ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজির পাগলা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার,(১১ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে কাজিরপাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, মাওয়া টোলপ্লাজা, দোগাছি ও গোয়ালীমান্দ্রার তিনটি কালভার্টের মুখ বন্ধ থাকায় এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে, বিশেষ করে কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি এখন সম্পূর্ণ বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাপানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের প্রতিদিনই হাঁটুপানি ভেঙে স্কুলে যেতে হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও দুঃসহ দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ রাস্তা সংস্কার না করায় জলাবদ্ধতা আরও বেড়ে গেছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মনিরুজ্জামান দুদু, শেখ রাকিব হোসেন, আওলাদ হোসেন রিঙ্কু, মো. রাজন হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কাজির পাগলা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার,(১১ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে কাজিরপাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, মাওয়া টোলপ্লাজা, দোগাছি ও গোয়ালীমান্দ্রার তিনটি কালভার্টের মুখ বন্ধ থাকায় এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে, বিশেষ করে কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি এখন সম্পূর্ণ বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাপানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের প্রতিদিনই হাঁটুপানি ভেঙে স্কুলে যেতে হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও দুঃসহ দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ রাস্তা সংস্কার না করায় জলাবদ্ধতা আরও বেড়ে গেছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মনিরুজ্জামান দুদু, শেখ রাকিব হোসেন, আওলাদ হোসেন রিঙ্কু, মো. রাজন হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।