দেশজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ, যা আজ রোববারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কিছু স্থানে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল সোমবার উত্তরের রংপুর ও ময়মনসিংহ এবং উত্তর–পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “আজ দিনজুড়ে তাপমাত্রা প্রায় গতকালের মতোই থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতেও পারে।” তবে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিধি বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দীর্ঘ সময় সূর্যের প্রখরতা, বাতাসের কম গতি ও বৃষ্টিহীনতার কারণেই তাপপ্রবাহ তীব্র হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
রোববার, ১১ মে ২০২৫
দেশজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ, যা আজ রোববারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কিছু স্থানে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল সোমবার উত্তরের রংপুর ও ময়মনসিংহ এবং উত্তর–পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “আজ দিনজুড়ে তাপমাত্রা প্রায় গতকালের মতোই থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতেও পারে।” তবে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিধি বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দীর্ঘ সময় সূর্যের প্রখরতা, বাতাসের কম গতি ও বৃষ্টিহীনতার কারণেই তাপপ্রবাহ তীব্র হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।