নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারেই আরও এক জন। গতকাল বুধবার বিকেলে নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীড় ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইটাপীড় ফকিরপাড়া এলাকার বাউড়া ফকিরের ছেলে সোলায়মান বাবু এবং ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা বেগম। নিহতরা দুজন সম্পর্কে শ্বাশুড়ি-বউমা।
নীলফামারী সদর থানার ওসি এমআর সাঈদ জানান, ঝড়-বৃষ্টিতে ভাঙা ঘর মেরামত করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন শাবানা বেগম এবং তার শ্বশুর সোলায়মান ও শ্বাশুড়ি ওয়াতন বেগম। এ সময় ঘটনাস্থলেই শ্বশুর ও বউমা মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় শ্বাশুড়ি ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারেই আরও এক জন। গতকাল বুধবার বিকেলে নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীড় ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইটাপীড় ফকিরপাড়া এলাকার বাউড়া ফকিরের ছেলে সোলায়মান বাবু এবং ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা বেগম। নিহতরা দুজন সম্পর্কে শ্বাশুড়ি-বউমা।
নীলফামারী সদর থানার ওসি এমআর সাঈদ জানান, ঝড়-বৃষ্টিতে ভাঙা ঘর মেরামত করার সময় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন শাবানা বেগম এবং তার শ্বশুর সোলায়মান ও শ্বাশুড়ি ওয়াতন বেগম। এ সময় ঘটনাস্থলেই শ্বশুর ও বউমা মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় শ্বাশুড়ি ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।