মহেশপুর (ঝিনাইদহ) : জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি ও আলোচনা সভা -সংবাদ
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যযালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোরঞ্জন মজুমদার, সিএস মহিলা বিষয়ক অধিদপ্তর। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ তাদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে যেন কন্যাশিশুরা আত্মবিশ্বাস ও সাহস নিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কন্যাশিশুদের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা একটি সমতাভিত্তিক ও ন্যায্য সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কন্যাশিশুদের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা ও সমান সুযোগ প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
মহেশপুর (ঝিনাইদহ) : জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি ও আলোচনা সভা -সংবাদ
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যযালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোরঞ্জন মজুমদার, সিএস মহিলা বিষয়ক অধিদপ্তর। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ তাদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে যেন কন্যাশিশুরা আত্মবিশ্বাস ও সাহস নিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে।বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কন্যাশিশুদের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা একটি সমতাভিত্তিক ও ন্যায্য সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কন্যাশিশুদের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা ও সমান সুযোগ প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।