সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা উত্তরের শেষপ্রান্তে অবস্থিত। এখানে আকিলপুর ও রসুলপুর গ্রাম। আর গ্রামের একেবারে শেষপ্রান্তে বিখ্যাত নদী সুরমা। নদী পার হলে সিলেটের সদর উপজেলার চাঁনপুর গ্রাম। সামান্য পথ এগোলেই সিলেট-সুনামগঞ্জের মহাসড়ক।
এ সুরমা নদীর ওপর একটি ব্রিজ দিলে এলাকাবাসীর সুবিধা হবে। সুরমা নদীর দক্ষিণে বিশ্বনাথের রশিদপুর। উত্তরে জাফলং। রশিদপুর থেকে জাফলং যদি একটি রাস্তা করা হয় তাহলে ভ্রমণকারীদের যাতায়াতের সুবিধা হবে। এমনকি পাথর ও কয়লার ট্রাকগুলো অল্প সময়ের মধ্যে আসা-যাওয়া করতে পারবে।
সুমন বিপ্লব
আকিলপুর, পরগনা বাজার,
বিশ্বনাথ, সিলেট
বুধবার, ৩১ মে ২০২৩
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা উত্তরের শেষপ্রান্তে অবস্থিত। এখানে আকিলপুর ও রসুলপুর গ্রাম। আর গ্রামের একেবারে শেষপ্রান্তে বিখ্যাত নদী সুরমা। নদী পার হলে সিলেটের সদর উপজেলার চাঁনপুর গ্রাম। সামান্য পথ এগোলেই সিলেট-সুনামগঞ্জের মহাসড়ক।
এ সুরমা নদীর ওপর একটি ব্রিজ দিলে এলাকাবাসীর সুবিধা হবে। সুরমা নদীর দক্ষিণে বিশ্বনাথের রশিদপুর। উত্তরে জাফলং। রশিদপুর থেকে জাফলং যদি একটি রাস্তা করা হয় তাহলে ভ্রমণকারীদের যাতায়াতের সুবিধা হবে। এমনকি পাথর ও কয়লার ট্রাকগুলো অল্প সময়ের মধ্যে আসা-যাওয়া করতে পারবে।
সুমন বিপ্লব
আকিলপুর, পরগনা বাজার,
বিশ্বনাথ, সিলেট