গত ১২ বছরে ও চালের বস্তায় প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তা ব্যবহার কার্যকর করা যায়নি। পাট মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ না থাকায় পাটের বস্তা পুরোপুরি ব্যবহার হচ্ছে না। পাটের বস্তা ব্যবহার নিয়ে রাইচ মালিক ও পাইকারি চাল চাল ব্যবসায়ীরা একে অপরের উপর দোষ চাপাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানায়। প্লাস্টিকের চেয়ে পাটের বস্তার দাম অনেক বেশি হওয়ায় ব্যবহারের অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরা। চালের বস্তায় প্লাষ্টিকের পরিবর্তে পাটের তৈরি বস্তা ব্যবহারের জন্য ২০১০ সালে সরকার আইন প্রণয়ন করে। ২০১২ সালে আইন কার্যকর করা হয়।
এরপর পাট অধিদপ্তরের কর্মকর্তারা চালের মোকামে অভিযান শুরু করেন। কিন্তু তখন অভিযোগ উঠে প্লাষ্টিকের বস্তা তৈরীর জন্য অনেক ব্যবসায়ী প্রচুর অর্থ বিনিয়োগ করে কারখানা তৈরী করেছেন হঠাৎ প্লাষ্টিকের বস্তার ব্যবহার বন্ধ করলে বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এরপর এক যুগের বেশী সময় অতিক্রান্ত হয়েছে। এখন আর কোন অজুহাতকে পাত্তা না দিয়ে আইনের প্রয়োগ কঠোরভাবে করতে হবে। আইনে রয়েছে যদি চালের বস্তায় প্লাষ্টিকের বস্তা ব্যবহার করা হয় তা হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের জেল প্রদান করা যাবে। দ্বিতীয়বার একই কাজ করলে দ্বিগুণ অর্থ জরিমানা ও দুই বছরের জেল ভোগ করতে হবে।
আব্বাসউদ্দিন আহমদ
ধোপাদিঘীর দক্ষিণ পাড়
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
গত ১২ বছরে ও চালের বস্তায় প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তা ব্যবহার কার্যকর করা যায়নি। পাট মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ না থাকায় পাটের বস্তা পুরোপুরি ব্যবহার হচ্ছে না। পাটের বস্তা ব্যবহার নিয়ে রাইচ মালিক ও পাইকারি চাল চাল ব্যবসায়ীরা একে অপরের উপর দোষ চাপাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানায়। প্লাস্টিকের চেয়ে পাটের বস্তার দাম অনেক বেশি হওয়ায় ব্যবহারের অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরা। চালের বস্তায় প্লাষ্টিকের পরিবর্তে পাটের তৈরি বস্তা ব্যবহারের জন্য ২০১০ সালে সরকার আইন প্রণয়ন করে। ২০১২ সালে আইন কার্যকর করা হয়।
এরপর পাট অধিদপ্তরের কর্মকর্তারা চালের মোকামে অভিযান শুরু করেন। কিন্তু তখন অভিযোগ উঠে প্লাষ্টিকের বস্তা তৈরীর জন্য অনেক ব্যবসায়ী প্রচুর অর্থ বিনিয়োগ করে কারখানা তৈরী করেছেন হঠাৎ প্লাষ্টিকের বস্তার ব্যবহার বন্ধ করলে বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এরপর এক যুগের বেশী সময় অতিক্রান্ত হয়েছে। এখন আর কোন অজুহাতকে পাত্তা না দিয়ে আইনের প্রয়োগ কঠোরভাবে করতে হবে। আইনে রয়েছে যদি চালের বস্তায় প্লাষ্টিকের বস্তা ব্যবহার করা হয় তা হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের জেল প্রদান করা যাবে। দ্বিতীয়বার একই কাজ করলে দ্বিগুণ অর্থ জরিমানা ও দুই বছরের জেল ভোগ করতে হবে।
আব্বাসউদ্দিন আহমদ
ধোপাদিঘীর দক্ষিণ পাড়