চাঁপাইনবাবগঞ্জ : কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ -সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. একরামুল হক। বিতরণকালে তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি হবে আরও গতিশীল ও উন্নত। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম প্রমুখ। সদর উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান জানান, এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৯০ জন কৃষককে ৭ ধরনের ৯ প্যাকেটে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬০০ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৪০ জন কৃষককে লাউ, ১৫০ জনকে মিষ্টিকুমড়া, ১৭০ জনকে বেগুন এবং ১৪০ জনকে শসার বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ।
চাঁপাইনবাবগঞ্জ : কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ -সংবাদ
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. একরামুল হক। বিতরণকালে তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি হবে আরও গতিশীল ও উন্নত। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম প্রমুখ। সদর উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান জানান, এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৯০ জন কৃষককে ৭ ধরনের ৯ প্যাকেটে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬০০ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৪০ জন কৃষককে লাউ, ১৫০ জনকে মিষ্টিকুমড়া, ১৭০ জনকে বেগুন এবং ১৪০ জনকে শসার বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ।