রামু রাজারকুল ধরপাড়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তিন কন্যা সন্তানের জনক পোপন ধর (৪২) গত ১৯ মে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত পোপন ধর রামু উপজেলার রাজারকুল ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত দয়াল হরি ধরের চতুর্থ ছেলে। গত ২০ মে পোপন ধরের মরদেহ চট্টগ্রাম থেকে রামু রাজারকুল ধর পাড়ায় নিজ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
নিহতের পরিবার জানান, শুক্রবার ২ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় অনিল ধর, কৃষ্ট বড় ধর, সুকুমার ধর, তাপস ধর, দীপক ধর, সন্তোষ ধর, লক্ষণ ধর ও টুক্কু ধর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় । এতে পোপন ধর গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে, পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার ১৯ মে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
রামু রাজারকুল ধরপাড়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তিন কন্যা সন্তানের জনক পোপন ধর (৪২) গত ১৯ মে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত পোপন ধর রামু উপজেলার রাজারকুল ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত দয়াল হরি ধরের চতুর্থ ছেলে। গত ২০ মে পোপন ধরের মরদেহ চট্টগ্রাম থেকে রামু রাজারকুল ধর পাড়ায় নিজ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
নিহতের পরিবার জানান, শুক্রবার ২ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় অনিল ধর, কৃষ্ট বড় ধর, সুকুমার ধর, তাপস ধর, দীপক ধর, সন্তোষ ধর, লক্ষণ ধর ও টুক্কু ধর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় । এতে পোপন ধর গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে, পরে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার ১৯ মে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।