বর্তমানে দেশের অর্থনৈতিক সংকট বহু পরিবারকে হতাশ ও উদ্বিগ্ন করে তুলেছে। বেকারত্ব দিন দিন বাড়ছে, ফলে গরিব ও নিম্নআয়ের মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত অভাব এখন সর্বত্র। কয়েক দফা বন্যা, ঝড় ও অতিবৃষ্টির কারণে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে। চাকরিজীবী বা ক্ষেতমজুরদের অনেকেই কাজ হারিয়েছেন, গার্মেন্টসকর্মীদেরও অনেকের হাতে আগের মতো কাজ নেই। এসব পরিবারের অবস্থা এমনই শোচনীয় যে তা না দেখলে বোঝা যায় না।
বাল্যবিবাহের ফলে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়ে। অপুষ্টিতে ভোগা কিশোরীরা গর্ভধারণ করলে মা ও শিশুর উভয়ের মৃত্যুঝুঁকি বেড়ে যায়। সমাজে আবার প্রেমের সম্পর্ক, প্রতারণা ও যৌন সহিংসতার ঘটনাও বাড়ছে, যার ফলে অনেক নাবালিকা আরও ভয়াবহ পরিস্থিতিতে পড়ছে। এদিকে সাম্প্রতিক সময়েও বিবাহবিচ্ছেদের হার বেড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক অস্থিরতার মধ্যে বহু বয়স্ক পুরুষ অল্পবয়সী মেয়েদের বিয়ে করছে এবং দ্রুত তালাকও দিচ্ছে। এতে সামাজিক ভারসাম্য আরও নষ্ট হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-যেসব পরিবার দারিদ্র্য ও বেকারত্বে ভুগছে, তাদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা দিতে হবে। পরিবারের আর্থিক স্বচ্ছতা না এলে বাল্যবিবাহ বন্ধ করা কঠিন। কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তাই পারে এই ভয়াবহ প্রবণতা রোধ করতে।
মাহবুবউদ্দিন চৌধুরী
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
বর্তমানে দেশের অর্থনৈতিক সংকট বহু পরিবারকে হতাশ ও উদ্বিগ্ন করে তুলেছে। বেকারত্ব দিন দিন বাড়ছে, ফলে গরিব ও নিম্নআয়ের মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত অভাব এখন সর্বত্র। কয়েক দফা বন্যা, ঝড় ও অতিবৃষ্টির কারণে অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে। চাকরিজীবী বা ক্ষেতমজুরদের অনেকেই কাজ হারিয়েছেন, গার্মেন্টসকর্মীদেরও অনেকের হাতে আগের মতো কাজ নেই। এসব পরিবারের অবস্থা এমনই শোচনীয় যে তা না দেখলে বোঝা যায় না।
বাল্যবিবাহের ফলে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়ে। অপুষ্টিতে ভোগা কিশোরীরা গর্ভধারণ করলে মা ও শিশুর উভয়ের মৃত্যুঝুঁকি বেড়ে যায়। সমাজে আবার প্রেমের সম্পর্ক, প্রতারণা ও যৌন সহিংসতার ঘটনাও বাড়ছে, যার ফলে অনেক নাবালিকা আরও ভয়াবহ পরিস্থিতিতে পড়ছে। এদিকে সাম্প্রতিক সময়েও বিবাহবিচ্ছেদের হার বেড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক অস্থিরতার মধ্যে বহু বয়স্ক পুরুষ অল্পবয়সী মেয়েদের বিয়ে করছে এবং দ্রুত তালাকও দিচ্ছে। এতে সামাজিক ভারসাম্য আরও নষ্ট হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-যেসব পরিবার দারিদ্র্য ও বেকারত্বে ভুগছে, তাদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা দিতে হবে। পরিবারের আর্থিক স্বচ্ছতা না এলে বাল্যবিবাহ বন্ধ করা কঠিন। কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তাই পারে এই ভয়াবহ প্রবণতা রোধ করতে।
মাহবুবউদ্দিন চৌধুরী