ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে বাস সুপারভাইজার শরীফ মোহাম্মদ বাকী বিল্লাহকে (৩০) চাপা দিয়ে হত্যা করার অভিযোগে আরমান (২৪) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার সন্ধায় চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১, এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গত শুক্রবার সন্ধায় বেগমগঞ্জের চৌমুহনী আধুনিক পৌর টার্মিনালের সামনে থামানো (ঢাকা মেট্রো-খ-১৫-৯৫০৫) নং ইকোনো বাস সার্ভিসের কাউন্টারের সামনে যাত্রী ও মালামাল উঠা নামার সময় বিপরীত দিক থেকে আসা চিনি বাহী (ঢাকা মেট্রো-ট-১৬-০৩২৭) নং একটি ট্রাক রাস্তায় দাঁড়ানো ওই বাস সুপার ভাইজার শরীফ মোহাম্মদ বাকী বিল্লাহ ও কাউন্টার ম্যানেজার বাদশাকে চাপা দেয়। এলাকাবাসী মারাত্বক আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এতে বাসের সুপারভাইজার শরীফ মোহাম্মদ বাকী বিল্লাহকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ সময় ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে র্যাব-১১, তাকে গ্রেপ্তার করে। এরপর ট্রাকসহ ঘাতক ড্রাইভার আরমানকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১২ অক্টোবর ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জে বাস সুপারভাইজার শরীফ মোহাম্মদ বাকী বিল্লাহকে (৩০) চাপা দিয়ে হত্যা করার অভিযোগে আরমান (২৪) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার সন্ধায় চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১, এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গত শুক্রবার সন্ধায় বেগমগঞ্জের চৌমুহনী আধুনিক পৌর টার্মিনালের সামনে থামানো (ঢাকা মেট্রো-খ-১৫-৯৫০৫) নং ইকোনো বাস সার্ভিসের কাউন্টারের সামনে যাত্রী ও মালামাল উঠা নামার সময় বিপরীত দিক থেকে আসা চিনি বাহী (ঢাকা মেট্রো-ট-১৬-০৩২৭) নং একটি ট্রাক রাস্তায় দাঁড়ানো ওই বাস সুপার ভাইজার শরীফ মোহাম্মদ বাকী বিল্লাহ ও কাউন্টার ম্যানেজার বাদশাকে চাপা দেয়। এলাকাবাসী মারাত্বক আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এতে বাসের সুপারভাইজার শরীফ মোহাম্মদ বাকী বিল্লাহকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ সময় ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে র্যাব-১১, তাকে গ্রেপ্তার করে। এরপর ট্রাকসহ ঘাতক ড্রাইভার আরমানকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।