৪০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প
চান্দিনা (কুমিল্লা) : চান্দিনা পৌরসভা ভবনের সমানের ফটক ও সীমানা প্রাচীর -সংবাদ
কুমিল্লার চান্দিনা পৌরসভার প্রধান ফটক ও সীমানা প্রাচীর এর কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কুমিল্লা জেলার ৭টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইডিএফপিসি) এর আওতায় ৪০ লাখ টাকা ব্যয়ে ওই উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই কাজটির অনিয়ম সাধারণ মানুষের চোখে পড়লেও- সব কাজ দেখার সুযোগ নেই বলে দায়সারা বক্তব্য দিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী।
এদিকে ওই প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন মো. আসাদুজ্জামান দুলাল নামের একজন সচেতন নাগরিক। লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন- পৌর ভবনের ৪০ লক্ষ টাকার সংস্কার কাজের মধ্যে ১৬ লাখ টাকার এসএস (স্টেইলনেস স্টীল) গেইট ও গ্রীলে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয় এবং সিডিউল মোতাবেক কাজ হচ্ছে না। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষতির মুখে পড়বে পৌরসভা।
খোঁজ নিয়ে জানা যায়- কুমিল্লা জেলার ৭টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইডিএফপিসি) এর আওতায় চান্দিনা পৌরসভার দুই পাশের সীমানা প্রাচীর, তার উপরে এসএস গ্রীল এবং ছোট-বড় মোট ৪টি ফটকে এসএস গেইট নির্মাণ কাজে ২০২৪ সালের ২০ নভেম্বর দরপত্র আহবান করা হয়। ৪০ লাখ টাকা ব্যয়ের ওই কাজটি পায় মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১.১ মিটার উচ্চতা ও ৭৪ মিটার দৈর্ঘ্যরে সীমানা প্রাচীরের গ্রীল এবং ছোট-বড় চারটি গেইটে ১.৫ এমএম পুরুত্বে এসএস পাইপে গ্রীল ও গেইটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ টাকা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান গেইটের ফ্রেমে ১.৫ এমএম পাইপ দিলেও বাকি সবগুলোতে ব্যবহার করেছে ১ এমএম পুরুত্বের এসএস পাইপ। এছাড়া সীমানা প্রাচীরে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট ও কংক্রিট। এ কাজের মধ্য দিয়ে ঠিকাদার উত্তোলন করেছে তার প্রথম বিল।
অভিযোগকারী মো. আসাদুজ্জামান জানান, পৌরসভা ভবনের উন্নয়ন কাজে যদি এমন অনিয়ম ও দুর্নীতি হয় তাহলে বাকি কাজ চলবে কিভাবে? এখানে পৌরসভার একাধিক প্রকৌশলী আছেন, প্রতিদিন তাদের চোখের সামনেই এমন অনিয়মের কাজ হচ্ছে কিভাবে? আমি চ্যালেঞ্জ করে বলবো এখানে ১.৫ এমএম এসএস পাইপ দেয়া হয়নি, এখানে সর্বোচ্চ ১ এমএম এসএস পাইপ ব্যবহার করা হয়েছে। এতে খরচ কমবে ৪০ শতাংশ।
মেসার্স নজরুল এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মো. নজরুল ইসলাম জানান, আমি ওয়ার্কসপে ১.৫ এমএম স্টেইলনেস স্টীলের পাইপ দিয়েই অর্ডার দিয়েছি। কিন্তু ওই ওয়ার্কসপ মালিক যদি কোন মালে অনিয়ম করে থাকে তাহলে সেগুলো আমি সিডিউল মোতাবেকই করে দিবো।
চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হাসান জানান, সবগুলো কাজ দেখার তো সুযোগ নেই। কাজ শেষ হলে সিডিউল মোতাবেক আমরা সব কাজ দেখে বুঝে নিব। কাজের মান খারাপ হলে ঠিকাদার পরিবর্তন করে লাগাতে হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, আমরা ঠিকাদারকে এ পর্যন্ত কাজের মোট বিলের ১৫ শতাংশ বিল প্রদান করেছি। কাজ সম্পূর্ণ এখনো অনেক বাকি। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারকে আমরা সিডিল মোতাবেক কাজ করতে চিঠি দিয়েছে। এখানে কাজের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।
৪০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প
চান্দিনা (কুমিল্লা) : চান্দিনা পৌরসভা ভবনের সমানের ফটক ও সীমানা প্রাচীর -সংবাদ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
কুমিল্লার চান্দিনা পৌরসভার প্রধান ফটক ও সীমানা প্রাচীর এর কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কুমিল্লা জেলার ৭টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইডিএফপিসি) এর আওতায় ৪০ লাখ টাকা ব্যয়ে ওই উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই কাজটির অনিয়ম সাধারণ মানুষের চোখে পড়লেও- সব কাজ দেখার সুযোগ নেই বলে দায়সারা বক্তব্য দিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী।
এদিকে ওই প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন মো. আসাদুজ্জামান দুলাল নামের একজন সচেতন নাগরিক। লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন- পৌর ভবনের ৪০ লক্ষ টাকার সংস্কার কাজের মধ্যে ১৬ লাখ টাকার এসএস (স্টেইলনেস স্টীল) গেইট ও গ্রীলে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয় এবং সিডিউল মোতাবেক কাজ হচ্ছে না। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষতির মুখে পড়বে পৌরসভা।
খোঁজ নিয়ে জানা যায়- কুমিল্লা জেলার ৭টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইডিএফপিসি) এর আওতায় চান্দিনা পৌরসভার দুই পাশের সীমানা প্রাচীর, তার উপরে এসএস গ্রীল এবং ছোট-বড় মোট ৪টি ফটকে এসএস গেইট নির্মাণ কাজে ২০২৪ সালের ২০ নভেম্বর দরপত্র আহবান করা হয়। ৪০ লাখ টাকা ব্যয়ের ওই কাজটি পায় মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১.১ মিটার উচ্চতা ও ৭৪ মিটার দৈর্ঘ্যরে সীমানা প্রাচীরের গ্রীল এবং ছোট-বড় চারটি গেইটে ১.৫ এমএম পুরুত্বে এসএস পাইপে গ্রীল ও গেইটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ টাকা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান গেইটের ফ্রেমে ১.৫ এমএম পাইপ দিলেও বাকি সবগুলোতে ব্যবহার করেছে ১ এমএম পুরুত্বের এসএস পাইপ। এছাড়া সীমানা প্রাচীরে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট ও কংক্রিট। এ কাজের মধ্য দিয়ে ঠিকাদার উত্তোলন করেছে তার প্রথম বিল।
অভিযোগকারী মো. আসাদুজ্জামান জানান, পৌরসভা ভবনের উন্নয়ন কাজে যদি এমন অনিয়ম ও দুর্নীতি হয় তাহলে বাকি কাজ চলবে কিভাবে? এখানে পৌরসভার একাধিক প্রকৌশলী আছেন, প্রতিদিন তাদের চোখের সামনেই এমন অনিয়মের কাজ হচ্ছে কিভাবে? আমি চ্যালেঞ্জ করে বলবো এখানে ১.৫ এমএম এসএস পাইপ দেয়া হয়নি, এখানে সর্বোচ্চ ১ এমএম এসএস পাইপ ব্যবহার করা হয়েছে। এতে খরচ কমবে ৪০ শতাংশ।
মেসার্স নজরুল এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মো. নজরুল ইসলাম জানান, আমি ওয়ার্কসপে ১.৫ এমএম স্টেইলনেস স্টীলের পাইপ দিয়েই অর্ডার দিয়েছি। কিন্তু ওই ওয়ার্কসপ মালিক যদি কোন মালে অনিয়ম করে থাকে তাহলে সেগুলো আমি সিডিউল মোতাবেকই করে দিবো।
চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হাসান জানান, সবগুলো কাজ দেখার তো সুযোগ নেই। কাজ শেষ হলে সিডিউল মোতাবেক আমরা সব কাজ দেখে বুঝে নিব। কাজের মান খারাপ হলে ঠিকাদার পরিবর্তন করে লাগাতে হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, আমরা ঠিকাদারকে এ পর্যন্ত কাজের মোট বিলের ১৫ শতাংশ বিল প্রদান করেছি। কাজ সম্পূর্ণ এখনো অনেক বাকি। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারকে আমরা সিডিল মোতাবেক কাজ করতে চিঠি দিয়েছে। এখানে কাজের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।