কমছে না মশার উপদ্রব। সবাই মশা নিধনে ব্যস্ত হলেও মেট্রোরেল কর্তৃপক্ষের ব্যবহারে মিলছে উদাসীনতা; কিন্তু সম্প্রতি মসার তা-বে অতিষ্ঠ হয়ে উঠেছে মেট্রোরেল ব্যাবহারকারী মানুষের জীবন। মেট্রোরেল তদারকির জন্য লোক নিযুক্ত থাকলেও কতৃপক্ষের নজরের বাইরে রয়ে গেছে বিষয়টি; যা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি কেনো এতদিন কতৃপক্ষের নজরের বাইরে রয়ে গেছে? বিষয়টা আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান করা হবে। কতৃপক্ষের কাছে এমনটাই প্রত্যাশা করছি।
তপন কুমার ঘোষ
মিরপুর, ঢাকা।