ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন এর চাঁপাতলা গ্রামে গত শনিবার দুপুর ২টার দিকে খালের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন ওই গ্রামের আনারুল ইসলামের কন্যা তারিন (৮), তরিকুল ইসলামের কন্যা তানহা (৯) ও সাজ্জাদ মিয়ার কন্যা সিনথিয়া ( ৮)।
নিহতেদের দাদা আবু তালেব জানান, তানহা ও সিনথিয়া আপন মামাতো ফুপাতো বোন। তারিন পাশের বাড়ির মেয়ে। আজ দুপুরে বাড়ির পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়ে একইসঙ্গে পানিতে ডুবে যায় তিনটি কন্যা। দীর্ঘক্ষণ তাদের কোন খোঁজ খবর না পেয়ে এলাকাবাসী পানিতে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত ওই শিশুদের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আসাদুর রহমান জানান, ইসিজি (ঊঈএ) পরীক্ষার মাধ্যমে শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, পানিতে ডুবা শিশুদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মানবেত এ মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন এর চাঁপাতলা গ্রামে গত শনিবার দুপুর ২টার দিকে খালের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন ওই গ্রামের আনারুল ইসলামের কন্যা তারিন (৮), তরিকুল ইসলামের কন্যা তানহা (৯) ও সাজ্জাদ মিয়ার কন্যা সিনথিয়া ( ৮)।
নিহতেদের দাদা আবু তালেব জানান, তানহা ও সিনথিয়া আপন মামাতো ফুপাতো বোন। তারিন পাশের বাড়ির মেয়ে। আজ দুপুরে বাড়ির পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়ে একইসঙ্গে পানিতে ডুবে যায় তিনটি কন্যা। দীর্ঘক্ষণ তাদের কোন খোঁজ খবর না পেয়ে এলাকাবাসী পানিতে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত ওই শিশুদের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আসাদুর রহমান জানান, ইসিজি (ঊঈএ) পরীক্ষার মাধ্যমে শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, পানিতে ডুবা শিশুদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মানবেত এ মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।