মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আক্রমনে মো. জাফর উল্লাহ(৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি ৯ টি ছিনতাই মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ। এরপর সাঁড়াশি অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার হয়েছে।
বুধবার(৩০ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানায় মহানগর গোয়েন্দা বিভাগ।
নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার করোচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুরস্থ ফায়ার সাভিস এর সামনের রাস্তায় একদল ছিনতাইকারী জনৈক জাফর উল্লাহকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে গলায় ও থুতনির নিচে গুরুতর জখম করে। আহতের চিৎকারে আশে-পাশের লোকজন এসে ধরাধরি করে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর জনতা শাহীন ও রাকিব নামে দুই জনকে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশের হাতে থাকা এক ছিনতাইকারী গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
নিহতের ভাই আমান উল্লাহ জানান, নিহত জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। টঙ্গীতে এক আত্মীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পড়ে মারা যায়।
পুলিশ বলছে, ছিনতাইকারীদের মধ্যে শাহীন(২২) ও রাকিব(২৪) পুলিশ হেফাজতে আছে। তারা হত্যা মামলায় অভিযুক্ত।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, হত্যাকান্ডের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছিনতাইকারী ৮জন, হত্যা মামলায় ৪জন, প্রতারণা মামলায় ৩জন ও অন্যান্য মামলাসহ মোট ১৮জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন সংবাদকে জানান, নিহত জাফর উল্লাহ একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে ৯ টি ছিনতাই ও মাদক মামলা রয়েছে। গত রাতে নিজেদের দলের মধ্যে ছিনতাইয়ের টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ হলে পরে তার সহযোগীরা তাকে ছুড়িকাঘাত করে। পরে সে মারা যায়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরখানসহ, গাজীপুর জেলার সাবেক টঙ্গী থানা, পরবর্তীতে জিএমপির টঙ্গী পুর্ব ও পশ্চিম থানায় ৯টি মামলা রয়েছে।
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আক্রমনে মো. জাফর উল্লাহ(৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি ৯ টি ছিনতাই মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ। এরপর সাঁড়াশি অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার হয়েছে।
বুধবার(৩০ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানায় মহানগর গোয়েন্দা বিভাগ।
নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার করোচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুরস্থ ফায়ার সাভিস এর সামনের রাস্তায় একদল ছিনতাইকারী জনৈক জাফর উল্লাহকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে গলায় ও থুতনির নিচে গুরুতর জখম করে। আহতের চিৎকারে আশে-পাশের লোকজন এসে ধরাধরি করে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর জনতা শাহীন ও রাকিব নামে দুই জনকে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশের হাতে থাকা এক ছিনতাইকারী গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
নিহতের ভাই আমান উল্লাহ জানান, নিহত জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। টঙ্গীতে এক আত্মীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পড়ে মারা যায়।
পুলিশ বলছে, ছিনতাইকারীদের মধ্যে শাহীন(২২) ও রাকিব(২৪) পুলিশ হেফাজতে আছে। তারা হত্যা মামলায় অভিযুক্ত।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, হত্যাকান্ডের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছিনতাইকারী ৮জন, হত্যা মামলায় ৪জন, প্রতারণা মামলায় ৩জন ও অন্যান্য মামলাসহ মোট ১৮জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন সংবাদকে জানান, নিহত জাফর উল্লাহ একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে ৯ টি ছিনতাই ও মাদক মামলা রয়েছে। গত রাতে নিজেদের দলের মধ্যে ছিনতাইয়ের টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ হলে পরে তার সহযোগীরা তাকে ছুড়িকাঘাত করে। পরে সে মারা যায়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরখানসহ, গাজীপুর জেলার সাবেক টঙ্গী থানা, পরবর্তীতে জিএমপির টঙ্গী পুর্ব ও পশ্চিম থানায় ৯টি মামলা রয়েছে।