ভালুকা (ময়মনসিংহ) : মোহনা গ্রামে স্থানীয়দের উদ্যোগে সেতু নির্মাণ -সংবাদ
ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এলাকাবাসীর উদ্যোগে চুল্লার খালে কাঠের খটুটি দিয়ে তক্তার পাটাতন বিছিয়ে পারাপারের জন্য একটি সেতু নির্মাণ করেছেন।
বিভিন্ন সময়ে কয়েক গ্রামের মানুষ জনপ্রতিনিধিদের কাছে ওই খালে একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয় সূত্রে জানায় আশকা, মিরকা, কোল্লাব, বাহির পাথার ও মোহনা গ্রামের হাজার হাজার লোক বর্ষাকালে ছোট নৌকায় কিংবা বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই খালটি পারাপার হয়ে আসছেন বছরে পর বছর ধরে।
ওই গ্রামের মাওলানা জামাল উদ্দীন, ছাইদুল ইসলাম পাঠান ও আরও অনেকে জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে কয়েকজন যুবক স্থানীয়দের পরামর্শে আশকা-মোহনা সড়কে চুল্লারখালে হারেছ মাস্টারের ঘাটে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর কাছ থেকে কাঠ ও অর্থ সংগ্রহ করে ১৮৫ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও মাঝখানে ২৫ ফুট উচ্চতার একটি কাঠের সেতু নির্মাণকাজ শুরু করেন ২০২৪ সালের ডিসেম্বর মাস হতে। বর্তমানে কাংখিত স্বপ্নের কাঠের সেতুটি দৃশ্যমান। সেতুটি নির্মাণে এলাকার যুবকদের সঙ্গে ১০ জন নির্মাণ শ্রমিক কাজ করেছেন। শ্রমিক সর্দার মুরাদ মিয়া জানান, সেতুর খুটি ও পাটাতনের কাঠগুলি খুবই মজবুত দীর্ঘস্থায়ী হবে।
সেতু নির্মাণের উদ্যোক্তা ফেরদৌস ঢালী জানান, মিস্ত্রি ও অন্যান্য খরচ বাবদ তাদের প্রায় ১০ লাখ টাকার মত ব্যয় হবে। চলতি মাসে নির্মাণকাজ সম্পন্ন হলে জনগনের চলাচলের জন্য সেতুটি কুলে দেয়া হবে। ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, আশকা ও মোহনা গ্রামের সীমান্তবর্তী চুল্লার খালে একটি সেতু নির্মাণের প্রস্তাবনা এরই মধ্যে পাঠানো হয়েছে যা অতি দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) : মোহনা গ্রামে স্থানীয়দের উদ্যোগে সেতু নির্মাণ -সংবাদ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এলাকাবাসীর উদ্যোগে চুল্লার খালে কাঠের খটুটি দিয়ে তক্তার পাটাতন বিছিয়ে পারাপারের জন্য একটি সেতু নির্মাণ করেছেন।
বিভিন্ন সময়ে কয়েক গ্রামের মানুষ জনপ্রতিনিধিদের কাছে ওই খালে একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয় সূত্রে জানায় আশকা, মিরকা, কোল্লাব, বাহির পাথার ও মোহনা গ্রামের হাজার হাজার লোক বর্ষাকালে ছোট নৌকায় কিংবা বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই খালটি পারাপার হয়ে আসছেন বছরে পর বছর ধরে।
ওই গ্রামের মাওলানা জামাল উদ্দীন, ছাইদুল ইসলাম পাঠান ও আরও অনেকে জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে কয়েকজন যুবক স্থানীয়দের পরামর্শে আশকা-মোহনা সড়কে চুল্লারখালে হারেছ মাস্টারের ঘাটে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর কাছ থেকে কাঠ ও অর্থ সংগ্রহ করে ১৮৫ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও মাঝখানে ২৫ ফুট উচ্চতার একটি কাঠের সেতু নির্মাণকাজ শুরু করেন ২০২৪ সালের ডিসেম্বর মাস হতে। বর্তমানে কাংখিত স্বপ্নের কাঠের সেতুটি দৃশ্যমান। সেতুটি নির্মাণে এলাকার যুবকদের সঙ্গে ১০ জন নির্মাণ শ্রমিক কাজ করেছেন। শ্রমিক সর্দার মুরাদ মিয়া জানান, সেতুর খুটি ও পাটাতনের কাঠগুলি খুবই মজবুত দীর্ঘস্থায়ী হবে।
সেতু নির্মাণের উদ্যোক্তা ফেরদৌস ঢালী জানান, মিস্ত্রি ও অন্যান্য খরচ বাবদ তাদের প্রায় ১০ লাখ টাকার মত ব্যয় হবে। চলতি মাসে নির্মাণকাজ সম্পন্ন হলে জনগনের চলাচলের জন্য সেতুটি কুলে দেয়া হবে। ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, আশকা ও মোহনা গ্রামের সীমান্তবর্তী চুল্লার খালে একটি সেতু নির্মাণের প্রস্তাবনা এরই মধ্যে পাঠানো হয়েছে যা অতি দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।