সীতাকুণ্ড (চট্টগ্রাম) : বকেয়া বেতনের দাবিতে শনিবার মার্স টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন -সংবাদ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি টেক্সটাইল মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। গত শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ খবর পেয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ী ইউনিয়নে বারআউলিয়া মার্স টেক্সটাইল মিলের শ্রমিকরা শনিবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টা বকেয়া বেতন/শ্রমিক ছাঁটাই/দুপুরের খাবার সরবরাহ না করা ও অধিকাংশ মেশিন চালু না করে মিল বন্ধ করে দেয়ার পাঁয়তারার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয়মুখী লেনে ১০ কিলোমিটার এলাকায় শতশত যানবাহন আটকা পড়ে।
মারস টেক্সটাইল মিলের সুতা তৈরির কারখানার শ্রমিক সাইফুল জানান, তাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও মার্স টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। অনেক বছর ধরে এ টেক্সটাইল মিলে কাজ করি। তিন চার মাস ধরে মিলে কাজ কমতে শুরু করে, বেতন ও দুই বেলা খাবার বন্ধে করে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আমরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা শুনছি এ মিলটি বন্ধ করে দিবে। তবে আমাদের বকেয়া বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এজন্য আমরা আন্দোলন করছি। বেতন না পেলে আরও বড় আন্দোলন করব।
উক্ত বিষয়ে মার্স টেক্সটাইল মিলের এজিএম হুমায়ুন কবির এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : বকেয়া বেতনের দাবিতে শনিবার মার্স টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন -সংবাদ
রোববার, ১২ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি টেক্সটাইল মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। গত শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ খবর পেয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ী ইউনিয়নে বারআউলিয়া মার্স টেক্সটাইল মিলের শ্রমিকরা শনিবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় ঘণ্টা বকেয়া বেতন/শ্রমিক ছাঁটাই/দুপুরের খাবার সরবরাহ না করা ও অধিকাংশ মেশিন চালু না করে মিল বন্ধ করে দেয়ার পাঁয়তারার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয়মুখী লেনে ১০ কিলোমিটার এলাকায় শতশত যানবাহন আটকা পড়ে।
মারস টেক্সটাইল মিলের সুতা তৈরির কারখানার শ্রমিক সাইফুল জানান, তাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও মার্স টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। অনেক বছর ধরে এ টেক্সটাইল মিলে কাজ করি। তিন চার মাস ধরে মিলে কাজ কমতে শুরু করে, বেতন ও দুই বেলা খাবার বন্ধে করে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আমরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা শুনছি এ মিলটি বন্ধ করে দিবে। তবে আমাদের বকেয়া বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এজন্য আমরা আন্দোলন করছি। বেতন না পেলে আরও বড় আন্দোলন করব।
উক্ত বিষয়ে মার্স টেক্সটাইল মিলের এজিএম হুমায়ুন কবির এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।