বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় বেতাগী সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম পিন্টুর বিরুদ্ধে রাজনৈনিত মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে বেতাগী থানা পুলিশ তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে, আমিরুল ইসলাম পিন্টুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ দাবি করেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার। অন্যদিকে সচেতন নাগরিকবৃন্দের একটি অংশ বলছে, আইন সবার জন্য সমান এবং যেকোনো অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করতে পারে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে দায়ের করা মামলার ভিত্তিতেই।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় বেতাগী সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম পিন্টুর বিরুদ্ধে রাজনৈনিত মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে বেতাগী থানা পুলিশ তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে, আমিরুল ইসলাম পিন্টুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ দাবি করেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার। অন্যদিকে সচেতন নাগরিকবৃন্দের একটি অংশ বলছে, আইন সবার জন্য সমান এবং যেকোনো অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করতে পারে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে দায়ের করা মামলার ভিত্তিতেই।