মানিকগঞ্জ: পোড়রা- নওখন্ডা খানাখন্দ সড়ক -সংবাদ
মানিকগঞ্জের পোড়রা- নওখন্ডা সড়টি বর্তমানে বেহাল অবস্থা হয়ে পরেছে। ব্যস্ততম এই সড়কের পাশে রয়েছে স্কুল, কলেজ সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকা। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কটিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারন করে। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার লোকজনের চলাচল ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি নির্মানের জন্য এলাকার ভ’ক্তভোগী লোকজন মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সংস্কার না করা এবং নালা নির্মান না করায় বৃষ্টিতে জলাবদ্ধতায় এবং পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে খানাখন্দের ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পোড়রা-নওখন্ডা সড়ক ও বোয়ালিয়া মোড় থেকে বেউথা পর্যন্ত সড়ক, উত্তর সেওতা সড়ক, পশ্চিম সেওতা সড়ক, বান্দুটিয়া সড়ক, জয়রা সড়ক, হিজুলি সড়ক, চর বেউথা সড়ক সব চেয়ে বেহাল অবস্থা। ব্যস্ততম এই সড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করতে হয় ধীর গতিতে।
মানিকগঞ্জ পোড়রা এলাকা বাসিন্দা ক্রীড়া সংগঠক তোবারক হোসেন খান বলেন, পোড়রা-নওখন্ডা সড়কটিতে কোনো নালা নির্মান করা হয়নি। বৃষ্টির সময়ে বড় বড় গর্তে পানি জমে সড়কটিতে চলাচলে এলাকার লোকজনের মারাত্মক ভোগান্তিতে পরতে হয়।
অবসরপাপ্ত কলেজ শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, আমরা নিয়মিত পৌরসভার ভ্যাট, ট্যাক্স দিই। অথচ দীর্ঘদিন ধরে এই বেহাল সড়কের সংস্কার ও নালা নির্মানে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন বলেন, সড়ক সংস্কারের জন্য এরই মধ্যে ৬০টি কাজের কর্যাদেশ দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারনে কাজ শুরু করা যাচ্ছে না। আবহাওয়া অনুকুলে এলে কাজ শুরু হবে। এ সব কাজ সম্পূর্ন হলে এলাকার লোকজনের চলাচলে আর ভোগান্তি হবে না।
মানিকগঞ্জ: পোড়রা- নওখন্ডা খানাখন্দ সড়ক -সংবাদ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
মানিকগঞ্জের পোড়রা- নওখন্ডা সড়টি বর্তমানে বেহাল অবস্থা হয়ে পরেছে। ব্যস্ততম এই সড়কের পাশে রয়েছে স্কুল, কলেজ সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকা। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কটিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারন করে। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার লোকজনের চলাচল ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি নির্মানের জন্য এলাকার ভ’ক্তভোগী লোকজন মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সংস্কার না করা এবং নালা নির্মান না করায় বৃষ্টিতে জলাবদ্ধতায় এবং পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে খানাখন্দের ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পোড়রা-নওখন্ডা সড়ক ও বোয়ালিয়া মোড় থেকে বেউথা পর্যন্ত সড়ক, উত্তর সেওতা সড়ক, পশ্চিম সেওতা সড়ক, বান্দুটিয়া সড়ক, জয়রা সড়ক, হিজুলি সড়ক, চর বেউথা সড়ক সব চেয়ে বেহাল অবস্থা। ব্যস্ততম এই সড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করতে হয় ধীর গতিতে।
মানিকগঞ্জ পোড়রা এলাকা বাসিন্দা ক্রীড়া সংগঠক তোবারক হোসেন খান বলেন, পোড়রা-নওখন্ডা সড়কটিতে কোনো নালা নির্মান করা হয়নি। বৃষ্টির সময়ে বড় বড় গর্তে পানি জমে সড়কটিতে চলাচলে এলাকার লোকজনের মারাত্মক ভোগান্তিতে পরতে হয়।
অবসরপাপ্ত কলেজ শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, আমরা নিয়মিত পৌরসভার ভ্যাট, ট্যাক্স দিই। অথচ দীর্ঘদিন ধরে এই বেহাল সড়কের সংস্কার ও নালা নির্মানে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন বলেন, সড়ক সংস্কারের জন্য এরই মধ্যে ৬০টি কাজের কর্যাদেশ দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারনে কাজ শুরু করা যাচ্ছে না। আবহাওয়া অনুকুলে এলে কাজ শুরু হবে। এ সব কাজ সম্পূর্ন হলে এলাকার লোকজনের চলাচলে আর ভোগান্তি হবে না।