ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে যাত্রী খুঁজতে গিয়ে নিজের জীবনের যাত্রা শেষ করলেন এক পরিশ্রমী অটোচালক। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের ঢাকা মোড় ফলপট্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন মো. আতিউর রহমান (৫৬)।
নিহত আতিউর রহমান ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের চকশাহবাজপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আতিউর রহমান তার অটোরিকশা নিয়ে মহাসড়কের পাশে যাত্রী খুঁজছিলেন। ঠিক সেই মুহূর্তে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী এক অটোচালক আবেগাপ্লুত কণ্ঠে বলেন,কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। হঠাৎ দেখি ট্রাক এসে ধাক্কা মারল—সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল!
দুর্ঘটনার পর ঘটনাস্থলে শতশত মানুষ ছুটে আসে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন এবং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সেটি শনাক্তের কাজ চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
দিনাজপুরের বিরামপুরে যাত্রী খুঁজতে গিয়ে নিজের জীবনের যাত্রা শেষ করলেন এক পরিশ্রমী অটোচালক। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের ঢাকা মোড় ফলপট্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন মো. আতিউর রহমান (৫৬)।
নিহত আতিউর রহমান ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের চকশাহবাজপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আতিউর রহমান তার অটোরিকশা নিয়ে মহাসড়কের পাশে যাত্রী খুঁজছিলেন। ঠিক সেই মুহূর্তে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী এক অটোচালক আবেগাপ্লুত কণ্ঠে বলেন,কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। হঠাৎ দেখি ট্রাক এসে ধাক্কা মারল—সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল!
দুর্ঘটনার পর ঘটনাস্থলে শতশত মানুষ ছুটে আসে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন এবং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সেটি শনাক্তের কাজ চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।