চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলি নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদুরে আখ সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গাফফার আলি জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলির ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু বলেন, মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকলে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলি নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদুরে আখ সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গাফফার আলি জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলির ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু বলেন, মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকলে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।