সাব্বাথ দিনে এসে তোড়জোড় করে ভাঙচুর শুরু করে। এটি যেমন কাক্সিক্ষত নয়, তেমনি ধর্মীয় অধিকারকে ক্ষুণœ করেছে।

মিশন কর্তৃপক্ষ বলেছেন, প্রত্যেক বছর মিশনের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বছরান্তের কোনো পরীক্ষা সাব্বাথ দিন শনিবার অনুষ্ঠিতের দিনক্ষণ ধার্য হলেই মিশন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যে, সেভেন্থ ডে এডভেনটিস্ট চার্চের শিক্ষার্থীরা সন্ধ্যার পরে পরীক্ষায় বসবেন। এটি দীর্ঘদিন ধরে চলে আসায় গোপালগঞ্জের প্রশাসনের কাছে অজানা নয় যে, সেভেন্থ ডে এডভেনটিস্ট চার্চের উপাসনার দিন শনিবার।

তাহলে কেন উপাসনার দিন, যখন সবাই গির্জায় উপস্থিত; সেই সময় সরকারের প্রশাসনের লোকজন বেছে নিলেন? প্রশাসনের লোকজন এসে একটিবারও মিশনের কর্তৃপক্ষের খোঁজ নিলেন না কেন! কারণ এই প্রশাসনের লোকজনের মধ্যে সম্প্রীতির চেতনার অভাব রয়েছে। যে মিশন দেশের সবচেয়ে দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত ও বঞ্চিতদের মনোজগত আলোকিত করার ব্রত নিয়ে লড়ে যাচ্ছে; একটি বারও কী সেই দিকটি বিবেচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন না? ২০২৩

খ্রিস্টাব্দের ২২ নভেম্বর অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের নতুন ভবনের উদ্বোধন হয়। সেই মিশনকে এহেন পরিস্থিতির শিকার হতে হবে এটি অকল্পনীয়।

দিন কয়েক পূর্বে একই চিত্র আমরা লক্ষ্য করেছি সেন্ট গ্রেগরিতে। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। গত ২৪ নভেম্বর একদল শিক্ষার্থীর হামলায় ক্ষত-বিক্ষত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি, ক্ষত-বিক্ষত হয়েছে সমগ্র খ্রিস্টানুসারীর হৃদয়ের অন্তস্থল।

খ্রিস্টানদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটি মানে-গুণে, ঐতিহ্যে এবং নিরপেক্ষতায় আপসহীন, এরূপ প্রতিষ্ঠান হামলার শিকারে দেশবাসী যেমন নির্বাক ও সংক্ষুব্ধ হয়েছে; সম্প্রীতির অবারিত হাতও কালক্রমে যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। খ্রিস্টানুসারীরা হামলাকে কখনোই স্বাভাবিকভাবে দেখছেন না, এগুলো সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ, মুক্ত চিন্তা ও দেশ গঠনের মৌলিক প্রতিষ্ঠানগুলোকে অকেজো করার প্রয়াস মাত্র। অবশ্য স্থানীয় অভিভাবকরা বলেছিলেন, এ স্কুলে কোনো ঝামেলা নেই। পড়াশোনার পরিবেশ ভালো। এজন্য একটি প্রি-ক্যাডেট থেকে ছেলেকে সেন্ট গ্রেগরিতে ভর্তি করিয়েছিলাম। এ স্কুলের কেউ কোনো রাজনীতি বা অন্য কোনো ঝামেলায় জড়ায় না। ছাত্ররা তো এসবে যায়ই না, শিক্ষক-কর্মচারীদেরও নিয়ম মানতে হয়। সেখানে এমন হামলা মেনে নিতে পারছি না। সরকারের প্রশাসনের আন্তরিকতার অভাবেই সম্প্রীতির বাংলাদেশ সাম্প্রদায়িকতার বিষবাষ্পে মেঘাচ্ছন্ন হচ্ছে। মিশনের শিক্ষার্থীদের সামনে প্রশাসনের যে মহড়া হয়েছে, কোমল মনা শিশুদের হৃদয় থেকে সেটিকে কী কখনো মুছে ফেলা যাবে! সাব্বাথ দিনে উপাসনা চলাকালীন প্রশাসনের দিক থেকে অসহিষ্ণুতা প্রদর্শিত হয়েছে, এটি তো এখন বহির্বিশে^র কাছে নজির হয়ে থাকল। প্রশাসনের হঠকারিতা আমাদেরকে সংক্ষুব্ধ করে তুলেছে। যে বিষয়টি পদ্ধতিগতভাবে সমাধান করা যেত, সেটি এখন আমাদের সরকারের জন্য নিন্দনীয় এবং লজ্জার। আমাদের দাবি, যারা মিশন বাউন্ডারি ভেঙে দেয়ার সঙ্গে যুক্ত, তাদের অতীতের দিকগুলো খতিয়ে দেখা হোক; তারা অসাম্প্রদায়িকতাকে ধারণ করে কী না! ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভ্রাতৃত্বপূর্ণ জীবনে প্রশাসনের অপরিপক্ব চেতনা ধর্মীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সম্প্রীতির গোপালগঞ্জের পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না।

[লেখক : কলামিস্ট ]

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

একটি সফর, একাধিক সংকেত : কে পেল কোন বার্তা?

দেশের কারা ব্যবস্থার বাস্তবতা

ইসলামী ব্যাংক একীভূতকরণ : আস্থা ফেরাতে সংস্কার, না দায়মুক্তির প্রহসন?

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

বায়ুদূষণ : নীরব ঘাতক

ইসরায়েলের কৌশলগত ঔদ্ধত্য

পরিবার : সুনাগরিক ও সুশাসক তৈরির ভিত্তিমূল

শিল্পে গ্যাস সংকট : দ্রুত সমাধানের উদ্যোগ নিন

আমাদের লড়াইটা আমাদের লড়তে দিন

ব্যাকবেঞ্চারদের পৃথিবী : ব্যর্থতার গায়ে সাফল্যের ছাপ

আমের অ্যানথ্রাকনোজ ও বোঁটা পঁচা রোগ

শিশুদের আর্থিক অন্তর্ভুক্তি : স্কুল ব্যাংকিংয়ের সম্ভাবনা ও সংকট

tab

উপ-সম্পাদকীয়

কেন এই ধ্বংস?

মিথুশিলাক মুরমু

রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার, সেভেন্থ ডে এডভেনটিস্ট চার্চের সাব্বাথ দিন। গোপালগঞ্জ মিশনের খ্রিস্টানুসারীরা সাপ্তাহিক উপাসনায় স্রষ্টার আরাধনায় মশগুল। গির্জার অভ্যন্তরে চলছে প্রশংসামূলক গান, বাইবেল পাঠ, প্রার্থনা এবং পুরোহিতের ধর্মীয় বাণী খ্রিস্টান ভক্তজনদের উদ্দেশে। সকাল ৯:৩০ মিনিটে শুরু হওয়া উপাসনায় মনোযোগ স্থির করে ঈশ^রের সান্নিধ্য পাওয়ার ধ্যানে বিঘœ ঘটে। স্থানীয় প্রশাসনের উপস্থিতি এবং বুলডোজারের ধ্বংসযজ্ঞ। বিনা নোটিশে অকস্মাৎ এসে মিশনের বাউন্ডারি দেওয়াল গুঁড়িয়ে দিতে শুরু করে। মিশনের বাউন্ডারির সঙ্গে সঙ্গে মিশনের কর্মচারীদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

ইতোমধ্যে গির্জা সমাপ্তির পর দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে প্রশ্নবাণে জর্জরিত করা হলে, তিনি জেলা প্রশাসনের ক্ষমতায়নকে উল্লেখ করেছেন। জেলা প্রশাসক এদিন জরুরি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি, বিক্ষুব্ধ খ্রিস্টান

সম্প্রদায় ও মিশনের অভ্যন্তরে থাকা ছোট্ট শিশুরা প্রতিবাদে রাস্তায় মিছিল ও সমাবেশ করেছে।

সম্প্রীতির গোপালগঞ্জে এ যেন লজ্জার কলঙ্কের তিলক! জানা গেছে, জেলা প্রশাসন মিশনের সম্মুখভাগের রাস্তাকে চওড়া করার জন্য বেশ কিছুদিন পূর্বে অধিগ্রহণ করে। এ নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছে। অপরদিকে মিশন কর্তৃপক্ষের আবেদন ছিল, যত কম মিশনের জায়গা অধিগ্রহণ করা যায়; সে বিষয়ে যেন গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। দুপক্ষের মধ্যে বোঝাপড়া ছিল যে, মিশনের বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়ার পূর্বেই সরকার পক্ষ থেকে অধিগ্রহণের অর্থ পরিশোধ করবে এবং মিশন কর্তৃপক্ষ ভেঙে দেয়া প্রাচীরের ভেতরের দিকে নতুন প্রাচীর নির্মাণ করবে, যাতে করে মিশন ও মিশনের অভ্যন্তরে থাকা হোস্টেল, গির্জা ও পরিবারগুলো নিরাপদে অবস্থান করতে সক্ষম হয়।

মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি, পূর্বের আলোচনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অদ্যাবধি মিশন কর্তৃপক্ষকে কোনো নোটিশ কিংবা মৌখিকভাবেও অবহিত করেনি। হঠাৎ করেই সাব্বাথ দিনে এসে তোড়জোড় করে ভাঙচুর শুরু করে। এটি যেমন কাক্সিক্ষত নয়, তেমনি ধর্মীয় অধিকারকে ক্ষুণœ করেছে।

মিশন কর্তৃপক্ষ বলেছেন, প্রত্যেক বছর মিশনের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বছরান্তের কোনো পরীক্ষা সাব্বাথ দিন শনিবার অনুষ্ঠিতের দিনক্ষণ ধার্য হলেই মিশন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যে, সেভেন্থ ডে এডভেনটিস্ট চার্চের শিক্ষার্থীরা সন্ধ্যার পরে পরীক্ষায় বসবেন। এটি দীর্ঘদিন ধরে চলে আসায় গোপালগঞ্জের প্রশাসনের কাছে অজানা নয় যে, সেভেন্থ ডে এডভেনটিস্ট চার্চের উপাসনার দিন শনিবার।

তাহলে কেন উপাসনার দিন, যখন সবাই গির্জায় উপস্থিত; সেই সময় সরকারের প্রশাসনের লোকজন বেছে নিলেন? প্রশাসনের লোকজন এসে একটিবারও মিশনের কর্তৃপক্ষের খোঁজ নিলেন না কেন! কারণ এই প্রশাসনের লোকজনের মধ্যে সম্প্রীতির চেতনার অভাব রয়েছে। যে মিশন দেশের সবচেয়ে দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত ও বঞ্চিতদের মনোজগত আলোকিত করার ব্রত নিয়ে লড়ে যাচ্ছে; একটি বারও কী সেই দিকটি বিবেচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন না? ২০২৩

খ্রিস্টাব্দের ২২ নভেম্বর অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের নতুন ভবনের উদ্বোধন হয়। সেই মিশনকে এহেন পরিস্থিতির শিকার হতে হবে এটি অকল্পনীয়।

দিন কয়েক পূর্বে একই চিত্র আমরা লক্ষ্য করেছি সেন্ট গ্রেগরিতে। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। গত ২৪ নভেম্বর একদল শিক্ষার্থীর হামলায় ক্ষত-বিক্ষত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি, ক্ষত-বিক্ষত হয়েছে সমগ্র খ্রিস্টানুসারীর হৃদয়ের অন্তস্থল।

খ্রিস্টানদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটি মানে-গুণে, ঐতিহ্যে এবং নিরপেক্ষতায় আপসহীন, এরূপ প্রতিষ্ঠান হামলার শিকারে দেশবাসী যেমন নির্বাক ও সংক্ষুব্ধ হয়েছে; সম্প্রীতির অবারিত হাতও কালক্রমে যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। খ্রিস্টানুসারীরা হামলাকে কখনোই স্বাভাবিকভাবে দেখছেন না, এগুলো সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ, মুক্ত চিন্তা ও দেশ গঠনের মৌলিক প্রতিষ্ঠানগুলোকে অকেজো করার প্রয়াস মাত্র। অবশ্য স্থানীয় অভিভাবকরা বলেছিলেন, এ স্কুলে কোনো ঝামেলা নেই। পড়াশোনার পরিবেশ ভালো। এজন্য একটি প্রি-ক্যাডেট থেকে ছেলেকে সেন্ট গ্রেগরিতে ভর্তি করিয়েছিলাম। এ স্কুলের কেউ কোনো রাজনীতি বা অন্য কোনো ঝামেলায় জড়ায় না। ছাত্ররা তো এসবে যায়ই না, শিক্ষক-কর্মচারীদেরও নিয়ম মানতে হয়। সেখানে এমন হামলা মেনে নিতে পারছি না। সরকারের প্রশাসনের আন্তরিকতার অভাবেই সম্প্রীতির বাংলাদেশ সাম্প্রদায়িকতার বিষবাষ্পে মেঘাচ্ছন্ন হচ্ছে। মিশনের শিক্ষার্থীদের সামনে প্রশাসনের যে মহড়া হয়েছে, কোমল মনা শিশুদের হৃদয় থেকে সেটিকে কী কখনো মুছে ফেলা যাবে! সাব্বাথ দিনে উপাসনা চলাকালীন প্রশাসনের দিক থেকে অসহিষ্ণুতা প্রদর্শিত হয়েছে, এটি তো এখন বহির্বিশে^র কাছে নজির হয়ে থাকল। প্রশাসনের হঠকারিতা আমাদেরকে সংক্ষুব্ধ করে তুলেছে। যে বিষয়টি পদ্ধতিগতভাবে সমাধান করা যেত, সেটি এখন আমাদের সরকারের জন্য নিন্দনীয় এবং লজ্জার। আমাদের দাবি, যারা মিশন বাউন্ডারি ভেঙে দেয়ার সঙ্গে যুক্ত, তাদের অতীতের দিকগুলো খতিয়ে দেখা হোক; তারা অসাম্প্রদায়িকতাকে ধারণ করে কী না! ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভ্রাতৃত্বপূর্ণ জীবনে প্রশাসনের অপরিপক্ব চেতনা ধর্মীয় স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সম্প্রীতির গোপালগঞ্জের পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না।

[লেখক : কলামিস্ট ]

back to top