আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইটি ক্লাব “আইডিয়াল অ্যাসোসিয়েশন অব্ ইনফরমেটিক্স অ্যান্ড টেকনোলজি (আইএআইটি)” এর আয়োজনে চলছে ‘ঘরোয়া প্রেজেন্টস ফাস্ট ইন্টারন্যাশনাল ভার্চুয়াল টেক শোডাউন’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান বিশ^ব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল ২৭ আগস্ট শুরু হওয়া এই আয়োজন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। স্কুল কলেজ কিংবা বিশ^বিদ্যালয় পড়–য়া যেকেউ অংশগ্রহণ করতে পারবে এই ইভেন্টে। এর আগে ক্লাবটি ‘ফাস্ট আইএআইটি ন্যাশনাল আইটি ফেস্ট’ এবং অনলাইনে ‘টেকনোফিলা’ ইভেন্ট ছাড়াও ৯টি ওয়ার্কশপ সফলভাবে আয়োজন করে ব্যাপক সাড়া ফেলে।
ক্লাবটির প্রেসিডেন্ট মাঈনুদ্দিন সাফা অপূর্ব বলেন, ‘আমাদের ইভেন্টে এবার অনেক বিদেশি অংশগ্রহণ করছে যার ফলে এবার ইভেন্টটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে। এর ফলে আমরা আমাদের দেশ এবং বিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারছি।’
আয়োজনের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। ইভেন্টটিতে টাইটেল স্পন্সর হিসেবে আছে ঘরোয়া হোটেল ও কো-পাওয়ারড বাই স্পন্সর হিসেবে আছে পন্যক্রয়.কম এবং মেসার্স মাহিম এন্টারপ্রাইজ। আয়োজনের মিডিয়া পার্টানার টেকভিশন২৪.কম ও রেডিও পিপলস্। এই ইভেন্টে থাকছে ১৩টি সেগমেন্ট। সেগমেন্টগুলোতে রয়েছে ডিজিটাল আর্ট, টাইপোগ্রাফি, সিনামাটোগ্রাফি, মিম কোন, আইডিয়া কোন, গুগল ইট, সাই-ফাই স্টোরি, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েব ডেভলপমেন্ট কনটেস্ট, ডিএসএলআর ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২৮ আগস্ট ২০২১
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইটি ক্লাব “আইডিয়াল অ্যাসোসিয়েশন অব্ ইনফরমেটিক্স অ্যান্ড টেকনোলজি (আইএআইটি)” এর আয়োজনে চলছে ‘ঘরোয়া প্রেজেন্টস ফাস্ট ইন্টারন্যাশনাল ভার্চুয়াল টেক শোডাউন’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান বিশ^ব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল ২৭ আগস্ট শুরু হওয়া এই আয়োজন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। স্কুল কলেজ কিংবা বিশ^বিদ্যালয় পড়–য়া যেকেউ অংশগ্রহণ করতে পারবে এই ইভেন্টে। এর আগে ক্লাবটি ‘ফাস্ট আইএআইটি ন্যাশনাল আইটি ফেস্ট’ এবং অনলাইনে ‘টেকনোফিলা’ ইভেন্ট ছাড়াও ৯টি ওয়ার্কশপ সফলভাবে আয়োজন করে ব্যাপক সাড়া ফেলে।
ক্লাবটির প্রেসিডেন্ট মাঈনুদ্দিন সাফা অপূর্ব বলেন, ‘আমাদের ইভেন্টে এবার অনেক বিদেশি অংশগ্রহণ করছে যার ফলে এবার ইভেন্টটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে। এর ফলে আমরা আমাদের দেশ এবং বিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারছি।’
আয়োজনের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। ইভেন্টটিতে টাইটেল স্পন্সর হিসেবে আছে ঘরোয়া হোটেল ও কো-পাওয়ারড বাই স্পন্সর হিসেবে আছে পন্যক্রয়.কম এবং মেসার্স মাহিম এন্টারপ্রাইজ। আয়োজনের মিডিয়া পার্টানার টেকভিশন২৪.কম ও রেডিও পিপলস্। এই ইভেন্টে থাকছে ১৩টি সেগমেন্ট। সেগমেন্টগুলোতে রয়েছে ডিজিটাল আর্ট, টাইপোগ্রাফি, সিনামাটোগ্রাফি, মিম কোন, আইডিয়া কোন, গুগল ইট, সাই-ফাই স্টোরি, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েব ডেভলপমেন্ট কনটেস্ট, ডিএসএলআর ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি।