টি-২০ বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান। ছয় বছর পর হতে যাওয়া এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাবর আজমের দল। যদিও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তিন সংস্করণের সিরিজ খেলার জন্যই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আজ এক বিবৃতি দিয়ে টেস্ট ও টি-২০র সূচি প্রকাশ করে বিসিবি। তিন ম্যাচের টি-২০ সিরিজটি হবে ঢাকায়, শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে, দ্বিতীয়টি ঢাকায়।
টি-২০ ম্যাচগুলো হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। ম্যাচ শুরুর সময় এখনও নির্ধারিত হয়নি। এরপর ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিসিবির নির্ধারিত কোভিড প্রটোকল অনুযায়ী সিরিজটি হবে জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের গাইডলাইন সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’ আরও ৬ বছর আগে সবশেষ ২০১৫ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। পরের বছর আবার আসে এশিয়া কাপে অংশ নিতে। এরপর ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ।