নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে ৩ বছরের শিশু ছেলেকে সামনে রেখে একই ওড়নায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী স্ত্রী। শিশু ছেলের চিৎকারে এলাকাবাসী দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আজ শনিবার সকালে মোগরাপাড়া এলাকার দারোগোল্লা গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নূর মোহাম্মদের ছেলে গার্মেন্টস কর্মী সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (২০) প্রায় সময়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহে জড়াতো। সাফরান হাসান নূর নামের তাদের ৩ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আজ শনিবার সকালে সাব্বিরের শিশু ছেলে সাফরান একনাগাড়ে কান্নাকাটি করছিল। তার বাবা মা ছেলের কান্না কেন থামাচ্ছেনা সেজন্য প্রতিবেশীরা ডাকাডাকি করে ঘরের দরজায় কড়া নাড়লেও তারা দরজা খুলছিলনা। দীর্ঘ সময়ও দরজা না খোলায় প্রতিবেশীরা সন্দেহ করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় স্বামী-স্ত্রী একই ওড়নায় ফাঁসি দিয়ে ঝুলছে, আর পাশেই মেঝেতে কান্না করছিল তাদের ছোট ছেলে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাদান খাঁন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ছোট শিশু সন্তান রেখে স্বামী স্ত্রীর এমন কান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে ৩ বছরের শিশু ছেলেকে সামনে রেখে একই ওড়নায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী স্ত্রী। শিশু ছেলের চিৎকারে এলাকাবাসী দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আজ শনিবার সকালে মোগরাপাড়া এলাকার দারোগোল্লা গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নূর মোহাম্মদের ছেলে গার্মেন্টস কর্মী সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (২০) প্রায় সময়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহে জড়াতো। সাফরান হাসান নূর নামের তাদের ৩ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আজ শনিবার সকালে সাব্বিরের শিশু ছেলে সাফরান একনাগাড়ে কান্নাকাটি করছিল। তার বাবা মা ছেলের কান্না কেন থামাচ্ছেনা সেজন্য প্রতিবেশীরা ডাকাডাকি করে ঘরের দরজায় কড়া নাড়লেও তারা দরজা খুলছিলনা। দীর্ঘ সময়ও দরজা না খোলায় প্রতিবেশীরা সন্দেহ করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় স্বামী-স্ত্রী একই ওড়নায় ফাঁসি দিয়ে ঝুলছে, আর পাশেই মেঝেতে কান্না করছিল তাদের ছোট ছেলে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল হাদান খাঁন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ছোট শিশু সন্তান রেখে স্বামী স্ত্রীর এমন কান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।