ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেখানে আরও এক ব্যক্তিকে মারধর এবং এক নারীকে হেনস্তার অভিযোগ ওঠে। এছাড়া তিনজনকে আওয়ামী লীগ সন্দেহে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।
স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল করছিলেন। এ সময় ছাত্রশিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মামুনকে মারধরের ঘটনা ঘটে। মামুন অভিযোগ করেন, “আমি এখানে আসার পর কিছু লোক আমাকে মারধর করেছে। কাছেপিঠেই পুলিশ ছিল, অনেক ডেকেও কোনো সাড়া পাইনি।” একই সময়ে আহাদ নামে ছাত্রশিবিরের আরেক সদস্যকেও ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য মো. তাওহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলার জন্য ছাত্রদলকে দায়ী করা হয়েছে। তিনি জানান, হামলাকারীদের একজনকে স্থানীয় ছাত্রদলের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বিষয়টি সমুচিতভাবে বিচার করার দাবি জানানো হয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাদের কেউ ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিন রাত ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বিএনপির কিছু নেতাকর্মী বিভিন্ন নেতার নাম ধরে মিছিল করেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবি করেন। পুলিশ আগেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয়। রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “এখানে মব করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট।”
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেখানে আরও এক ব্যক্তিকে মারধর এবং এক নারীকে হেনস্তার অভিযোগ ওঠে। এছাড়া তিনজনকে আওয়ামী লীগ সন্দেহে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।
স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল করছিলেন। এ সময় ছাত্রশিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মামুনকে মারধরের ঘটনা ঘটে। মামুন অভিযোগ করেন, “আমি এখানে আসার পর কিছু লোক আমাকে মারধর করেছে। কাছেপিঠেই পুলিশ ছিল, অনেক ডেকেও কোনো সাড়া পাইনি।” একই সময়ে আহাদ নামে ছাত্রশিবিরের আরেক সদস্যকেও ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য মো. তাওহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, হামলার জন্য ছাত্রদলকে দায়ী করা হয়েছে। তিনি জানান, হামলাকারীদের একজনকে স্থানীয় ছাত্রদলের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বিষয়টি সমুচিতভাবে বিচার করার দাবি জানানো হয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাদের কেউ ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিন রাত ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বিএনপির কিছু নেতাকর্মী বিভিন্ন নেতার নাম ধরে মিছিল করেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবি করেন। পুলিশ আগেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেয়। রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “এখানে মব করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট।”