ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর ভবনের সামনে সড়কের মাঝখানে বেরসিক বিদ্যুতের একটি খুঁটি যানবাহন চলাচলে মারাত্বকভাবে বাধার সৃষ্টি করে আসছে। দীর্ঘদিন থেকে পৌর প্রশাসকের গাড়িসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অথচ প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। সে কারণে স্থানীয়রা খুটিকে বেরসিক বিদ্যুতের খুঁটি দাবি করেছেন!
স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস ফকির বলেন, আজ থেকে ৫ বছর আগে পৌর ভবনের সামনের এই সড়কের পাশে পানির ড্রেন বা নালা ছিল না। গত দুই বছর আগে সড়কের পূর্ব পাশে ড্রেন নির্মাণ হয়েছে। সে কারণে প্রায় সাড়ে ৩ ফুট সড়কটি কমে গেছে। যার কারণে সড়কের পশ্চিম পাশে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন সড়কের মাঝখানে চলে এসেছে। এ কারণে রিকসা, ভ্যান, ব্যাটারি চালিত অটোবাইক, মাইক্রোবাস, পিক-আপ, ট্র্যাক চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খুঁটিটি সরানো জরুরি হয়ে পরেছে।
সুন্দরগঞ্জ ডি রাইটার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মশিউর রহমান বলেন, সড়কের মাঝখানে খুঁটিটি থাকার কারণে যে কোনো ধরনের যানবাহন সাধারণভাবে চলতে পারছে না। একসঙ্গে মুখোমুখি অবস্থায় গাড়ি চলাচল মারাত্বকভাবে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বিষয়টি প্রশাসনের নজরে আসলেও আজ কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ব্যাটারি চালিত আটোবাইক চালক শামীম মিয়া বলেন, ওই স্থানে একটি ট্রাক ঢুকলে, সেটি পার না হওয়া পর্যন্ত, অন্য গাড়ি পার হতে পারছে না। বেশি জ্যাম হলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। খুঁটিটি সরানো সবার সময়ের দাবি।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, সড়ক হতে বিদ্যুতের খুঁটি সরানো জন্য পৌর প্রশাসক পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে বলেছেন। আজ-কালের মধ্যে আবেদন করা হবে। তারপর বিদ্যুৎ অফিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক রাজ কুমার বিশ্বাস বলেন, খুঁটি সরানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর ভবনের সামনে সড়কের মাঝখানে বেরসিক বিদ্যুতের একটি খুঁটি যানবাহন চলাচলে মারাত্বকভাবে বাধার সৃষ্টি করে আসছে। দীর্ঘদিন থেকে পৌর প্রশাসকের গাড়িসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অথচ প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। সে কারণে স্থানীয়রা খুটিকে বেরসিক বিদ্যুতের খুঁটি দাবি করেছেন!
স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস ফকির বলেন, আজ থেকে ৫ বছর আগে পৌর ভবনের সামনের এই সড়কের পাশে পানির ড্রেন বা নালা ছিল না। গত দুই বছর আগে সড়কের পূর্ব পাশে ড্রেন নির্মাণ হয়েছে। সে কারণে প্রায় সাড়ে ৩ ফুট সড়কটি কমে গেছে। যার কারণে সড়কের পশ্চিম পাশে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন সড়কের মাঝখানে চলে এসেছে। এ কারণে রিকসা, ভ্যান, ব্যাটারি চালিত অটোবাইক, মাইক্রোবাস, পিক-আপ, ট্র্যাক চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খুঁটিটি সরানো জরুরি হয়ে পরেছে।
সুন্দরগঞ্জ ডি রাইটার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মশিউর রহমান বলেন, সড়কের মাঝখানে খুঁটিটি থাকার কারণে যে কোনো ধরনের যানবাহন সাধারণভাবে চলতে পারছে না। একসঙ্গে মুখোমুখি অবস্থায় গাড়ি চলাচল মারাত্বকভাবে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বিষয়টি প্রশাসনের নজরে আসলেও আজ কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ব্যাটারি চালিত আটোবাইক চালক শামীম মিয়া বলেন, ওই স্থানে একটি ট্রাক ঢুকলে, সেটি পার না হওয়া পর্যন্ত, অন্য গাড়ি পার হতে পারছে না। বেশি জ্যাম হলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। খুঁটিটি সরানো সবার সময়ের দাবি।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, সড়ক হতে বিদ্যুতের খুঁটি সরানো জন্য পৌর প্রশাসক পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে বলেছেন। আজ-কালের মধ্যে আবেদন করা হবে। তারপর বিদ্যুৎ অফিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক রাজ কুমার বিশ্বাস বলেন, খুঁটি সরানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।