alt

উপ-সম্পাদকীয়

ইমাম রইস উদ্দিন হত্যাকাণ্ড : সুবিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব

মুহাম্মদ ফরিদুল ইসলাম

: মঙ্গলবার, ১৩ মে ২০২৫

কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে ছাত্র-জনতার গণআন্দোলনে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার, সেহেতু দেশে আর কোন বৈষম্য থাকবে নাÑ এটাই সবার ধারণা ছিল। একইভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভ, গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা, আইনের সুশাসন, ন্যায়নীতিভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্ম পালনের স্বাধীনতা, নিজস্ব সংস্কৃতি-মূল্যবোধ-বিশ্বাসের অবারিত চর্চা নিশ্চিত করার জাতীয় আকাক্সক্ষা বাস্তবায়নে সরকার কাজ করবেÑ এমন প্রত্যাশা ছিল দেশের শান্তিকামী জনগণের।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানেও ন্যায়বিচার, সুশাসন ও সাম্য প্রতিষ্ঠার জন্য জনগণকে আন্দোলন করতে হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী একটি উগ্রবাদী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে সম্পূর্ণ অন্যায়ভাবে ৭০টিরও অধিক মাজার শরীফ ভাংচুর ও হামলা করেছে। অসংখ্য মসজিদের ইমাম-খতিব ও কলেজ-মাদ্রাসার শিক্ষককে হেনস্তা করে চাকুরিচ্যুত করেছে। এভাবে মব জাস্টিসের শিকার হতে হয়েছে ও বর্তমানেও হতে হচ্ছে অসংখ্য মানুষকে। সরকার বা প্রশাসন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অথচ রাষ্ট্র পরিচালনায় সরকার আছে। জনগণের জান-মালের নিরাপত্তা বিধান সরকারকেই করতে হয়। অপরাধীদের শাস্তির আওতায় আনা ও সুবিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিচারবহির্ভূত হত্যার যথাযথ শাস্তি না হওয়ায় দেশে মব ভায়োলেন্স বৃদ্ধি পেয়েছে। মাওলানা রইস উদ্দিন এর জ্বলন্ত উদাহরণ। গত ২৭ এপ্রিল দুই মাস আগের একটি অভিযোগের ভিত্তিতে মব ভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে তাকে অকথ্য নির্যাতন করা হয়। নির্যাতনের পর সকাল ১০টায় পুলিশের কাছে সোপর্দ করা হলে তাকে মৌলিক অধিকার হিসেবে খাদ্য ও চিকিৎসা কিছুই প্রদান করা হয়নি। ২৮ এপ্রিল ভোর ৪টায় কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন। অথচ এ হত্যাকা- ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে ইমাম রইস উদ্দীনকে অপরাধী বানাতে পুলিশের অপচেষ্টার কমতি ছিল না।

যদিও রইস উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া, মিথ্যা, তা ঘটনার পরিক্রমায় যেকোন সাধারণ মানুষও বুঝতে পারবে। সংবাদমাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, গাজীপুর আখলাদুল জামে মসজিদে কমিটির মধ্যে মতাদর্শগত বিরোধ রয়েছে। মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে তাকে নির্মম খুন করা হয়েছেÑ বলেছেন মসজিদটির মুতাওয়াল্লি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাও সাজানো বলে তিনি অভিহিত করেছেন। ঢাকায় ফিলিস্তিন ইস্যুতে সুন্নি মহাসমাবেশে মুসল্লিদের নিয়ে অংশ নেওয়ায় বিপরীত পক্ষ কথিত দুই মাস পূর্বের অভিযোগ এনে কমিটির কোন্দলে বলি হতে হলো ইমাম সাহেবকে। দুঃখজনক হলেও সত্য, পরবর্তীতে পুলিশের ভূমিকা ছিল মব সৃষ্টিকারীদের পক্ষে। পুলিশ কর্তৃক ইমাম সাহেবকে গ্রেপ্তার, ৬ ঘণ্টা পর মামলা করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ। এ দীর্ঘ সময়ে তাকে চিকিৎসাসেবা, খাবার খেতে ও পানি পান করতে না দেওয়া এবং ফলশ্রুতিতে বিনা চিকিৎসা ও অনাহারে মাওলানা রইসের মৃত্যু; যা মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বটে।

মৃত্যুপরবর্তী দৃশ্যপট আরো করুণ, পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে না নেওয়া, তার মৃত্যুর ৩ দিন পর তথাকথিত ঘটনার ২ মাস পর জব্দ নাটকের মাধ্যমে মব সৃষ্টিকারীদের নিয়ে রইসের চরিত্রহননের অপচেষ্টা, কথিত ৫ জন ভিকটিমের ২২ ধারা গ্রহণ ও বিশেষত গাজীপুরের উপপুলিশ কমিশনার কর্তৃক ৩০ এপ্রিল দিবাগত মধ্যরাতে সন্দেহজনক সংবাদ সম্মেলনে ইমাম রইসকে দোষী প্রমাণে অপচেষ্টা প্রভৃতি ঘটনা পরম্পরায় দৃশ্যমান একটি পরিকল্পিত হত্যাকা-ে দেশবাসী আহত ও ক্ষুব্ধ হয়েছে। মাওলানা রইস উদ্দিন সুফিবাদী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতপন্থি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ছিলেন। তার সংগঠনের পক্ষ থেকে সারাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ প্রভৃতি আন্দোলনের কারণে গাজীপুরের পুবাইল থানা মামলা গ্রহণ করেছে। তার সাংগঠনিক পরিচিতি থাকায় এ হত্যাকা- নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম হয়। বিগত ৩০ এপ্রিল এ হত্যাকা-ের বিচার দাবি করে ১০২ বিশিষ্ট নাগরিকও বিবৃতি দিয়েছেন। তারা বিবৃতিতে সুপ্রিম কোর্টের অধীনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি এ মামলার তদন্ত ও বিচারের মাধ্যমে মব ভায়োলেন্স নামে রাহাজানি এবং নির্মম পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

তবে সবার মনে একটাই প্রশ্নÑ বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল এ সরকারের কাছে কেন ন্যায়বিচারের জন্য আন্দোলন-সংগ্রাম করে দাবি আদায় করতে হবে? এ অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। আইন বিশ্লেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বুদ্ধিজীবীমহল মনে করেন, সাংগঠনিক বা রাজনৈতিক পরিচয়হীন যে কেউ মব ভায়োলেন্সের শিকার হলে রাষ্ট্র কী তাহলে মামলা নেবে না? তাদের প্রশ্ন, মাওলানা রইস উদ্দিন যদি অপরাধ করেও থাকে, তাহলে তাকে কী নির্যাতন করে হত্যা করা দেশের আইন-আদালত বৈধতা দেয়? বিচারবহির্ভূত হত্যা ও বর্তমান মব জাস্টিস দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। সরকার বা প্রশাসন যত তাড়াতাড়ি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন ততই দেশের জন্য মঙ্গল।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, পুলিশ প্রশাসন বিগত আমলের মতো আচরণ করেছে। ইমাম রইস হত্যার বিচার দাবিকারী জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপসহ হয়রানিমূলক রাজনৈতিক মামলায় চট্টগ্রামে ২১ জন ও গাজীপুরে ৫ জন ছাত্রজনতাকে গ্রেপ্তার করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অতীতে যেমন পুলিশ বাহিনীর সাথে থেকে আন্দোলনকারীদের হেলমেট ও লাঠিয়াল বাহিনী হামলা করতো, এবার পুলিশের সাথে নব্য সন্ত্রাসীদের অপতৎপরতা চট্টগ্রামের মুরাদপুর, বাঁশখালী, রাঙ্গুনিয়াসহ কয়েকটি স্থানে পরিলক্ষিত হয়েছে। নতুন এ হেলমেট ও লাঠিয়াল বাহিনী পুলিশের ছত্রছায়ায় নয়া নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। দেশে সংস্কার ক্ষেত্রে এসব বিষয় প্রথমেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য অস্ত্রধারণকারীদের অদ্যাবধি আইনের আওতায় না আনা দুঃখজনক ও কলঙ্কজনক বটে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পূর্বে দেশে ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত কৈফিয়তহীন বা বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছেন ২ হাজার ৯৫৪ জন। এ হিসাব ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ হিসাব দিয়েছে। আসকের বিশ্লেষণে বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত পুলিশ, র‌্যাবসহ সরকারের নানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব ও পুলিশ ছাড়াও যে বাহিনীগুলোর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আছে, সেগুলো হলো ডিবি পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, কোবরা টিম ও আনসার। আসকের হিসাবে, গত ২০ বছরে সবচেয়ে বেশি সংখ্যায় বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। এরপর আছে র‌্যাব। বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকা-ের আরেক নাম মব জাস্টিস। মব জাস্টিস হলো অপরাধে জড়িত থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে অবমাননা, মারধর, হত্যা বা সম্পদ ধ্বংসের মাধ্যমে সাজা দেওয়া বা প্রতিশোধ নেওয়া। এ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পান না। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নেয়।

মব জাস্টিসের মাধ্যমে কোনো ন্যায়বিচার হয় না। কারণ এখানে সাক্ষী, বিচারক ও শাস্তিদাতা-সবকিছুর ভূমিকায় থাকে উচ্ছৃঙ্খল জনতা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে দেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই ‘মব’ ও ‘মব জাস্টিস’ শব্দগুলো নতুন করে আলোচনায়। দেশে বেশকিছু মব জাস্টিসের ঘটনা এরই মধ্যে ঘটেছে। মব জাস্টিসের শিকার হচ্ছে নারী-শিশু, ছাত্র, পুলিশ, শিক্ষক, ইমাম-খতিব থেকে শুরু করে চোর-ডাকাত-ছিনতাইকারী সব শ্রেণি-পেশার মানুষ। মব জাস্টিস থেকে রক্ষা পায়নি বিদেশিরাও। বিভিন্ন সময়ে আইন নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনি, সংঘবদ্ধভাবে হামলাÑ এভাবে প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনাও ঘটছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে দলবদ্ধ পিটুনিতে নিহত হয় ২১ জন। ফেব্রুয়ারিতে মবের শিকার হয়ে মৃত্যু হয় সাতজনের। আর মার্চের প্রথম ৪ দিনেই মব জাস্টিসের নামে মারা যান দুজন। আর গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গণপিটুনিতে ১২১ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা অনুযায়ী, মব জাস্টিসের কারণে মানবাধিকারের বড় লঙ্ঘন হয়। একটি স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালের অধীনে সবার সমতার ভিত্তিতে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগপর্যন্ত অভিযুক্ত ব্যক্তির অধিকার, তাকে যেন নিরপরাধ বলে বিবেচনা করা হয়। একই সঙ্গে বিচারের সময় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে।

৫ আগস্টে দেশের পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যখন সবার চোখে-মুখে, তখন মব জাস্টিসের নামে বিচারবহির্ভূত হত্যাকা-সমূহ বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করবে। সরকার ও প্রশাসনের উচিত, এ মুহূর্তে নিশ্চিত করা যে, ইমাম রইস উদ্দিন হত্যাই হোক দেশে সর্বশেষ মব জাস্টিস।

তাই ইমাম রইস নির্মম হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ, ছবি দেখে শনাক্তপূর্বক গ্রেপ্তার ও দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। রইস উদ্দিন হত্যার বিভিন্ন দৃশ্যপটে পুলিশের ভূমিকা অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট। তাই পুলিশ তদন্ত করলে এ হত্যাকা-ের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বা সত্য উদঘাটন না হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে অনস্বীকার্য যে, বিচার বিভাগীয় তদন্তপূর্বক সব হত্যাকা-ের বিচার নিশ্চিত করে মানবাধিকার ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে হবে। অন্তর্বর্তী সরকার যে এ বিষয়ে আন্তরিক তা প্রমাণ করাও সরকারের দায়িত্ব।

[লেখক : অ্যাডভোকেট, জজ কোর্ট, চট্টগ্রাম]

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

একটি সফর, একাধিক সংকেত : কে পেল কোন বার্তা?

দেশের কারা ব্যবস্থার বাস্তবতা

ইসলামী ব্যাংক একীভূতকরণ : আস্থা ফেরাতে সংস্কার, না দায়মুক্তির প্রহসন?

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

বায়ুদূষণ : নীরব ঘাতক

ইসরায়েলের কৌশলগত ঔদ্ধত্য

পরিবার : সুনাগরিক ও সুশাসক তৈরির ভিত্তিমূল

শিল্পে গ্যাস সংকট : দ্রুত সমাধানের উদ্যোগ নিন

আমাদের লড়াইটা আমাদের লড়তে দিন

ব্যাকবেঞ্চারদের পৃথিবী : ব্যর্থতার গায়ে সাফল্যের ছাপ

আমের অ্যানথ্রাকনোজ ও বোঁটা পঁচা রোগ

শিশুদের আর্থিক অন্তর্ভুক্তি : স্কুল ব্যাংকিংয়ের সম্ভাবনা ও সংকট

tab

উপ-সম্পাদকীয়

ইমাম রইস উদ্দিন হত্যাকাণ্ড : সুবিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব

মুহাম্মদ ফরিদুল ইসলাম

মঙ্গলবার, ১৩ মে ২০২৫

কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে ছাত্র-জনতার গণআন্দোলনে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার, সেহেতু দেশে আর কোন বৈষম্য থাকবে নাÑ এটাই সবার ধারণা ছিল। একইভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভ, গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা, আইনের সুশাসন, ন্যায়নীতিভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্ম পালনের স্বাধীনতা, নিজস্ব সংস্কৃতি-মূল্যবোধ-বিশ্বাসের অবারিত চর্চা নিশ্চিত করার জাতীয় আকাক্সক্ষা বাস্তবায়নে সরকার কাজ করবেÑ এমন প্রত্যাশা ছিল দেশের শান্তিকামী জনগণের।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানেও ন্যায়বিচার, সুশাসন ও সাম্য প্রতিষ্ঠার জন্য জনগণকে আন্দোলন করতে হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী একটি উগ্রবাদী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে সম্পূর্ণ অন্যায়ভাবে ৭০টিরও অধিক মাজার শরীফ ভাংচুর ও হামলা করেছে। অসংখ্য মসজিদের ইমাম-খতিব ও কলেজ-মাদ্রাসার শিক্ষককে হেনস্তা করে চাকুরিচ্যুত করেছে। এভাবে মব জাস্টিসের শিকার হতে হয়েছে ও বর্তমানেও হতে হচ্ছে অসংখ্য মানুষকে। সরকার বা প্রশাসন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অথচ রাষ্ট্র পরিচালনায় সরকার আছে। জনগণের জান-মালের নিরাপত্তা বিধান সরকারকেই করতে হয়। অপরাধীদের শাস্তির আওতায় আনা ও সুবিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিচারবহির্ভূত হত্যার যথাযথ শাস্তি না হওয়ায় দেশে মব ভায়োলেন্স বৃদ্ধি পেয়েছে। মাওলানা রইস উদ্দিন এর জ্বলন্ত উদাহরণ। গত ২৭ এপ্রিল দুই মাস আগের একটি অভিযোগের ভিত্তিতে মব ভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে তাকে অকথ্য নির্যাতন করা হয়। নির্যাতনের পর সকাল ১০টায় পুলিশের কাছে সোপর্দ করা হলে তাকে মৌলিক অধিকার হিসেবে খাদ্য ও চিকিৎসা কিছুই প্রদান করা হয়নি। ২৮ এপ্রিল ভোর ৪টায় কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন। অথচ এ হত্যাকা- ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে ইমাম রইস উদ্দীনকে অপরাধী বানাতে পুলিশের অপচেষ্টার কমতি ছিল না।

যদিও রইস উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া, মিথ্যা, তা ঘটনার পরিক্রমায় যেকোন সাধারণ মানুষও বুঝতে পারবে। সংবাদমাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, গাজীপুর আখলাদুল জামে মসজিদে কমিটির মধ্যে মতাদর্শগত বিরোধ রয়েছে। মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে তাকে নির্মম খুন করা হয়েছেÑ বলেছেন মসজিদটির মুতাওয়াল্লি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাও সাজানো বলে তিনি অভিহিত করেছেন। ঢাকায় ফিলিস্তিন ইস্যুতে সুন্নি মহাসমাবেশে মুসল্লিদের নিয়ে অংশ নেওয়ায় বিপরীত পক্ষ কথিত দুই মাস পূর্বের অভিযোগ এনে কমিটির কোন্দলে বলি হতে হলো ইমাম সাহেবকে। দুঃখজনক হলেও সত্য, পরবর্তীতে পুলিশের ভূমিকা ছিল মব সৃষ্টিকারীদের পক্ষে। পুলিশ কর্তৃক ইমাম সাহেবকে গ্রেপ্তার, ৬ ঘণ্টা পর মামলা করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ। এ দীর্ঘ সময়ে তাকে চিকিৎসাসেবা, খাবার খেতে ও পানি পান করতে না দেওয়া এবং ফলশ্রুতিতে বিনা চিকিৎসা ও অনাহারে মাওলানা রইসের মৃত্যু; যা মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বটে।

মৃত্যুপরবর্তী দৃশ্যপট আরো করুণ, পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে না নেওয়া, তার মৃত্যুর ৩ দিন পর তথাকথিত ঘটনার ২ মাস পর জব্দ নাটকের মাধ্যমে মব সৃষ্টিকারীদের নিয়ে রইসের চরিত্রহননের অপচেষ্টা, কথিত ৫ জন ভিকটিমের ২২ ধারা গ্রহণ ও বিশেষত গাজীপুরের উপপুলিশ কমিশনার কর্তৃক ৩০ এপ্রিল দিবাগত মধ্যরাতে সন্দেহজনক সংবাদ সম্মেলনে ইমাম রইসকে দোষী প্রমাণে অপচেষ্টা প্রভৃতি ঘটনা পরম্পরায় দৃশ্যমান একটি পরিকল্পিত হত্যাকা-ে দেশবাসী আহত ও ক্ষুব্ধ হয়েছে। মাওলানা রইস উদ্দিন সুফিবাদী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতপন্থি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ছিলেন। তার সংগঠনের পক্ষ থেকে সারাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ প্রভৃতি আন্দোলনের কারণে গাজীপুরের পুবাইল থানা মামলা গ্রহণ করেছে। তার সাংগঠনিক পরিচিতি থাকায় এ হত্যাকা- নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম হয়। বিগত ৩০ এপ্রিল এ হত্যাকা-ের বিচার দাবি করে ১০২ বিশিষ্ট নাগরিকও বিবৃতি দিয়েছেন। তারা বিবৃতিতে সুপ্রিম কোর্টের অধীনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি এ মামলার তদন্ত ও বিচারের মাধ্যমে মব ভায়োলেন্স নামে রাহাজানি এবং নির্মম পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

তবে সবার মনে একটাই প্রশ্নÑ বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল এ সরকারের কাছে কেন ন্যায়বিচারের জন্য আন্দোলন-সংগ্রাম করে দাবি আদায় করতে হবে? এ অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। আইন বিশ্লেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও বুদ্ধিজীবীমহল মনে করেন, সাংগঠনিক বা রাজনৈতিক পরিচয়হীন যে কেউ মব ভায়োলেন্সের শিকার হলে রাষ্ট্র কী তাহলে মামলা নেবে না? তাদের প্রশ্ন, মাওলানা রইস উদ্দিন যদি অপরাধ করেও থাকে, তাহলে তাকে কী নির্যাতন করে হত্যা করা দেশের আইন-আদালত বৈধতা দেয়? বিচারবহির্ভূত হত্যা ও বর্তমান মব জাস্টিস দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। সরকার বা প্রশাসন যত তাড়াতাড়ি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন ততই দেশের জন্য মঙ্গল।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, পুলিশ প্রশাসন বিগত আমলের মতো আচরণ করেছে। ইমাম রইস হত্যার বিচার দাবিকারী জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপসহ হয়রানিমূলক রাজনৈতিক মামলায় চট্টগ্রামে ২১ জন ও গাজীপুরে ৫ জন ছাত্রজনতাকে গ্রেপ্তার করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অতীতে যেমন পুলিশ বাহিনীর সাথে থেকে আন্দোলনকারীদের হেলমেট ও লাঠিয়াল বাহিনী হামলা করতো, এবার পুলিশের সাথে নব্য সন্ত্রাসীদের অপতৎপরতা চট্টগ্রামের মুরাদপুর, বাঁশখালী, রাঙ্গুনিয়াসহ কয়েকটি স্থানে পরিলক্ষিত হয়েছে। নতুন এ হেলমেট ও লাঠিয়াল বাহিনী পুলিশের ছত্রছায়ায় নয়া নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। দেশে সংস্কার ক্ষেত্রে এসব বিষয় প্রথমেই গুরুত্ব দেওয়া প্রয়োজন। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য অস্ত্রধারণকারীদের অদ্যাবধি আইনের আওতায় না আনা দুঃখজনক ও কলঙ্কজনক বটে।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পূর্বে দেশে ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত কৈফিয়তহীন বা বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছেন ২ হাজার ৯৫৪ জন। এ হিসাব ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ হিসাব দিয়েছে। আসকের বিশ্লেষণে বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত পুলিশ, র‌্যাবসহ সরকারের নানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব ও পুলিশ ছাড়াও যে বাহিনীগুলোর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আছে, সেগুলো হলো ডিবি পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, কোবরা টিম ও আনসার। আসকের হিসাবে, গত ২০ বছরে সবচেয়ে বেশি সংখ্যায় বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। এরপর আছে র‌্যাব। বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকা-ের আরেক নাম মব জাস্টিস। মব জাস্টিস হলো অপরাধে জড়িত থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে অবমাননা, মারধর, হত্যা বা সম্পদ ধ্বংসের মাধ্যমে সাজা দেওয়া বা প্রতিশোধ নেওয়া। এ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পান না। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নেয়।

মব জাস্টিসের মাধ্যমে কোনো ন্যায়বিচার হয় না। কারণ এখানে সাক্ষী, বিচারক ও শাস্তিদাতা-সবকিছুর ভূমিকায় থাকে উচ্ছৃঙ্খল জনতা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে দেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই ‘মব’ ও ‘মব জাস্টিস’ শব্দগুলো নতুন করে আলোচনায়। দেশে বেশকিছু মব জাস্টিসের ঘটনা এরই মধ্যে ঘটেছে। মব জাস্টিসের শিকার হচ্ছে নারী-শিশু, ছাত্র, পুলিশ, শিক্ষক, ইমাম-খতিব থেকে শুরু করে চোর-ডাকাত-ছিনতাইকারী সব শ্রেণি-পেশার মানুষ। মব জাস্টিস থেকে রক্ষা পায়নি বিদেশিরাও। বিভিন্ন সময়ে আইন নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনি, সংঘবদ্ধভাবে হামলাÑ এভাবে প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনাও ঘটছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে দলবদ্ধ পিটুনিতে নিহত হয় ২১ জন। ফেব্রুয়ারিতে মবের শিকার হয়ে মৃত্যু হয় সাতজনের। আর মার্চের প্রথম ৪ দিনেই মব জাস্টিসের নামে মারা যান দুজন। আর গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গণপিটুনিতে ১২১ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা অনুযায়ী, মব জাস্টিসের কারণে মানবাধিকারের বড় লঙ্ঘন হয়। একটি স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনালের অধীনে সবার সমতার ভিত্তিতে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগপর্যন্ত অভিযুক্ত ব্যক্তির অধিকার, তাকে যেন নিরপরাধ বলে বিবেচনা করা হয়। একই সঙ্গে বিচারের সময় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে।

৫ আগস্টে দেশের পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যখন সবার চোখে-মুখে, তখন মব জাস্টিসের নামে বিচারবহির্ভূত হত্যাকা-সমূহ বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করবে। সরকার ও প্রশাসনের উচিত, এ মুহূর্তে নিশ্চিত করা যে, ইমাম রইস উদ্দিন হত্যাই হোক দেশে সর্বশেষ মব জাস্টিস।

তাই ইমাম রইস নির্মম হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ, ছবি দেখে শনাক্তপূর্বক গ্রেপ্তার ও দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। রইস উদ্দিন হত্যার বিভিন্ন দৃশ্যপটে পুলিশের ভূমিকা অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট। তাই পুলিশ তদন্ত করলে এ হত্যাকা-ের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বা সত্য উদঘাটন না হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে অনস্বীকার্য যে, বিচার বিভাগীয় তদন্তপূর্বক সব হত্যাকা-ের বিচার নিশ্চিত করে মানবাধিকার ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে হবে। অন্তর্বর্তী সরকার যে এ বিষয়ে আন্তরিক তা প্রমাণ করাও সরকারের দায়িত্ব।

[লেখক : অ্যাডভোকেট, জজ কোর্ট, চট্টগ্রাম]

back to top