নিখোজ হবার ৩ দিন পর আজ সোমবার দুপুর ১২টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মনুরছড়া চালুনিয়া গ্রামে তাদের বাড়ির কাছে একটি পুকুর থেকে প্রথম শ্রেনীর শিক্ষার্থী উম্মে হাবিবার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার।
পুলিশ ও স্বজনরা জানায় মনুরছড়া চালুনিয়া গ্রামের আব্দুল হাকিমের একমাত্র কন্যা স্থানীয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী উম্মে হাবিবা শনিবার সকালে বাসা থেকে খেলতে বের হয়। এরপর থেকে তার কোন সন্ধান পায়নি স্বজনরা। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বাড়ির কাছে জনৈক আল আমিনের পুকুরে শিশু উম্মে হাবিবার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসি পুকুরে এসে উম্মে হাবিবার লাশ সনাক্ত করে। পুলিশ ঘটনা স্থলে এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে পুকুরে এক মাত্র সন্তানের লাশ ভাসতে দেখে বার বার জ্ঞান হারিয়ে ফেলে বাবা আব্দুল হাকিম। তিনি জানান শনিবার সকাল ১০/১১ টার দিকে তার এক মাত্র কন্যা উম্মে হাবিবা খেলতে বের হয় বাসা থেকে এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলোনা। এ ঘটনায় তিনি তার কন্যা সন্তান নিখোজ হয়েছে মর্মে পীরগাছা থানায় জিডি করে। এরপর থেকে শিশু উম্মে হাবিবার নিখোজের বিষয়ে তিন দিন ধরে পুরো পীরগাছা উপজেলা জুড়ে মাইক যোগে প্রচার চালানো হচ্ছিলো। তার পরেও তার কোন হদিস মেলেনি। তিনি জানান রোববার পীরগাছা থানা থেকে একদল পুলিশ মাছ ধরা জাল নিয়ে এসে বাড়ির কাছেই জনৈক আল আমিনের পুকুরে জাল ফেলে খোজা খুজি করে কোন লাশ পায়নি। কিন্তু একদিন পর ওই পুকুর থেকেই তার মেয়ের কিভাবে ভেসে উঠলো ?। তিনি বলেন তার প্রতিবেশী হাফিজার রহমান, বাদল , নাজমুলদের সাথে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। তার ধারনা তারাই তার মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করে এরপর শ^াস রোধ করে হত্যা করে। তিনি খুনিদের গ্রেফতার করে ফাঁসি দাবি করেন।
এদিকে পীরগাছা থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশে অনিশ্চুক জানান রোববার যে পুকুর থেকে লাশ উদ্ধার করা হলো সেখানে মাছ ধরা জাল দিয়ে পুকুরে তন্ন তন্ন করে সন্ধান করা হয়েছিলো কোন লাশের সন্ধান মেলেনি। তিনি বলেন ধারনা করা হচ্ছে খুনিরা শিশু উম্মে হাবিবাকে হত্যা করে তার লাশ লুকিয়ে রেখেছিলো। রোববার রাতে লাশ পুকুরে ফেলে রেখে গেছে খুনিরা। ফলে ফলে সোমবার বেলা ১১টার দিকে লাশটি ভেসে উঠেছে।
অন্যদিকে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে আটকে রেখে নির্যাতন করে শ^াস রোধ করে হত্যা করা হয়েছে। তিনি জানান আমরা প্রকৃত খুনিদের আটক করার চেষ্টা করছি। ঘটনার অনেক ক্লু পাওয়া গেছে আশা করা হচ্ছে দ্রæতই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। ওসি জানান এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
নিখোজ হবার ৩ দিন পর আজ সোমবার দুপুর ১২টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মনুরছড়া চালুনিয়া গ্রামে তাদের বাড়ির কাছে একটি পুকুর থেকে প্রথম শ্রেনীর শিক্ষার্থী উম্মে হাবিবার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার।
পুলিশ ও স্বজনরা জানায় মনুরছড়া চালুনিয়া গ্রামের আব্দুল হাকিমের একমাত্র কন্যা স্থানীয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী উম্মে হাবিবা শনিবার সকালে বাসা থেকে খেলতে বের হয়। এরপর থেকে তার কোন সন্ধান পায়নি স্বজনরা। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বাড়ির কাছে জনৈক আল আমিনের পুকুরে শিশু উম্মে হাবিবার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসি পুকুরে এসে উম্মে হাবিবার লাশ সনাক্ত করে। পুলিশ ঘটনা স্থলে এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে পুকুরে এক মাত্র সন্তানের লাশ ভাসতে দেখে বার বার জ্ঞান হারিয়ে ফেলে বাবা আব্দুল হাকিম। তিনি জানান শনিবার সকাল ১০/১১ টার দিকে তার এক মাত্র কন্যা উম্মে হাবিবা খেলতে বের হয় বাসা থেকে এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলোনা। এ ঘটনায় তিনি তার কন্যা সন্তান নিখোজ হয়েছে মর্মে পীরগাছা থানায় জিডি করে। এরপর থেকে শিশু উম্মে হাবিবার নিখোজের বিষয়ে তিন দিন ধরে পুরো পীরগাছা উপজেলা জুড়ে মাইক যোগে প্রচার চালানো হচ্ছিলো। তার পরেও তার কোন হদিস মেলেনি। তিনি জানান রোববার পীরগাছা থানা থেকে একদল পুলিশ মাছ ধরা জাল নিয়ে এসে বাড়ির কাছেই জনৈক আল আমিনের পুকুরে জাল ফেলে খোজা খুজি করে কোন লাশ পায়নি। কিন্তু একদিন পর ওই পুকুর থেকেই তার মেয়ের কিভাবে ভেসে উঠলো ?। তিনি বলেন তার প্রতিবেশী হাফিজার রহমান, বাদল , নাজমুলদের সাথে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। তার ধারনা তারাই তার মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করে এরপর শ^াস রোধ করে হত্যা করে। তিনি খুনিদের গ্রেফতার করে ফাঁসি দাবি করেন।
এদিকে পীরগাছা থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশে অনিশ্চুক জানান রোববার যে পুকুর থেকে লাশ উদ্ধার করা হলো সেখানে মাছ ধরা জাল দিয়ে পুকুরে তন্ন তন্ন করে সন্ধান করা হয়েছিলো কোন লাশের সন্ধান মেলেনি। তিনি বলেন ধারনা করা হচ্ছে খুনিরা শিশু উম্মে হাবিবাকে হত্যা করে তার লাশ লুকিয়ে রেখেছিলো। রোববার রাতে লাশ পুকুরে ফেলে রেখে গেছে খুনিরা। ফলে ফলে সোমবার বেলা ১১টার দিকে লাশটি ভেসে উঠেছে।
অন্যদিকে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে আটকে রেখে নির্যাতন করে শ^াস রোধ করে হত্যা করা হয়েছে। তিনি জানান আমরা প্রকৃত খুনিদের আটক করার চেষ্টা করছি। ঘটনার অনেক ক্লু পাওয়া গেছে আশা করা হচ্ছে দ্রæতই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। ওসি জানান এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।