ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার সিংহের মাঝিপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়েছে। গত বুধবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গ্রামের স্থানীয় বাসিন্দা হারুনের কন্যা ও মো. মাসুদের স্ত্রী টুম্পা, যিনি ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক, জানান আগুনে কাঠ ও টিনের তৈরি একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র, পোশাক এবং ব্যবহৃত অন্যান্য সামগ্রীসহ সব মূল্যবান জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে ধারণা তার। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা পানি ঢেলে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার সিংহের মাঝিপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়েছে। গত বুধবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গ্রামের স্থানীয় বাসিন্দা হারুনের কন্যা ও মো. মাসুদের স্ত্রী টুম্পা, যিনি ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক, জানান আগুনে কাঠ ও টিনের তৈরি একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র, পোশাক এবং ব্যবহৃত অন্যান্য সামগ্রীসহ সব মূল্যবান জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে ধারণা তার। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা পানি ঢেলে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।