গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : ড্রাম ট্রাকের অবাধ চলাচলে ধ্বংস হচ্ছে পাকা রাস্তা -সংবাদ
মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা গ্রামে অবস্থি জন চলাচলের একমাত্র পাকা রাস্তা আজ চরম দুর্দশার সম্মুখীন। সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে অতিরিক্ত ওজনের ১০ ও ০৬ চাকার ড্রাম ট্রাকে বালি পরিবহণের কারণে এই গুরুত্বপূর্ন রাস্তা টি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে আবেদন করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বামনহাজরা বালুর পয়েন্ট থেকে দীর্ঘদিন যাবত ছোট ও মাঝারি আকারের যানবাহনে বালু পরিবহণ হয়ে আসছিল। তবে কয়েকজন বালি ব্যবসায়ী
তাদের লোকজনসহ আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে ভারী ড্রাম ট্রাক ব্যবহার করে প্রকাশ্যে ও গোপনে দিন-রাত অবাধে বালি পরিবহণ শুরু করেছে।এই অতি ভারী যানবাহনের ওজন বহন করার ক্ষমতা না থাকায় রাস্তাটি ফাটল ধরে, ডেবে গিয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা দিয়ে এখন সাধারণ মানুষ, স্কুলগামী শিশু এবং বয়স্ক বৃদ্ধা, রোগীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও, বালু ব্যবসায়ীদের অধীনস্থ পরিবহন গুলি কোনো তোয়াক্কা না করে বালি পরিবহণ অব্যাহত রেখেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, যদি এভাবে অব্যাহতভাবে ড্রাম ট্রাকে বালি পরিবহণ চলতে থাকে, তাহলে অচিরেই রাস্তাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তেক্ষেপ না হলে এই জনবিরোধী কর্মকান্ডের কারণে পুরো গ্রামকেই চরম দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : ড্রাম ট্রাকের অবাধ চলাচলে ধ্বংস হচ্ছে পাকা রাস্তা -সংবাদ
রোববার, ১২ অক্টোবর ২০২৫
মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা গ্রামে অবস্থি জন চলাচলের একমাত্র পাকা রাস্তা আজ চরম দুর্দশার সম্মুখীন। সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে অতিরিক্ত ওজনের ১০ ও ০৬ চাকার ড্রাম ট্রাকে বালি পরিবহণের কারণে এই গুরুত্বপূর্ন রাস্তা টি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে আবেদন করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বামনহাজরা বালুর পয়েন্ট থেকে দীর্ঘদিন যাবত ছোট ও মাঝারি আকারের যানবাহনে বালু পরিবহণ হয়ে আসছিল। তবে কয়েকজন বালি ব্যবসায়ী
তাদের লোকজনসহ আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে ভারী ড্রাম ট্রাক ব্যবহার করে প্রকাশ্যে ও গোপনে দিন-রাত অবাধে বালি পরিবহণ শুরু করেছে।এই অতি ভারী যানবাহনের ওজন বহন করার ক্ষমতা না থাকায় রাস্তাটি ফাটল ধরে, ডেবে গিয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা দিয়ে এখন সাধারণ মানুষ, স্কুলগামী শিশু এবং বয়স্ক বৃদ্ধা, রোগীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও, বালু ব্যবসায়ীদের অধীনস্থ পরিবহন গুলি কোনো তোয়াক্কা না করে বালি পরিবহণ অব্যাহত রেখেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, যদি এভাবে অব্যাহতভাবে ড্রাম ট্রাকে বালি পরিবহণ চলতে থাকে, তাহলে অচিরেই রাস্তাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তেক্ষেপ না হলে এই জনবিরোধী কর্মকান্ডের কারণে পুরো গ্রামকেই চরম দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।