মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর নৌ-পুলিশ সহ গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে দৌলতদিয়া যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ১০ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ জন শিশুসহ ৮ (আট) জেলেকে আটক এবং ২৫ কেজি মা ইলিশ জব্দ করেছে প্রশাসন। ১৮ অক্টোবর রাত ৩ টা থেকে সকাল সাঁড়ে আটা পর্যন্ত রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌ পুলিশ সহ কোস্টগার্ড,যৌথ বাহিনী, মৎস্য কর্মকর্তা,এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো, আসাদুজ্জামান এর উপস্থিতিতে গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। এতে ১০ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২৫ কেজি মা ইলিশ জব্দসহ ৮ (আট) জেলেকে আটক করেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অভিযানে আটক কৃত ৮ (আট) জেলের মধ্যে ২ জন শিশু হওয়ায় তার প্রকৃত অভিভাবক এর জিম্মায় দিয়ে দেয়া হয়। আর প্রায় ১০ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ কৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন করা হয়। ৮ জন আসামিদের প্রত্যেককে ৭ দিন করে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর নৌ-পুলিশ সহ গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে দৌলতদিয়া যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ১০ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ জন শিশুসহ ৮ (আট) জেলেকে আটক এবং ২৫ কেজি মা ইলিশ জব্দ করেছে প্রশাসন। ১৮ অক্টোবর রাত ৩ টা থেকে সকাল সাঁড়ে আটা পর্যন্ত রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌ পুলিশ সহ কোস্টগার্ড,যৌথ বাহিনী, মৎস্য কর্মকর্তা,এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো, আসাদুজ্জামান এর উপস্থিতিতে গোয়ালন্দঘাট থানাধীন পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। এতে ১০ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২৫ কেজি মা ইলিশ জব্দসহ ৮ (আট) জেলেকে আটক করেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অভিযানে আটক কৃত ৮ (আট) জেলের মধ্যে ২ জন শিশু হওয়ায় তার প্রকৃত অভিভাবক এর জিম্মায় দিয়ে দেয়া হয়। আর প্রায় ১০ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ কৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন করা হয়। ৮ জন আসামিদের প্রত্যেককে ৭ দিন করে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন।