alt

উপ-সম্পাদকীয়

দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা দক্ষিণ-পশ্চিম উপকূল

সাকিলা পারভীন

: বুধবার, ২৮ এপ্রিল ২০২১

জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব আজ স্তম্ভিত। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির স্বীকার। বার বার ঘূর্ণিঝড়, বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাসের ফলে উপকূলীয় এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করছে। খাদ্য সংকট, জীবিকার উৎস হ্রাস, স্বাস্থ্য ঝুঁকি, অপুষ্টি, রোগ ব্যাধি বৃদ্ধিসহ অর্থনৈতিক সংকট উপকূলের মানুষকে গ্রাস করছে।

বাংলাদেশের উপকূল অঞ্চলের দৈর্ঘ্য ৭১০ কিলোমিটার। এর মধ্যে সুন্দরবন ১২৫ কিলোমিটার। যেটি দক্ষিণ-পশ্চিম উপকূল হিসেবে পরিচিত। বিশ্বব্যাংক ২০১৮ সালে এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে ১৯৫৫ সাল থেকে ১৯৬৫ সাল, এই ১০ বছরের তুলনায় ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল, এই ১০ বছরে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে ১০ গুণ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি, ভূমিকম্প ইত্যাদির ফলে এই উপকূলের মানুষের খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, জীবিকার উৎস হ্রাস, অপুষ্টি এবং সুপেয় পানির অভাবে রোগ ব্যাধি বৃদ্ধি পেয়েছে। এতে অর্থনৈতিক সংকটও বেড়েছে।

জাতিসংঘের ইন্টার-গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের অন্তত ১৭ ভাগ ভূমি তলিয়ে যেতে পারে। আর ২০৫০ সাল নাগাদ ৫ কোটি মানুষ গৃহহীন হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে। ফলে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। আর এ সব প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘটে থাকে।

বিশ্বব্যাংক প্রকাশিত তালিকায় ঘূর্ণিঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান গত বছরের ২০ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। সাতক্ষীরা জেলা প্রশাসকের তথ্য মতে, আম্ফানের আঘাতে সাতক্ষীরায় মাছের ঘেরে ১৭৬ কোটি ৩ লাখ টাকার, কৃষিতে মোট ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার, প্রাণিসম্পদে ৯৫ লাখ ৩৮ হাজার ৬১৬ টাকার ক্ষতি হয়। এই জেলায় ৮৩ হাজার ৪৩১টি ঘরবাড়ি বিধ্বস্থ হয়। জেলায় ৮১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সাড়ে ৫৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আম্ফানে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে। আম্ফান পরবর্তী আগস্ট মাসে উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে লবণ পানি প্রবেশ করে ক্ষতির মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ে বুলবুল। ২০১৯ সালের ১১ নভেম্বরে এই ঝড় হারিকেন ঝড়ের সমতুল্য শক্তি নিয়ে দেশের উপকূলে আছড়ে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা উপকূলীয় এলাকায়। হাজার হাজার বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়। ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা ইত্যাদি ক্ষতির পাশাপাশি ১৮ জনের প্রাণহানি ঘটে। একই বছরের ১২ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রভাবে উপকূল ছাড়াও অন্যান্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছিল।

এছাড়া ২০০৯ সালে আইলা, ২০০৭ সালে সিডর, ২০১৬ সালের রোয়ানু, ২০১৫ সালের কোমেন, ২০১৩ সালের মহাসেন, ২০১৯ সালের বিজলী, ২০০৮ সালের রেশমী ইত্যাদি উপকূলীয় এলাকায় আঘাত হানে। এসব ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর ক্ষয়ক্ষতির অন্যতম কারণ উপকূলীয় এলাকায় অধিকাংশ ঘর বাড়ি মাটি, কাঠ ও টিন দিয়ে তৈরি। সেজন্য ঘূর্ণিঝড়ের সঙ্গে টিকে থাকার মতো মজবুত নয়। এছাড়া আধাপাকা ও পাকা ঘরগুলোও পানিতে ডুবে যায়। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে সংযোগ রাস্তাগুলো যথেষ্ট মজবুত নয়। বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিই নয়, এটি দেশের দক্ষিণাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকেও রক্ষা করে আসছে। বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ সুন্দরবন আপন শক্তিতে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষাকবচ হিসেবে ভূমিকা রেখে আসছে। ২০০ বছরে ৩০ বার বড় ধরনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো সামুদ্রিক দুর্যোগ আঘাত হানে সুন্দরবনের ওপর। এতে প্রচুর গাছপালা ধ্বংস হয়, বিপুলসংখ্যক বন্যপ্রাণীও মারা যায়। অথচ বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান অপরিসীম। দেশের অর্থনীতিতে এই সুন্দরবনের অবদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বছরে ৫ হাজার ৪৫৬ কোটি টাকা। এই বন থেকে জীবিকার মাধ্যমে বছরে এক হাজার ১৬১ কোটি টাকার সমপরিমাণ আর্থিক সম্পদ পাওয়া যায়। এছাড়া কার্বন ক্রেডিটে সুন্দরবনের বড় ভূমিকা রয়েছে।

বন বিভাগের এক গবেষণায় জানা যায়, সুন্দরবন বছরে ১৬ কোটি মেট্রিক টন কার্বন ধরে রাখে। আন্তর্জাতিক কার্বন বাজার অনুসারে এর মূল্য পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার। এছাড়াও সংস্কৃতিতেও সুন্দরবনের অনেক অবদান রয়েছে। সুন্দরবনকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটি আলাদা সংস্কৃতি গড়ে উঠেছে, যা দেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। এখানে জেলে, মৌয়ালদের জীবন অন্য পেশাজীবীদের মতো নয়। এছাড়া সুন্দরবন কেন্দ্রিক মানুষের জীবনও বৈচিত্র্যময়। অথচ পুরো দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল এখন অরক্ষিত।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, টেকসই বেড়িবাঁধের অভাবে উপকূলীয় এলাকা লোনা পানিতে ডুবে আছে। ৬০ এর দশকের ওয়াপদা বাঁধ এখন উপকূলের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। ঘূর্ণিঝড় ও উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে বারবার মানুষ তার সহায় সম্বল হারাচ্ছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। খাবার পানির অভাবে রোগ ব্যাধি বেড়ে গেছে। ১৯৯০ সালে দেশে লবণাক্ত ভূমির পরিমাণ ৮ লাখ ৩০ হাজার হেক্টর থাকলে ২০০১ সালে তা ৩০ লাখ ৫০ হাজার হেক্টর হয়েছে। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও বার বার বাড়ি ঘর হারিয়ে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা বাঁচাতে প্রয়োজন নতুন বেড়িবাঁধ তৈরি, সুপেয় পানি নিশ্চিত করা এবং সুন্দরবনকে সংরক্ষণের ব্যবস্থা করা। এসব দাবিতে উপকূলীয় এলাকার মানুষ রাস্তায় নেমেছে। রাজনৈতিক দল ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, সেমিনার, মানববন্ধন, সংলাপসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এমতাবস্থায় এই অঞ্চলকে দুর্যোক ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হলে যে সব সুবিধা পাওয়া যাবে তার মধ্যে অন্যতম হলোÑ ওই অঞ্চলের ওপর সরকারের বিশেষ নজর থাকবে এবং বিশেষ বাজেট বরাদ্দ হবে। টেকসই বেড়িবাঁধের উদ্যোগ নেয়া হবে। এতে উপকূল সুরক্ষিত হবে। সুপেয় পানির সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প হবে। লবণাক্ততা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়া সম্ভব হবে। সুন্দরবন রক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিদেশি উন্নয়ন সংস্থাও উপকূলীয় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেবে। তাই দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা এখন সময়ের দাবি।

[লেখক : সাংবাদিক ও পরিবেশ উন্নয়নকর্মী]

ছবি

স্মরণ : কাঙ্গাল হরিনাথ মজুমদার

ঐতিহাসিক মুজিবনগর দিবস

দাবদাহে সুস্থ থাকবেন কীভাবে

কত দিন পরে এলে, একটু শোনো

রম্যগদ্য : আনন্দ, দ্বিগুণ আনন্দ...

ছবি

ইতিহাসের এক অবিস্মরণীয় নাম

বৈসাবি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব

‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

উদার-উদ্দাম বৈশাখ চাই

ঈদ নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি, বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ

প্রসঙ্গ: বিদেশি ঋণ

ছাত্ররাজনীতি কি খারাপ?

জাকাত : বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ স্কাউটস দিবস : শুরুর কথা

ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

প্রবাসীর ঈদ-ভাবনা

বিশ্ব স্বাস্থ্য দিবস

ধানের ফলন বাড়াতে ক্লাইমেট স্মার্ট গুটি ইউরিয়া প্রযুক্তি

কমিশন কিংবা ভিজিটে জমি রেজিস্ট্রির আইনি বিধান ও প্রাসঙ্গিকতা

ছবি

ঈদের অর্থনীতি

পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে ‘পোস্ট পার্টিশন সিনড্রম’

শিক্ষকের বঞ্চনা, শিক্ষকের বেদনা

নিরাপদ সড়ক কেন চাই

রম্যগদ্য : ‘প্রহরীর সাতশ কোটি টাকা...’

ছবি

অবন্তিকাদের আত্মহনন

শিক্ষাবিষয়ক ভাবনা

অপ্রয়োজনে সিজারিয়ান নয়

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

ছবি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আতুড়ঘর

চেক ডিজঅনার মামলার অধিক্ষেত্র ও প্রাসঙ্গিকতা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের কৃষি

ছবি

‘হৃৎ কলমের’ পাখি এবং আমাদের জেগে ওঠা

ছবি

ভূগর্ভস্থ পানি সুরক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ

tab

উপ-সম্পাদকীয়

দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা দক্ষিণ-পশ্চিম উপকূল

সাকিলা পারভীন

বুধবার, ২৮ এপ্রিল ২০২১

জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব আজ স্তম্ভিত। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির স্বীকার। বার বার ঘূর্ণিঝড়, বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাসের ফলে উপকূলীয় এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করছে। খাদ্য সংকট, জীবিকার উৎস হ্রাস, স্বাস্থ্য ঝুঁকি, অপুষ্টি, রোগ ব্যাধি বৃদ্ধিসহ অর্থনৈতিক সংকট উপকূলের মানুষকে গ্রাস করছে।

বাংলাদেশের উপকূল অঞ্চলের দৈর্ঘ্য ৭১০ কিলোমিটার। এর মধ্যে সুন্দরবন ১২৫ কিলোমিটার। যেটি দক্ষিণ-পশ্চিম উপকূল হিসেবে পরিচিত। বিশ্বব্যাংক ২০১৮ সালে এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে ১৯৫৫ সাল থেকে ১৯৬৫ সাল, এই ১০ বছরের তুলনায় ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল, এই ১০ বছরে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে ১০ গুণ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি, ভূমিকম্প ইত্যাদির ফলে এই উপকূলের মানুষের খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, জীবিকার উৎস হ্রাস, অপুষ্টি এবং সুপেয় পানির অভাবে রোগ ব্যাধি বৃদ্ধি পেয়েছে। এতে অর্থনৈতিক সংকটও বেড়েছে।

জাতিসংঘের ইন্টার-গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের অন্তত ১৭ ভাগ ভূমি তলিয়ে যেতে পারে। আর ২০৫০ সাল নাগাদ ৫ কোটি মানুষ গৃহহীন হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে। ফলে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। আর এ সব প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘটে থাকে।

বিশ্বব্যাংক প্রকাশিত তালিকায় ঘূর্ণিঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান গত বছরের ২০ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানে। সাতক্ষীরা জেলা প্রশাসকের তথ্য মতে, আম্ফানের আঘাতে সাতক্ষীরায় মাছের ঘেরে ১৭৬ কোটি ৩ লাখ টাকার, কৃষিতে মোট ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার, প্রাণিসম্পদে ৯৫ লাখ ৩৮ হাজার ৬১৬ টাকার ক্ষতি হয়। এই জেলায় ৮৩ হাজার ৪৩১টি ঘরবাড়ি বিধ্বস্থ হয়। জেলায় ৮১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সাড়ে ৫৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আম্ফানে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে। আম্ফান পরবর্তী আগস্ট মাসে উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে লবণ পানি প্রবেশ করে ক্ষতির মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ে বুলবুল। ২০১৯ সালের ১১ নভেম্বরে এই ঝড় হারিকেন ঝড়ের সমতুল্য শক্তি নিয়ে দেশের উপকূলে আছড়ে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা উপকূলীয় এলাকায়। হাজার হাজার বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়। ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা ইত্যাদি ক্ষতির পাশাপাশি ১৮ জনের প্রাণহানি ঘটে। একই বছরের ১২ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রভাবে উপকূল ছাড়াও অন্যান্য এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছিল।

এছাড়া ২০০৯ সালে আইলা, ২০০৭ সালে সিডর, ২০১৬ সালের রোয়ানু, ২০১৫ সালের কোমেন, ২০১৩ সালের মহাসেন, ২০১৯ সালের বিজলী, ২০০৮ সালের রেশমী ইত্যাদি উপকূলীয় এলাকায় আঘাত হানে। এসব ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর ক্ষয়ক্ষতির অন্যতম কারণ উপকূলীয় এলাকায় অধিকাংশ ঘর বাড়ি মাটি, কাঠ ও টিন দিয়ে তৈরি। সেজন্য ঘূর্ণিঝড়ের সঙ্গে টিকে থাকার মতো মজবুত নয়। এছাড়া আধাপাকা ও পাকা ঘরগুলোও পানিতে ডুবে যায়। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে সংযোগ রাস্তাগুলো যথেষ্ট মজবুত নয়। বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিই নয়, এটি দেশের দক্ষিণাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকেও রক্ষা করে আসছে। বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ সুন্দরবন আপন শক্তিতে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষাকবচ হিসেবে ভূমিকা রেখে আসছে। ২০০ বছরে ৩০ বার বড় ধরনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো সামুদ্রিক দুর্যোগ আঘাত হানে সুন্দরবনের ওপর। এতে প্রচুর গাছপালা ধ্বংস হয়, বিপুলসংখ্যক বন্যপ্রাণীও মারা যায়। অথচ বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান অপরিসীম। দেশের অর্থনীতিতে এই সুন্দরবনের অবদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বছরে ৫ হাজার ৪৫৬ কোটি টাকা। এই বন থেকে জীবিকার মাধ্যমে বছরে এক হাজার ১৬১ কোটি টাকার সমপরিমাণ আর্থিক সম্পদ পাওয়া যায়। এছাড়া কার্বন ক্রেডিটে সুন্দরবনের বড় ভূমিকা রয়েছে।

বন বিভাগের এক গবেষণায় জানা যায়, সুন্দরবন বছরে ১৬ কোটি মেট্রিক টন কার্বন ধরে রাখে। আন্তর্জাতিক কার্বন বাজার অনুসারে এর মূল্য পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার। এছাড়াও সংস্কৃতিতেও সুন্দরবনের অনেক অবদান রয়েছে। সুন্দরবনকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটি আলাদা সংস্কৃতি গড়ে উঠেছে, যা দেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। এখানে জেলে, মৌয়ালদের জীবন অন্য পেশাজীবীদের মতো নয়। এছাড়া সুন্দরবন কেন্দ্রিক মানুষের জীবনও বৈচিত্র্যময়। অথচ পুরো দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল এখন অরক্ষিত।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, টেকসই বেড়িবাঁধের অভাবে উপকূলীয় এলাকা লোনা পানিতে ডুবে আছে। ৬০ এর দশকের ওয়াপদা বাঁধ এখন উপকূলের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। ঘূর্ণিঝড় ও উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে বারবার মানুষ তার সহায় সম্বল হারাচ্ছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। খাবার পানির অভাবে রোগ ব্যাধি বেড়ে গেছে। ১৯৯০ সালে দেশে লবণাক্ত ভূমির পরিমাণ ৮ লাখ ৩০ হাজার হেক্টর থাকলে ২০০১ সালে তা ৩০ লাখ ৫০ হাজার হেক্টর হয়েছে। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও বার বার বাড়ি ঘর হারিয়ে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা বাঁচাতে প্রয়োজন নতুন বেড়িবাঁধ তৈরি, সুপেয় পানি নিশ্চিত করা এবং সুন্দরবনকে সংরক্ষণের ব্যবস্থা করা। এসব দাবিতে উপকূলীয় এলাকার মানুষ রাস্তায় নেমেছে। রাজনৈতিক দল ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, সেমিনার, মানববন্ধন, সংলাপসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এমতাবস্থায় এই অঞ্চলকে দুর্যোক ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হলে যে সব সুবিধা পাওয়া যাবে তার মধ্যে অন্যতম হলোÑ ওই অঞ্চলের ওপর সরকারের বিশেষ নজর থাকবে এবং বিশেষ বাজেট বরাদ্দ হবে। টেকসই বেড়িবাঁধের উদ্যোগ নেয়া হবে। এতে উপকূল সুরক্ষিত হবে। সুপেয় পানির সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প হবে। লবণাক্ততা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়া সম্ভব হবে। সুন্দরবন রক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিদেশি উন্নয়ন সংস্থাও উপকূলীয় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেবে। তাই দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা এখন সময়ের দাবি।

[লেখক : সাংবাদিক ও পরিবেশ উন্নয়নকর্মী]

back to top