ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাইবান্ধা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসের আয়োজনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের পদক্ষিণ শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে জমায়েত হয়। এসময় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ঢিফেন্স এর উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান, গণ উন্নয়ন কেন্দ্র প্রতিনিধি আফতাব হোসেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
গাইবান্ধা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসের আয়োজনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের পদক্ষিণ শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে জমায়েত হয়। এসময় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ঢিফেন্স এর উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান, গণ উন্নয়ন কেন্দ্র প্রতিনিধি আফতাব হোসেন।